ETV Bharat / sitara

'বেশ করেছি গান করেছি', বলছেন সৌমিত্র

"'ভূমি' স্টেজে গান গাওয়ার পর অনেক শিল্পীই সেদিন সেই স্টেজে গাইতে ভয় পেতেন"... নিজের লেখা বই প্রকাশের দিন ETV ভারত সিতারাকে এই কথাই বললেন জনপ্রিয় ব্যান্ড 'ভূমি'-র অন্যতম গায়ক সৌমিত্র রায়।

Besh korechi gaan korechi
Besh korechi gaan korechi
author img

By

Published : Jan 16, 2020, 12:57 PM IST

Updated : Jan 16, 2020, 3:38 PM IST

কলকাতা : বই প্রকাশিত হল গায়ক সৌমিত্র রায়ের। যারা বাংলা ব্যান্ডের শ্রোতা, তারা প্রত্যেকেই সৌমিত্র রায়কে চেনেন। তিনি জনপ্রিয় ব্যান্ড 'ভূমি'-র অন্যতম গায়ক । গান গাওয়ার পাশাপাশি তিনি গান গেয়েছেন ছবির জন্যও। এছাড়া আরও একটি পরিচয় আছে সৌমিত্রর। তিনি একজন লেখক। মুক্তি পেল সৌমিত্রর দ্বিতীয় বই 'বেশ করেছি গান করেছি' ।

নিজের লেখার মাধ্যমে সৌমিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তাঁর সংগীত যাত্রার কথা, অর্থাৎ 'ভূমি'র কথা । যে যে জিনিসগুলো বা ঘটনাগুলো সৌমিত্রকে পরিণত করেছে, এগিয়ে নিয়ে এসেছে, সেই সমস্ত ঘটনার উল্লেখ রয়েছে বইতে । এছাড়াও রয়েছে কয়েকটি গানের কথা, যেগুলো 'ভূমি'-র নিজস্ব রেকর্ডেড গান অথচ সেগুলোর কথা কেউ জানে না । রয়েছে কিছু ভালো ছবিও ।

Besh korechi gaan korechi
বই প্রকাশ অনুষ্ঠানে..

এর আগেও সৌমিত্রর একটি বই প্রকাশ পেয়েছ, নাম 'মিস্টার আদিবাসী' । সেই বই অবশ্য ইংরেজি ভাষায় । সেদিক থেকে দেখতে গেলে 'বেশ করেছি গান করেছি' সৌমিত্রর প্রথম বাংলা বই । প্রকাশক 'মিত্র ও ঘোষ'-এর অন্যতম মাথা ইন্দ্রানী মিত্র ঘোষ খুবই আশাবাদী এই বই নিয়ে । তিনি আশা করেন যে, বইটি এই বছরের বইমেলায় আলোড়ন তৈরি করবে ।

আর সৌমিত্র ? তিনি কী বললেন ? দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : বই প্রকাশিত হল গায়ক সৌমিত্র রায়ের। যারা বাংলা ব্যান্ডের শ্রোতা, তারা প্রত্যেকেই সৌমিত্র রায়কে চেনেন। তিনি জনপ্রিয় ব্যান্ড 'ভূমি'-র অন্যতম গায়ক । গান গাওয়ার পাশাপাশি তিনি গান গেয়েছেন ছবির জন্যও। এছাড়া আরও একটি পরিচয় আছে সৌমিত্রর। তিনি একজন লেখক। মুক্তি পেল সৌমিত্রর দ্বিতীয় বই 'বেশ করেছি গান করেছি' ।

নিজের লেখার মাধ্যমে সৌমিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তাঁর সংগীত যাত্রার কথা, অর্থাৎ 'ভূমি'র কথা । যে যে জিনিসগুলো বা ঘটনাগুলো সৌমিত্রকে পরিণত করেছে, এগিয়ে নিয়ে এসেছে, সেই সমস্ত ঘটনার উল্লেখ রয়েছে বইতে । এছাড়াও রয়েছে কয়েকটি গানের কথা, যেগুলো 'ভূমি'-র নিজস্ব রেকর্ডেড গান অথচ সেগুলোর কথা কেউ জানে না । রয়েছে কিছু ভালো ছবিও ।

Besh korechi gaan korechi
বই প্রকাশ অনুষ্ঠানে..

এর আগেও সৌমিত্রর একটি বই প্রকাশ পেয়েছ, নাম 'মিস্টার আদিবাসী' । সেই বই অবশ্য ইংরেজি ভাষায় । সেদিক থেকে দেখতে গেলে 'বেশ করেছি গান করেছি' সৌমিত্রর প্রথম বাংলা বই । প্রকাশক 'মিত্র ও ঘোষ'-এর অন্যতম মাথা ইন্দ্রানী মিত্র ঘোষ খুবই আশাবাদী এই বই নিয়ে । তিনি আশা করেন যে, বইটি এই বছরের বইমেলায় আলোড়ন তৈরি করবে ।

আর সৌমিত্র ? তিনি কী বললেন ? দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..
Intro:"'ভূমি' স্টেজে গান গাওয়ার পর অনেক শিল্পীই সেদিন সেই স্টেজে গাইতে ভয় পেতেন"... নিজের লেখা বই প্রকাশের দিন এমন কথাই ETV ভারত সিতারাকে বললেন ভূমি ব্যান্ডের অন্যতম সদস্য গায়ক সৌমিত্র রায়।


Body:বই প্রকাশিত হল গায়ক সৌমিত্র রায়ের। যারা বাংলা ব্যান্ডের শ্রোতা, তারা প্রত্যেকেই সৌমিত্র রায়কে চেনেন। তিনি জনপ্রিয় 'ভূমি' ব্যান্ডের অন্যতম সদস্য এবং গায়ক। ব্যান্ডের গান গাওয়ার পাশাপাশি তিনি গান গেয়েছেন ছবির জন্যও। এছাড়াও আরও একটি পরিচয় আছে সৌমিত্রর। তিনি একজন লেখক। তার প্রথম বইয়ের নাম 'মিস্টার আদিবাসী'। বইটি তিনি লিখেছিলেন ইংরেজি ভাষায়। সৌমিত্র দ্বিতীয় বইটি কিন্তু বাংলা ভাষায় লিখেছেন তিনি। বইয়ের নাম 'বেশ করেছি গান করেছি'।

নিজের লেখার মাধ্যমে সৌমিত্র তুলে ধরার চেষ্টা করেছেন সঙ্গীতে তার জীবন যাত্রার কথা, অর্থাৎ 'ভূমি'র কথা। যদিও সেটিকে জীবনী বলতে নারাজ সৌমিত্র।




Conclusion:সৌমিত্রর এই বই নিয়ে অত্যন্ত আশাবাদী 'মিত্র ও ঘোষ' প্রকাশনার অন্যতম ইন্দ্রানী মিত্র ঘোষ। বললেন, এবছরের বইমেলায় এই বইটি আলোড়ন তৈরি করবে। বইটিতে রয়েছে 'ভূমি'র কিছু দুর্লভ ছবিও।
Last Updated : Jan 16, 2020, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.