ETV Bharat / sitara

Exclusive অঙ্কুশ : ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে আমার মতো অনেকেরই রাগ আছে - Anksush hajra on nepotism

টলিউডে নেপোটিজ়ম নিয়ে মন খুলে কথা বললেন অঙ্কুশ হাজরা ।

Anksush hajra on nepotism
Anksush hajra on nepotism
author img

By

Published : Jun 18, 2020, 8:39 PM IST

কলকাতা : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর নেপোটিজ়ম সরগরম হয়ে উঠেছে বলিউড । তার আচঁ এসে পড়েছে টলিউডেও । নেপোটিজ়ম নিয়ে মুখ খুলছেন অনেকেই । বাংলা বিনোদন জগতের বাইরের লোক হয়ে প্রবেশ করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা । তারপর ধীরে ধীরে তিনি নিজের জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে । নেপোটিজ়ম নিয়ে কী মত অঙ্কুশের ? ETV ভারত সিতারা কথা বলল অভিনেতার সঙ্গে ।


অঙ্কুশ বলেন, "নেপোটিজ়মের মাধ্যমে যেসব প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, তাঁদের দোষ দিয়ে লাভ নেই । সমস্যাটা প্রযোজকদের । তাঁদের অধিকাংশেরই প্রবণতা রয়েছে নেপোটিজ়মকে প্রাধান্য দেবার । বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁদের সেই সুযোগটা দেন না তাঁরা । অল্পতেই কোনও কথা ইগোতে নিয়ে নেন । সেই জিনিসগুলোই সবচেয়ে বেশি অন্যায় বলে মনে হয় আমার ।"

অঙ্কুশ মনে করেন যে, স্টার কিডদের যতটা প্যাম্পার করা হয়, প্রতিভা থাকা সত্ত্বেও বাইরের কাউকে সেটা করা হয় না । কোনও বড় প্রযোজক মনোক্ষুন্ন হলে, কারও ক্যারিয়ার শেষ করেও দিতে পারেন । অঙ্কুশের মতে, স্টার কিডদের এইসব সহ্য করতে হয় না । তাঁদের দেওয়া কথার দাম বা সেই সোর্স রয়েছে । এই প্রবণতাকে বিনোদন জগতের জন্য খুব হানিকারক বলে মনে করেন অঙ্কুশ । বললেন, "সবই তো দর্শক ঠিক করে । অমুকের ছেলে বা মেয়ে হয়েও অনেকেই সফল হতে পারেনি, কারণ তাঁদের দর্শক প্রত্যাখ্যান করেছে । তাঁদের বাবাও তাঁদের ছবিতে কাজে নেননি ।"

Anksush hajra on nepotism
.

অভিনেতা আরও বলেন, "আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকাদের সংখ্যা কম । আমাদের ট্যালেন্টেড লোক দিয়ে কাজ করানোর খিদে আছে । আমি যখন এসেছিলাম, আমার সেভাবে অডিশন পর্যন্ত নেওয়া হয়নি । আমার পোর্টফোলিও দেখে ভালো লেগেছিল, সুন্দর দেখতে ছেলে বলে সুযোগ পেয়ে যাই । তবে আমাকেও ঘুরতে হয়েছে । আসলে কোনও কিছুই তো জীবনে অত সহজে পাওয়া যায় না । দশ বছর আমার এই ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে । যদি আদৃতের কথা ধরি, ওঁর বাড়িতে তো কেউ নেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে । রাজদা ওঁকে কাজ দিয়েছেন । হিরোইনদের মধ্যেও যদি আমি কৌশনিকে ধরি, কিংবা সায়ন্তিকা... আমরা সবাই , দেব, জিৎদা, কেউই নেপোটিজ়ম থেকে তৈরি হইনি । এমনকি, বুম্বাদা, যাঁর বাবা এতবড় স্টার, তিনিই এই ইন্ডাস্ট্রিটাকে বাচিঁয়ে দিলেন । বাংলা ছবির যখন আর কোনও হিরো নেই, একা বুম্বাদা লড়ে গেছেন । আমার এটাই বক্তব্য, যাঁকে দর্শক গ্রহণ করবেন, তাঁকে গালাগালি দেওয়া উচিত না । আমার খুব খারাপ লাগছে যখন মানুষ রণবীর কাপুরের ব্যাপারে খারাপ কথা বলছে । 'কফি উইথ করণ'-এ আলিয়া ভাট সুশান্তের ব্যাপারে বলে ফেলেছিল, কে সুশান্ত ? সেই কারণে সকলের রাগ । যাঁদের ওখানে হোল্ড আছে, তাঁরা যেন অন্তত আউটসাইডারদের সমান গুরুত্ব দেন । ওঁদের থেকে নিউকামাররা এটুকু আশা করেন ।"

Anksush hajra on nepotism
.
একটি বিষয়ে খুব রাগ অঙ্কুশের । বললেন, "আমার মতো এই বিষয়ে অনেকেরই রাগ আছে । আমরা দেখি অনেককেই ঘষেমেজে চালানো হচ্ছে । তাঁদের দুটো তিনটে ছবিতেই বোঝা গেছে, এঁদের দ্বারা হবে না । তাঁদেরকেও সুশান্তের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে । এই ব্যাপারটাই হয়তো সুশান্তের মাথার মধ্যে গেঁথে গিয়েছিল । আমরা মুখে এত কথা বলছি, ও হয়তো ভিতর থেকে সেটা অনুভব করেছে ।"

