ETV Bharat / sitara

'দত্তা' ছবিতে ফিরদৌসের জায়গায় কে? জানালেন পরিচালক - Shaheb Chatterjee in Datta

'দত্তা' ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অভিনয় করার কথা ছিল ফিরদৌসের। শুটিং শুরু হয়ে যাওয়ার পরও বিশেষ কারণে বাংলাদেশ ফিরে যেতে হয় তাঁকে। তাহলে তাঁর পরিবর্তে কে অভিনয় করছেন ছবিতে ? উত্তর দিলেন পরিচালক নির্মল চক্রবর্তী।

Shaheb Chatterjee in Datta
author img

By

Published : Oct 25, 2019, 5:04 PM IST

কলকাতা : ফিরদৌসের পরিবর্তে 'দত্তা' ছবিতে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্য়াত উপন্যাস 'দত্তা' নিয়ে এই পিরিয়ড ছবি। এর আগেও এই উপন্যাসের ভিত্তিতে তৈরি হয়েছে ছবি। সেখানে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। সেই জায়গায় অভিনয় করছেন ঋতুপর্ণা।

নির্মল চক্রবর্তী ETV ভারত সিতারাকে বলেছেন, "দত্তা ছবিতে বিলাসের চরিত্রে ফিরদৌসকে নিয়ে শুটিং শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে ফিরদৌসের ভিসা নিয়ে সমস্যা কিছু সমস্যা হয়। আমরা প্রায় ছয় মাস অনেক চেষ্টা করলাম, অপেক্ষা করলাম। কিন্তু কোনওভাবেই কোনও সমাধান হওয়ার মতো পজ়িটিভ কিছু না দেখে আমরা ফিরদৌসের জায়গায় বিলাসের চরিত্রে সাহেব চ্যাটার্জিকে নিয়েছি। ডিসেম্বরেই শুটিং আবার শুরু করব।"

Shaheb Chatterjee in Datta
সাহেব..

2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রচারে অংশগ্রহণ করার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন ফিরদৌস। রাতারাতি বাংলাদেশে ফেরত পাঠানো হয় ফিরদৌসকে। শুধু ফিরদৌস নয়, টেলিভিশন অভিনেতা গাজি আব্দুন নুরকেও ফিরে যেতে হয় বাংলাদেশ।

কলকাতা : ফিরদৌসের পরিবর্তে 'দত্তা' ছবিতে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্য়াত উপন্যাস 'দত্তা' নিয়ে এই পিরিয়ড ছবি। এর আগেও এই উপন্যাসের ভিত্তিতে তৈরি হয়েছে ছবি। সেখানে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। সেই জায়গায় অভিনয় করছেন ঋতুপর্ণা।

নির্মল চক্রবর্তী ETV ভারত সিতারাকে বলেছেন, "দত্তা ছবিতে বিলাসের চরিত্রে ফিরদৌসকে নিয়ে শুটিং শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে ফিরদৌসের ভিসা নিয়ে সমস্যা কিছু সমস্যা হয়। আমরা প্রায় ছয় মাস অনেক চেষ্টা করলাম, অপেক্ষা করলাম। কিন্তু কোনওভাবেই কোনও সমাধান হওয়ার মতো পজ়িটিভ কিছু না দেখে আমরা ফিরদৌসের জায়গায় বিলাসের চরিত্রে সাহেব চ্যাটার্জিকে নিয়েছি। ডিসেম্বরেই শুটিং আবার শুরু করব।"

Shaheb Chatterjee in Datta
সাহেব..

2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রচারে অংশগ্রহণ করার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন ফিরদৌস। রাতারাতি বাংলাদেশে ফেরত পাঠানো হয় ফিরদৌসকে। শুধু ফিরদৌস নয়, টেলিভিশন অভিনেতা গাজি আব্দুন নুরকেও ফিরে যেতে হয় বাংলাদেশ।

Intro:টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তর দীর্ঘদিনের সহকারি নির্মল চক্রবর্তীর জীবনের প্রথম ছবির নাম 'দত্তা'। শুটিং এখনও শেষ হয়নি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এই উপন্যাস নিয়ে আগেও ছবি হয়েছে। সেখানে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। এবার নির্মল চক্রবর্তীর 'দত্তা' ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথম দফায় শুটিং শেষ হয়ে গিয়েছে। ছবিতে অভিনয় করছিলেন ফিরদৌস। শুটিংয়ও করেছিলেন কলকাতায়। কিন্তু সেসময় লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রচারে অংশগ্রহণ করার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন ফিরদৌস। রাতারাতি বাংলাদেশে ফেরত পাঠানো হয় ফিরদৌসকে। জড়িয়ে পড়েন ভিসাজড়িত সমস্যায়। এবার শোনা যাচ্ছে, ফেরদৌস আর এই ছবিতে অভিনয় করছেন না। তাঁর জায়গায় নেওয়া হয়েছে সাহেব চট্টোপাধ্যায়কে।


Body:নির্মল চক্রবর্তী ETV ভারত সিতারাকে বলেছেন, "দত্তা ছবিতে বিলাসের চরিত্রে ফিরদৌসকে নিয়ে শুটিং শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে ফিরদৌসের ভিসা নিয়ে সমস্যা হওয়ায়, আমরা প্রায় ছয় মাস অনেক চেষ্টা করলাম, অপেক্ষা করলাম। কিন্তু কোনওভাবেই কোনও সমাধান হওয়ার মতো কোনও পজিটিভ কিছু না দেখে আমরা ফিরদৌসের জায়গায় বিলাসের চরিত্রে সাহেব চ্যাটার্জিকে নিয়েছি। ডিসেম্বরেই শুটিং আবার শুরু করব"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.