কলকাতা : বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের কাছে একজন প্রতিভাবান, দক্ষ ও গ্ল্যামারাস অভিনেত্রী জুন মালিয়া। এতগুলো বছর সৌন্দর্য ও অভিনয়ের গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। পেয়েছেন অনেক ভালোবাসা। তবে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রেখেছেন। তাই বিয়েটাও সারবেন নিভৃতে। দীর্ঘদিনের কাছের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন জুন।
জুন আমাদের বলেন, " খবরটা ঠিক। সত্যিই আমি বিয়ে করতে চলেছি। বিয়ের তারিখ এই বছর ডিসেম্বরের ১ তারিখ। খুব জাঁকজমক করে বিয়ে করছি না। শুধু রেজিস্ট্রি হবে। বাকিটা ব্যক্তিগতই থাক।"
মনের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জুনের। তবে ভালোবাসার এই সম্পর্ক গোপন রেখেছিলেন অভিনেত্রী। মেয়ে শিবাঙ্গী এবং ছেলে শিবেন্দ্রকে মন দিয়ে মানুষ করেছেন সিঙ্গল মাদার হিসেবে। তাঁরা এখন বড় হয়েছে। নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তাই জনুও এবার একটু নিজের দিকে মন দিচ্ছেন।
জুনের বিয়ের খবর নিঃসন্দেহে আমাদের কাছে একটা ভালো খবর। ETV ভারত সিতারার পক্ষ থেকে জুন এবং সৌরভকে নতুন বিবাহিত জীবনের জন্য অনেক প্রীতি এবং শুভেচ্ছা।