কলকাতা : কয়েক মাস আগে কলকাতায় ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছিল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবি 'কণ্ঠ'। গলার ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই দেখানো হয়েছে এই ছবিতে। এই দেশে তুমুল সাফল্যের পর বাংলাদেশে মুক্তি পেতে চলেছে 'কণ্ঠ'।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পাওলি দাম, জয়া এহসান ও শিবপ্রসাদ স্বয়ং। প্রত্যেকেই অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল, দীর্ঘদিন ধরে হাউজ়ফুল হয়েছিল ছবিটি। এবার বাংলাদেশের দর্শককে আনন্দ দিতে 8 নভেম্বর সেখানে মুক্তি পাবে ছবিটি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
'কণ্ঠ'-র পর আরও একটি ছবি মুক্তি পেয়েছে নন্দিতা-শিবুর। সেই ছবির নাম 'গোত্র'। অনসূয়া মজুমদার ও নাইজেল আকারা অভিনীত এই ছবি কিছুদিন আগে অবধিও সিনেমা হলে চলেছে রমরমিয়ে। সেই রেশ কাটতে না কাটতে আবারও একটা অ্যাচিভমেন্ট পরিচালক-দ্বয়ের ঝুলিতে। কেমন লাগবে ছবিটি বাংলাদেশের দর্শকদের? উত্তর দেবে সময়।