ETV Bharat / sitara

এই লকডাউনে কেমন আছেন স্বাতীলেখা ? - swatilekha senguta health

কোরোনা ভাইরাসের সামনে সবথেকে অসহায় বয়স্ক মানুষরা । শরীরিক বিষয়ের পাশাপাশি মানসিক দিক থেকেও তাঁদের অবসাদ বাড়ছে । নান্দীকার নাট্যদলের অন্যতম সদস্য এবং কিংবদন্তি অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত কেমন আছেন এখন ? বয়স তো হয়েছে তাঁরও । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

স্বাতীলেখা সেনগুপ্ত
স্বাতীলেখা সেনগুপ্ত
author img

By

Published : Apr 12, 2020, 8:25 PM IST

Updated : Apr 12, 2020, 8:36 PM IST

কলকাতা : উত্তর কলকাতার বাসিন্দা স্বাতীলেখা । এখন পুরোপুরি ঘরবন্দী রয়েছেন তিনি । তার উপর লকডাউনের আগে হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে । ১৫ দিন ভর্তি ছিলেন হাসপাতালে । কী হয়েছিল অভিনেত্রীর ?

স্বাতীলেখা বললেন, "লকডাউন হওয়ার আগে 15 দিন হাসপাতালে ছিলাম । লকডাউনের আগেই বাড়ি ফিরেছি । খুব দুর্বল আছি । কিডনিতে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলাম । বেশ বাড়াবাড়ি হয়ে গেছিল । এখন মেডিকেশনে আছি । কমপ্লিট বেড রেস্ট চলছে । কেউ দেখতে আসার লোক নেই ।"

এই লকডাউনের জন্য স্বাতীলেখার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না কেউ । একটু আক্ষেপ তো রয়েছেই সত্যজিতের 'বিমলা'-র । কিন্তু কী উপায় ? পরিস্থিতি তো মেনে নিতেই হবে ।

তবে স্বাতীলেখার মতো অবস্থায় হয়তো রয়েছেন অনেকেই । অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।

কলকাতা : উত্তর কলকাতার বাসিন্দা স্বাতীলেখা । এখন পুরোপুরি ঘরবন্দী রয়েছেন তিনি । তার উপর লকডাউনের আগে হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে । ১৫ দিন ভর্তি ছিলেন হাসপাতালে । কী হয়েছিল অভিনেত্রীর ?

স্বাতীলেখা বললেন, "লকডাউন হওয়ার আগে 15 দিন হাসপাতালে ছিলাম । লকডাউনের আগেই বাড়ি ফিরেছি । খুব দুর্বল আছি । কিডনিতে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলাম । বেশ বাড়াবাড়ি হয়ে গেছিল । এখন মেডিকেশনে আছি । কমপ্লিট বেড রেস্ট চলছে । কেউ দেখতে আসার লোক নেই ।"

এই লকডাউনের জন্য স্বাতীলেখার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না কেউ । একটু আক্ষেপ তো রয়েছেই সত্যজিতের 'বিমলা'-র । কিন্তু কী উপায় ? পরিস্থিতি তো মেনে নিতেই হবে ।

তবে স্বাতীলেখার মতো অবস্থায় হয়তো রয়েছেন অনেকেই । অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।

Last Updated : Apr 12, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.