ETV Bharat / sitara

সৌরভের সঙ্গে বিয়ে জুনের... - Tollywood actress June Malliah

খুব তাড়াতাড়ি ছাদনাতলায় বসতে চলেছেন জুন মালিয়া। ETV ভারত সিতারাকে সেই খবর জানালেন জুন নিজেই।

June Malliah marriage
author img

By

Published : Nov 2, 2019, 3:32 PM IST

কলকাতা : বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের কাছে একজন প্রতিভাবান, দক্ষ ও গ্ল্যামারাস অভিনেত্রী জুন মালিয়া। এতগুলো বছর সৌন্দর্য ও অভিনয়ের গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। পেয়েছেন অনেক ভালোবাসা। তবে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রেখেছেন। তাই বিয়েটাও সারবেন নিভৃতে। দীর্ঘদিনের কাছের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন জুন।


জুন আমাদের বলেন, " খবরটা ঠিক। সত্যিই আমি বিয়ে করতে চলেছি। বিয়ের তারিখ এই বছর ডিসেম্বরের ১ তারিখ। খুব জাঁকজমক করে বিয়ে করছি না। শুধু রেজিস্ট্রি হবে। বাকিটা ব্যক্তিগতই থাক।"

June Malliah marriage
জুন

মনের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জুনের। তবে ভালোবাসার এই সম্পর্ক গোপন রেখেছিলেন অভিনেত্রী। মেয়ে শিবাঙ্গী এবং ছেলে শিবেন্দ্রকে মন দিয়ে মানুষ করেছেন সিঙ্গল মাদার হিসেবে। তাঁরা এখন বড় হয়েছে। নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তাই জনুও এবার একটু নিজের দিকে মন দিচ্ছেন।

জুনের বিয়ের খবর নিঃসন্দেহে আমাদের কাছে একটা ভালো খবর। ETV ভারত সিতারার পক্ষ থেকে জুন এবং সৌরভকে নতুন বিবাহিত জীবনের জন্য অনেক প্রীতি এবং শুভেচ্ছা।

কলকাতা : বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের কাছে একজন প্রতিভাবান, দক্ষ ও গ্ল্যামারাস অভিনেত্রী জুন মালিয়া। এতগুলো বছর সৌন্দর্য ও অভিনয়ের গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। পেয়েছেন অনেক ভালোবাসা। তবে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রেখেছেন। তাই বিয়েটাও সারবেন নিভৃতে। দীর্ঘদিনের কাছের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন জুন।


জুন আমাদের বলেন, " খবরটা ঠিক। সত্যিই আমি বিয়ে করতে চলেছি। বিয়ের তারিখ এই বছর ডিসেম্বরের ১ তারিখ। খুব জাঁকজমক করে বিয়ে করছি না। শুধু রেজিস্ট্রি হবে। বাকিটা ব্যক্তিগতই থাক।"

June Malliah marriage
জুন

মনের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জুনের। তবে ভালোবাসার এই সম্পর্ক গোপন রেখেছিলেন অভিনেত্রী। মেয়ে শিবাঙ্গী এবং ছেলে শিবেন্দ্রকে মন দিয়ে মানুষ করেছেন সিঙ্গল মাদার হিসেবে। তাঁরা এখন বড় হয়েছে। নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তাই জনুও এবার একটু নিজের দিকে মন দিচ্ছেন।

জুনের বিয়ের খবর নিঃসন্দেহে আমাদের কাছে একটা ভালো খবর। ETV ভারত সিতারার পক্ষ থেকে জুন এবং সৌরভকে নতুন বিবাহিত জীবনের জন্য অনেক প্রীতি এবং শুভেচ্ছা।

Intro:বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের কাছে একজন প্রতিভাবান, কিউট এবং গ্ল্যামারাস অভিনেত্রী জুন মালিয়া। এতগুলো বছর সৌন্দর্য ও অভিনয়ের গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। পেয়েছেন অনেক ভালোবাসা। তবে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রেখেছেন। সম্প্রতি বিয়ে করতে চলেছেন জুন। ETV ভারত সিতারাকে তাঁর বিয়ের খবর জানালেন জুন নিজেই।


Body:দীর্ঘদিনের কাছের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন জুন। খবরটা পাওয়ামাত্রই আমরা জুনের সঙ্গে সরাসরি যোগাযোগ করি। জুন আমাদের বলেন, "আপনারা যে খবরটা শুনেছেন, সেটা ঠিক। সত্যি আমি বিয়ে করতে চলেছি। বিয়ের তারিখ এবছর ডিসেম্বরের ১ তারিখ। খুব জাঁকজমক করে বিয়ে করছি না। শুধু রেজিস্ট্রি হবে। বাকিটা ব্যক্তিগতই থাক।"

মনের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জুনের। তবে ভালোবাসার এই সম্পর্ক নিজের কাছেই রেখেছিলেন এযাবত। মেয়ে শিবাঙ্গী এবং ছেলে শিবেন্দ্রকে মন দিয়ে মানুষ করেছেন সিঙ্গেল মাদার হিসেবে। তাঁরা এখন বড় হয়েছে। নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তাই জনুও নিজের দিকে একটু মন দিচ্ছেন।




Conclusion:জুনের বিয়ের খবর কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছে একটা ভালো খবর। ETV ভারত সিতারার পক্ষ থেকে জুন এবং সৌরভের জন্য নতুন বিবাহিত জীবনের অনেক প্রীতি এবং শুভেচ্ছা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.