ETV Bharat / sitara

ঋতুপর্ণ নেই ! কান্নাটা জমাট বেঁধে আজও - rituparno ghosh death day

7 বছর আগের কথা । হঠাৎ করেই সবাইকে ফাঁকি দিয়ে পরলোকে যাত্রা করেন ঋতুপর্ণ ঘোষ । গোটা চলচ্চিত্র জগতকে স্তব্ধ করে দিয়েছিল এই খবর । ঋতুপর্ণ শুধু একজন দক্ষ পরিচালক, চিত্রনাট্যকার বা অভিনেতা নন...তিনি সকলের মনের খুব কাছের । তিনি যেন বুঝতেন সকলের মনের কথা, বিশেষ করে নারীদের । আর তার প্রতিফলনই দেখা যেত তাঁর সৃষ্টিতে । আজও ঋতুর প্রয়াণকে মেনে নিতে পারেন না কাছের মানুষজন । সেরকমই কয়েকজনের সঙ্গে কথা বলল ETV ভারত সিতারা ।

rituparno ghosh
rituparno ghosh
author img

By

Published : May 30, 2020, 4:48 PM IST

Updated : May 30, 2020, 7:32 PM IST

সুদীপ্তা চক্রবর্তী : শুধুমাত্র একজন পরিচালক বা মেন্টর হিসেবে ঋতুপর্ণকে পাননি অভিনেত্রী সুদীপ্তা পাননি, এক খুব ভালো বন্ধু হিসেবে পেয়েছিলেন । এমন এক বন্ধু, যাঁর সঙ্গে আলোচনা করেই অনেক সিদ্ধান্ত নিতেন তিনি । সুদীপ্তা আমাদের বললেন, "ঋতুপর্ণকে নিয়ে আমার যা অনুভূতি আছে, সেটা ভীষণই মনের ভিতরকার । সহসা বাইরে প্রকাশ করতে পারি না । আজ ঋতুপর্ণ বেঁচে থাকলে, ইন্ডাস্ট্রিটা অন্যরকম হত । বাংলা ছবি অন্যরকম হত । আর আমার ব্যক্তিগত জীবনের বেশ কিছু জিনিসও হয়তো অন্যরকম হত । জীবনে যেসব সিদ্ধান্ত জিজ্ঞেস করে নিতে পারতাম, সেগুলো না জিজ্ঞাসা করেই তো নিয়ে নিলাম । ওঁর সঙ্গে আমার সাংসারিক কথা বেশি হয়েছে । মানুষটা খুবই একা জীবন কাটাতেন, ওঁর উপর লকডাউনের কোনও আলাদা প্রভাব পড়ত কিনা আমি জানি না ।"

celebrities remember Rituparno Ghosh
'বাড়িওয়ালি' ছবিতে সুদীপ্তা


মিমি চক্রবর্তী : অভিনেত্রী-সাংসদ মিমির ক্যারিয়ার শুরুই হয়েছিল ঋতুপর্ণ ঘোষের হাত ধরে । 'গানের ওপারে' ধারাবাহিকে পুপে চরিত্রে মিমিকে কাস্ট করেছিলেন ঋতু । তাঁকে স্মরণ করতে তাই মিমি গতকাল রাত তিনটে পর্যন্ত 'গানের ওপারে' ধারাবাহিকটি দেখেছেন । এরপর বড় পরদায় প্রবেশ ঘটলেও এখনও অনেক সিনেপ্রেমীদের কাছে মিমির ও পুপে চরিত্রটিই সেরা ।

celebrities remember Rituparno Ghosh
পুপে..
অর্ঘ্যকমল মিত্র : ঋতুপর্ণ ঘোষের অধিকাংশ ছবিতেই সম্পাদনার কাজ করেছিলেন অর্ঘ্যকমল মিত্র । অর্ঘ্যর কাছে এই দিনটা খুবই কষ্টের । বললেন, "ঋতু যে নেই, সেটা আমি অনুভব করতে চাই না।" তিনি মনে করেন ঋতুপর্ণ আছেন । বললেন, "আমার জীবনে আজকের এই দিনটা নেই । মনে করতে চাই, আজকের দিনটা কোনওদিনও আসেনি । ঋতু আমাদের মধ্যে আছে, সারাজীবন থাকবে । ও যে পৃথিবী ছেড়ে ছেড়ে চলে গেছে, আমি মনেই করি না ।"
celebrities remember Rituparno Ghosh
অর্ঘ্যকমল মিত্র

জানা নেই ঋতুপর্ণ কোথায় আছেন..কিন্তু তাঁর অজস্র সৃষ্টি এখনও অনেকের মনখারাপের সঙ্গী, একলা সময়ের বন্ধু । এভাবেই আমাদের স্মরণে থেকে যাবেন ঋতু..

