কলকাতা : এমনিতেই বয়সজনিত কারণে দীর্ঘদিন ভুগছিলেন 79 বছর বয়সী কিংবদন্তি গায়িকা নির্মলা মিশ্র । গতকাল তাঁকে ভরতি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । ডিমেনশিয়া ও কার্ডিও ভ্যাসকুলার অ্যাট্যাক হয়েছিল নির্মলাদেবীর । কিছু খেতে পারছিলেন না । অবস্থা বেশ সংকটজনক ছিল । কিন্তু এখন অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । নার্সিং হোমের চিকিৎসারত ডাক্তার জানালেন ETV ভারত সিতারাকে ।
নার্সিং হোম থেকে RMO ডাঃ হুসেন আমাদের বলেন, "আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে নির্মলাদেবীর । ডিমেনশিয়া ছিল এবং কার্ডিও ভ্যাসকুলার অ্যাট্যাক হয়েছিল । কিছু খেতেও পারছিলেন না । খাবার গিলে খেতে কষ্ট পাচ্ছিলেন । সবকিছু বিচার বিবেচনা করে চিকিৎসা চলছে । আগের থেকে একটু ভালো আছেন ।"
তবে ভেন্টিলেশনে রাখা হয়নি নির্মলাদেবীকে । ICU-তেও রাখা হয়নি । জেনেরাল ওয়ার্ডের কেবিনেই আছেন তিনি, সেখানেই চিকিৎসা চলছে বর্ষীয়ান সংগীতশিল্পীর ।
আগের থেকে একটু ভালো আছেন নির্মলা মিশ্র - নির্মলা মিশ্রের খবর
স্বাস্থ্যের কোনও অবনতি হয়নি, বরং আগের থেকে একটু ভালোই আছেন নির্মলা মিশ্র । জানালেন চিকিৎসারত ডাক্তার ।
কলকাতা : এমনিতেই বয়সজনিত কারণে দীর্ঘদিন ভুগছিলেন 79 বছর বয়সী কিংবদন্তি গায়িকা নির্মলা মিশ্র । গতকাল তাঁকে ভরতি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । ডিমেনশিয়া ও কার্ডিও ভ্যাসকুলার অ্যাট্যাক হয়েছিল নির্মলাদেবীর । কিছু খেতে পারছিলেন না । অবস্থা বেশ সংকটজনক ছিল । কিন্তু এখন অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । নার্সিং হোমের চিকিৎসারত ডাক্তার জানালেন ETV ভারত সিতারাকে ।
নার্সিং হোম থেকে RMO ডাঃ হুসেন আমাদের বলেন, "আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে নির্মলাদেবীর । ডিমেনশিয়া ছিল এবং কার্ডিও ভ্যাসকুলার অ্যাট্যাক হয়েছিল । কিছু খেতেও পারছিলেন না । খাবার গিলে খেতে কষ্ট পাচ্ছিলেন । সবকিছু বিচার বিবেচনা করে চিকিৎসা চলছে । আগের থেকে একটু ভালো আছেন ।"
তবে ভেন্টিলেশনে রাখা হয়নি নির্মলাদেবীকে । ICU-তেও রাখা হয়নি । জেনেরাল ওয়ার্ডের কেবিনেই আছেন তিনি, সেখানেই চিকিৎসা চলছে বর্ষীয়ান সংগীতশিল্পীর ।