কলকাতা : ফিরদৌসের পরিবর্তে 'দত্তা' ছবিতে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্য়াত উপন্যাস 'দত্তা' নিয়ে এই পিরিয়ড ছবি। এর আগেও এই উপন্যাসের ভিত্তিতে তৈরি হয়েছে ছবি। সেখানে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। সেই জায়গায় অভিনয় করছেন ঋতুপর্ণা।
নির্মল চক্রবর্তী ETV ভারত সিতারাকে বলেছেন, "দত্তা ছবিতে বিলাসের চরিত্রে ফিরদৌসকে নিয়ে শুটিং শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে ফিরদৌসের ভিসা নিয়ে সমস্যা কিছু সমস্যা হয়। আমরা প্রায় ছয় মাস অনেক চেষ্টা করলাম, অপেক্ষা করলাম। কিন্তু কোনওভাবেই কোনও সমাধান হওয়ার মতো পজ়িটিভ কিছু না দেখে আমরা ফিরদৌসের জায়গায় বিলাসের চরিত্রে সাহেব চ্যাটার্জিকে নিয়েছি। ডিসেম্বরেই শুটিং আবার শুরু করব।"
2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রচারে অংশগ্রহণ করার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন ফিরদৌস। রাতারাতি বাংলাদেশে ফেরত পাঠানো হয় ফিরদৌসকে। শুধু ফিরদৌস নয়, টেলিভিশন অভিনেতা গাজি আব্দুন নুরকেও ফিরে যেতে হয় বাংলাদেশ।