ETV Bharat / sitara

বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'কণ্ঠ' - Kontho Abroad

বাংলাদেশে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় পরিচালিত ছবি 'কণ্ঠ'।

kontho in Bangladesh
author img

By

Published : Oct 31, 2019, 9:01 PM IST

কলকাতা : কয়েক মাস আগে কলকাতায় ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছিল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবি 'কণ্ঠ'। গলার ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই দেখানো হয়েছে এই ছবিতে। এই দেশে তুমুল সাফল্যের পর বাংলাদেশে মুক্তি পেতে চলেছে 'কণ্ঠ'।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পাওলি দাম, জয়া এহসান ও শিবপ্রসাদ স্বয়ং। প্রত্যেকেই অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল, দীর্ঘদিন ধরে হাউজ়ফুল হয়েছিল ছবিটি। এবার বাংলাদেশের দর্শককে আনন্দ দিতে 8 নভেম্বর সেখানে মুক্তি পাবে ছবিটি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কণ্ঠ'-র পর আরও একটি ছবি মুক্তি পেয়েছে নন্দিতা-শিবুর। সেই ছবির নাম 'গোত্র'। অনসূয়া মজুমদার ও নাইজেল আকারা অভিনীত এই ছবি কিছুদিন আগে অবধিও সিনেমা হলে চলেছে রমরমিয়ে। সেই রেশ কাটতে না কাটতে আবারও একটা অ্যাচিভমেন্ট পরিচালক-দ্বয়ের ঝুলিতে। কেমন লাগবে ছবিটি বাংলাদেশের দর্শকদের? উত্তর দেবে সময়।

কলকাতা : কয়েক মাস আগে কলকাতায় ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছিল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবি 'কণ্ঠ'। গলার ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই দেখানো হয়েছে এই ছবিতে। এই দেশে তুমুল সাফল্যের পর বাংলাদেশে মুক্তি পেতে চলেছে 'কণ্ঠ'।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পাওলি দাম, জয়া এহসান ও শিবপ্রসাদ স্বয়ং। প্রত্যেকেই অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল, দীর্ঘদিন ধরে হাউজ়ফুল হয়েছিল ছবিটি। এবার বাংলাদেশের দর্শককে আনন্দ দিতে 8 নভেম্বর সেখানে মুক্তি পাবে ছবিটি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কণ্ঠ'-র পর আরও একটি ছবি মুক্তি পেয়েছে নন্দিতা-শিবুর। সেই ছবির নাম 'গোত্র'। অনসূয়া মজুমদার ও নাইজেল আকারা অভিনীত এই ছবি কিছুদিন আগে অবধিও সিনেমা হলে চলেছে রমরমিয়ে। সেই রেশ কাটতে না কাটতে আবারও একটা অ্যাচিভমেন্ট পরিচালক-দ্বয়ের ঝুলিতে। কেমন লাগবে ছবিটি বাংলাদেশের দর্শকদের? উত্তর দেবে সময়।

Intro:বেশ কয়েক মাস আগে কলকাতায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি 'কণ্ঠ'। গলায় মারণরোগে আক্রান্ত এক ব্যক্তির লড়াইয়ের কথা বলেছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। দর্শকদের ভালো লেগেছিল। এবার ছবিটি মুক্তি পেতে চলেছে বাংলাদেশেও। ETV ভারত সিতারাকে সেই কথাই জানাল প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'।


Body:উইন্ডোজ প্রযোজনা সংস্থা থেকে জানান হয়েছে, নভেম্বর মাসের ৮ তারিখ বাংলাদেশে মুক্তি পেতে চলেছে 'কণ্ঠ' ছবিটি।

ছবিটি ভালো ফল করেছে বক্স অফিসে। ভালো ব্যবসা এনে দিয়েছে। ছবিতে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। তাঁকে দেখা গিয়েছে কেন্দ্রীয় চরিত্রে। শিবপ্রসাদের চরিত্রটি রেডিও জকির। কণ্ঠস্বরই যাঁর জীবনের অন্যতম ধন। তাঁরই গলায় মারণরোগ থাবা বসায়। তাঁকে হারাতে হয় সাউন্ডবক্স। এরপর শুরু হয় তাঁর জীবন সংগ্রাম, ঘুরে দাঁড়ানোর লড়াই।




Conclusion:এই ছবিতে শিবপ্রসাদের বিপরীতে, তাঁর স্ত্রীর চরিত্রে কাজ করেছেন পাওলি দাম। উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে এটা পাওলির প্রথম কাজ। এছাড়াও এক স্পিচ থেরাপিস্টের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম অভিনেত্রী জয়া আহসান। তাই বাংলাদেশে এই ছবি মুক্তি পাওয়া জয়ার কাছেও বড় ব্যাপার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.