সুদীপ্তা চক্রবর্তী : শুধুমাত্র একজন পরিচালক বা মেন্টর হিসেবে ঋতুপর্ণকে পাননি অভিনেত্রী সুদীপ্তা পাননি, এক খুব ভালো বন্ধু হিসেবে পেয়েছিলেন । এমন এক বন্ধু, যাঁর সঙ্গে আলোচনা করেই অনেক সিদ্ধান্ত নিতেন তিনি । সুদীপ্তা আমাদের বললেন, "ঋতুপর্ণকে নিয়ে আমার যা অনুভূতি আছে, সেটা ভীষণই মনের ভিতরকার । সহসা বাইরে প্রকাশ করতে পারি না । আজ ঋতুপর্ণ বেঁচে থাকলে, ইন্ডাস্ট্রিটা অন্যরকম হত । বাংলা ছবি অন্যরকম হত । আর আমার ব্যক্তিগত জীবনের বেশ কিছু জিনিসও হয়তো অন্যরকম হত । জীবনে যেসব সিদ্ধান্ত জিজ্ঞেস করে নিতে পারতাম, সেগুলো না জিজ্ঞাসা করেই তো নিয়ে নিলাম । ওঁর সঙ্গে আমার সাংসারিক কথা বেশি হয়েছে । মানুষটা খুবই একা জীবন কাটাতেন, ওঁর উপর লকডাউনের কোনও আলাদা প্রভাব পড়ত কিনা আমি জানি না ।"

celebrities remember Rituparno Ghosh
'বাড়িওয়ালি' ছবিতে সুদীপ্তা


মিমি চক্রবর্তী : অভিনেত্রী-সাংসদ মিমির ক্যারিয়ার শুরুই হয়েছিল ঋতুপর্ণ ঘোষের হাত ধরে । 'গানের ওপারে' ধারাবাহিকে পুপে চরিত্রে মিমিকে কাস্ট করেছিলেন ঋতু । তাঁকে স্মরণ করতে তাই মিমি গতকাল রাত তিনটে পর্যন্ত 'গানের ওপারে' ধারাবাহিকটি দেখেছেন । এরপর বড় পরদায় প্রবেশ ঘটলেও এখনও অনেক সিনেপ্রেমীদের কাছে মিমির ও পুপে চরিত্রটিই সেরা ।

celebrities remember Rituparno Ghosh
পুপে..
অর্ঘ্যকমল মিত্র : ঋতুপর্ণ ঘোষের অধিকাংশ ছবিতেই সম্পাদনার কাজ করেছিলেন অর্ঘ্যকমল মিত্র । অর্ঘ্যর কাছে এই দিনটা খুবই কষ্টের । বললেন, "ঋতু যে নেই, সেটা আমি অনুভব করতে চাই না।" তিনি মনে করেন ঋতুপর্ণ আছেন । বললেন, "আমার জীবনে আজকের এই দিনটা নেই । মনে করতে চাই, আজকের দিনটা কোনওদিনও আসেনি । ঋতু আমাদের মধ্যে আছে, সারাজীবন থাকবে । ও যে পৃথিবী ছেড়ে ছেড়ে চলে গেছে, আমি মনেই করি না ।"
celebrities remember Rituparno Ghosh
অর্ঘ্যকমল মিত্র

জানা নেই ঋতুপর্ণ কোথায় আছেন..কিন্তু তাঁর অজস্র সৃষ্টি এখনও অনেকের মনখারাপের সঙ্গী, একলা সময়ের বন্ধু । এভাবেই আমাদের স্মরণে থেকে যাবেন ঋতু..

Last Updated : May 30, 2020, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.