ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত বাবা, নুসরতের পরিবারকে রাখা হল হোম কোয়ারেন্টাইনে - nusrat jahan father

কোরোনা আক্রান্ত নুসরত জাহানের বাবা । তাই রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নুসরতের বোন আর মা-কে ।

nusrat jahan father's health
nusrat jahan father's health
author img

By

Published : Apr 16, 2020, 6:24 PM IST

কলকাতা : গত রবিবার অর্থাৎ 12 এপ্রিল হাসপাতালে ভরতি করা হয়েছিল তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী নুসরাতের বাবা মহম্মদ শাহজাহানকে । জ্বর ছিল, সঙ্গে হাই ব্লাড সুগার । ভরতি করেই সোয়াব টেস্ট করানো হয় তাঁর । ধরা পড়ে কোরোনা । এখন কেমন আছেন তিনি ? নুসরতের পরিবারের কী অবস্থা ? ETV ভারত সিতারাকে জানানো হয় নুসরতের টিমের তরফ থেকে ।

জানানো হয়েছে, "রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে নুসরতের দিদি, বোন ও মা কোয়ারান্টিনেই আছেন এখন । নুসরাত ও নিখিল তো ওই বাড়িতে থাকেন না । তবে ওঁরাও নিয়ম মেনে প্রথমদিন থেকে গৃহবন্দি ।"

nusrat jahan father's health
ফাইলচিত্র

কেমন আছেন নুসরতের বাবা, খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম, "অনেকটা ভালো আছেন এখন, ক্রিটিক্যাল নন । প্রথম সোয়াবে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছিল । দ্বিতীয় সোয়াবে রিপোর্ট নেগেটিভ এসেছে । চিকিৎসা চলছে, কেননা ওঁর ডায়াবিটিজ় আছে ।"

তবে এখনও এই বিষয়ে নুসরতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কলকাতা : গত রবিবার অর্থাৎ 12 এপ্রিল হাসপাতালে ভরতি করা হয়েছিল তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী নুসরাতের বাবা মহম্মদ শাহজাহানকে । জ্বর ছিল, সঙ্গে হাই ব্লাড সুগার । ভরতি করেই সোয়াব টেস্ট করানো হয় তাঁর । ধরা পড়ে কোরোনা । এখন কেমন আছেন তিনি ? নুসরতের পরিবারের কী অবস্থা ? ETV ভারত সিতারাকে জানানো হয় নুসরতের টিমের তরফ থেকে ।

জানানো হয়েছে, "রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে নুসরতের দিদি, বোন ও মা কোয়ারান্টিনেই আছেন এখন । নুসরাত ও নিখিল তো ওই বাড়িতে থাকেন না । তবে ওঁরাও নিয়ম মেনে প্রথমদিন থেকে গৃহবন্দি ।"

nusrat jahan father's health
ফাইলচিত্র

কেমন আছেন নুসরতের বাবা, খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম, "অনেকটা ভালো আছেন এখন, ক্রিটিক্যাল নন । প্রথম সোয়াবে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছিল । দ্বিতীয় সোয়াবে রিপোর্ট নেগেটিভ এসেছে । চিকিৎসা চলছে, কেননা ওঁর ডায়াবিটিজ় আছে ।"

তবে এখনও এই বিষয়ে নুসরতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.