কলকাতা : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর নেপোটিজ়ম সরগরম হয়ে উঠেছে বলিউড । তার আচঁ এসে পড়েছে টলিউডেও । নেপোটিজ়ম নিয়ে মুখ খুলছেন অনেকেই । বাংলা বিনোদন জগতের বাইরের লোক হয়ে প্রবেশ করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা । তারপর ধীরে ধীরে তিনি নিজের জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে । নেপোটিজ়ম নিয়ে কী মত অঙ্কুশের ? ETV ভারত সিতারা কথা বলল অভিনেতার সঙ্গে ।


অঙ্কুশ বলেন, "নেপোটিজ়মের মাধ্যমে যেসব প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, তাঁদের দোষ দিয়ে লাভ নেই । সমস্যাটা প্রযোজকদের । তাঁদের অধিকাংশেরই প্রবণতা রয়েছে নেপোটিজ়মকে প্রাধান্য দেবার । বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁদের সেই সুযোগটা দেন না তাঁরা । অল্পতেই কোনও কথা ইগোতে নিয়ে নেন । সেই জিনিসগুলোই সবচেয়ে বেশি অন্যায় বলে মনে হয় আমার ।"

অঙ্কুশ মনে করেন যে, স্টার কিডদের যতটা প্যাম্পার করা হয়, প্রতিভা থাকা সত্ত্বেও বাইরের কাউকে সেটা করা হয় না । কোনও বড় প্রযোজক মনোক্ষুন্ন হলে, কারও ক্যারিয়ার শেষ করেও দিতে পারেন । অঙ্কুশের মতে, স্টার কিডদের এইসব সহ্য করতে হয় না । তাঁদের দেওয়া কথার দাম বা সেই সোর্স রয়েছে । এই প্রবণতাকে বিনোদন জগতের জন্য খুব হানিকারক বলে মনে করেন অঙ্কুশ । বললেন, "সবই তো দর্শক ঠিক করে । অমুকের ছেলে বা মেয়ে হয়েও অনেকেই সফল হতে পারেনি, কারণ তাঁদের দর্শক প্রত্যাখ্যান করেছে । তাঁদের বাবাও তাঁদের ছবিতে কাজে নেননি ।"

Anksush hajra on nepotism
.

অভিনেতা আরও বলেন, "আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকাদের সংখ্যা কম । আমাদের ট্যালেন্টেড লোক দিয়ে কাজ করানোর খিদে আছে । আমি যখন এসেছিলাম, আমার সেভাবে অডিশন পর্যন্ত নেওয়া হয়নি । আমার পোর্টফোলিও দেখে ভালো লেগেছিল, সুন্দর দেখতে ছেলে বলে সুযোগ পেয়ে যাই । তবে আমাকেও ঘুরতে হয়েছে । আসলে কোনও কিছুই তো জীবনে অত সহজে পাওয়া যায় না । দশ বছর আমার এই ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে । যদি আদৃতের কথা ধরি, ওঁর বাড়িতে তো কেউ নেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে । রাজদা ওঁকে কাজ দিয়েছেন । হিরোইনদের মধ্যেও যদি আমি কৌশনিকে ধরি, কিংবা সায়ন্তিকা... আমরা সবাই , দেব, জিৎদা, কেউই নেপোটিজ়ম থেকে তৈরি হইনি । এমনকি, বুম্বাদা, যাঁর বাবা এতবড় স্টার, তিনিই এই ইন্ডাস্ট্রিটাকে বাচিঁয়ে দিলেন । বাংলা ছবির যখন আর কোনও হিরো নেই, একা বুম্বাদা লড়ে গেছেন । আমার এটাই বক্তব্য, যাঁকে দর্শক গ্রহণ করবেন, তাঁকে গালাগালি দেওয়া উচিত না । আমার খুব খারাপ লাগছে যখন মানুষ রণবীর কাপুরের ব্যাপারে খারাপ কথা বলছে । 'কফি উইথ করণ'-এ আলিয়া ভাট সুশান্তের ব্যাপারে বলে ফেলেছিল, কে সুশান্ত ? সেই কারণে সকলের রাগ । যাঁদের ওখানে হোল্ড আছে, তাঁরা যেন অন্তত আউটসাইডারদের সমান গুরুত্ব দেন । ওঁদের থেকে নিউকামাররা এটুকু আশা করেন ।"

Anksush hajra on nepotism
.
একটি বিষয়ে খুব রাগ অঙ্কুশের । বললেন, "আমার মতো এই বিষয়ে অনেকেরই রাগ আছে । আমরা দেখি অনেককেই ঘষেমেজে চালানো হচ্ছে । তাঁদের দুটো তিনটে ছবিতেই বোঝা গেছে, এঁদের দ্বারা হবে না । তাঁদেরকেও সুশান্তের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে । এই ব্যাপারটাই হয়তো সুশান্তের মাথার মধ্যে গেঁথে গিয়েছিল । আমরা মুখে এত কথা বলছি, ও হয়তো ভিতর থেকে সেটা অনুভব করেছে ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.