ETV Bharat / sitara

ভালো আছেন সৌমিত্র, জানালেন কন্যা পৌলমী - সৌমিত্র চ্যাটার্জির খবর

এখন বিপদসীমার বাইরে বাবা, জানালেন সৌমিত্র কন্যা পৌলমী চট্টোপাধ্যায় ।

soumitra chatterjee health update
soumitra chatterjee health update
author img

By

Published : Oct 10, 2020, 1:44 PM IST

কলকাতা : কোরোনা আক্রান্ত হয়ে মিন্টোপার্কের এক হাসপাতালে ভরতি আছেন লিভিং লেজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায় । শুক্রবার অবস্থার অবনতি হওয়াতে কেবিন থেকে তাঁকে আনা হয় ITUতে । তবে আজ সকালে তাঁর অবস্থার অনেকটা উন্নতি হয়েছে, জানালেন অভিনেতার মেয়ে পৌলমী চট্টোপাধ্যায় ।

গতকাল হঠাৎ করেই রক্তচাপে ওঠানামা ও শ্বাসকষ্ট শুরু হয় সৌমিত্রর । রাত 1:30 নাগাদ ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে । তবে এখন তিনি বিপদসীমার বাইরে ।

soumitra chatterjee health update
.

এইমাত্র সৌমিত্র কন্যা পৌলমী আমাদের জানিয়েছেন, বাবা সৌমিত্র অনেকটাই সুস্থ । বলেছেন, "12 জনের ডাক্তারের দল বাবাকে দেখছেন । সবদিক এখন মোটামুটি স্থিতিশীল । বাবা স্টেবল আছেন । রক্তচাপও স্বাভাবিক আছে । এখন আর অক্সিজেনের প্রয়োজন নেই সেইভাবে । চিকিৎসকরা জানিয়েছেন, বাবার কোভিড এন্সেলোপ্যাথি হয়েছে, এটা হলে রোগীর এই ধরনের কিছু সমস্যা হয় এবং একটা অস্থিরতা কাজ করে । চিকিৎসকরা বাবার খুব দেখভাল করছেন । উচ্চ PSA কাউন্ট, নিউমোনিয়া হওয়ার প্রবণতা, দুর্বল ফুসফুসের মতো যে সমস্যা গুলো বাবার আগে থেকেই ছিল, সেগুলোও নজর রাখছেন তাঁরা ।"

এত প্রার্থনা ও শুভকামনার জন্য কড়জোড়ে ধন্যবাদ জানিয়েছেন পৌলমী, বলেছেন, "আপানদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ ।"

কলকাতা : কোরোনা আক্রান্ত হয়ে মিন্টোপার্কের এক হাসপাতালে ভরতি আছেন লিভিং লেজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায় । শুক্রবার অবস্থার অবনতি হওয়াতে কেবিন থেকে তাঁকে আনা হয় ITUতে । তবে আজ সকালে তাঁর অবস্থার অনেকটা উন্নতি হয়েছে, জানালেন অভিনেতার মেয়ে পৌলমী চট্টোপাধ্যায় ।

গতকাল হঠাৎ করেই রক্তচাপে ওঠানামা ও শ্বাসকষ্ট শুরু হয় সৌমিত্রর । রাত 1:30 নাগাদ ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে । তবে এখন তিনি বিপদসীমার বাইরে ।

soumitra chatterjee health update
.

এইমাত্র সৌমিত্র কন্যা পৌলমী আমাদের জানিয়েছেন, বাবা সৌমিত্র অনেকটাই সুস্থ । বলেছেন, "12 জনের ডাক্তারের দল বাবাকে দেখছেন । সবদিক এখন মোটামুটি স্থিতিশীল । বাবা স্টেবল আছেন । রক্তচাপও স্বাভাবিক আছে । এখন আর অক্সিজেনের প্রয়োজন নেই সেইভাবে । চিকিৎসকরা জানিয়েছেন, বাবার কোভিড এন্সেলোপ্যাথি হয়েছে, এটা হলে রোগীর এই ধরনের কিছু সমস্যা হয় এবং একটা অস্থিরতা কাজ করে । চিকিৎসকরা বাবার খুব দেখভাল করছেন । উচ্চ PSA কাউন্ট, নিউমোনিয়া হওয়ার প্রবণতা, দুর্বল ফুসফুসের মতো যে সমস্যা গুলো বাবার আগে থেকেই ছিল, সেগুলোও নজর রাখছেন তাঁরা ।"

এত প্রার্থনা ও শুভকামনার জন্য কড়জোড়ে ধন্যবাদ জানিয়েছেন পৌলমী, বলেছেন, "আপানদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.