কলকাতা : দেশপ্রিয় পার্কের লাগোয়া পেস্তা রঙের উঁচু ফ্ল্যাটবাড়ির পাঁচতলায় যিনি থাকেন, তাঁর স্মৃতিতে ধরা আছে বাংলা চলচ্চিত্র জগতের একটা সুদীর্ঘ সময় । বিগত কয়েক দশক তিনি বাংলা ছবিকে, বাংলার নাট্যমঞ্চকে সমৃদ্ধ করেছেন অভিনয়ের মাধ্যমে । তিনি বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় । এই লকডাউনে তিনিও স্ত্রীর সঙ্গে লকড ডাউন । কেমন আছেন এই টালমাটাল সময়ে ? কীভাবে সময় কাটছে তাঁর ?
ফোনের ওপারে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, "আমার এখন সময় কাটছে টেলিভিশনে 'মহাভারত' দেখে । আর তো কোনও কাজ নেই । বেরোতেও তো পারছি না একেবারে । আমরা দু'জনেই ভালো আছি । ৩ তারিখটা যাক আগে । তবে মনটা আমার ভেঙে একদম ।"
বিপ্লব আরও বলেন, "চারপাশে যে কাণ্ড ঘটছে, পৃথিবীর যে পরিস্থিতি, তাতে কারও মন ভালো থাকার কথা না । রাস্তাঘাট শুনশান, আমার জন্মের পর থেকে এরকম পরিস্থিতি দেখিনি । এক্সট্রা অর্ডিনারি ব্যাপার ! তবে আমরা কেউ বাড়ি থেকে বেরোচ্ছি না, বাড়িতে কাউকে আসতেও দিচ্ছি না । আমাদের ডোমেস্টিক হেল্প যিনি, তাঁকেও আসতে বারণ করে দিয়েছি । আমার স্ত্রীর উপর এখন সব চাপ এসে পড়ছে ।"
তবে 'মহাভারত' দেখার পাশাপাশি বিভিন্ন লেখালেখিও করছেন বিপ্লব । বলেন, "একটা নাটক লিখছি । একটা নাটক রেডি করেও বন্ধ হয়ে গেল । ওটা মঞ্চস্থ হওয়ার কথা ছিল ।"
এই লকডাউনে সুস্থ থাকুন বিপ্লববাবু ও তাঁর পরিবার, সেই কামনাই করে ETV ভারত সিতারা।