কলকাতা : কোরোনা নিয়ে আতঙ্ক সর্বত্র । তার উপর চলছে লকডাউন । বাড়ি থেকে বেরোনো মানা । এই সময়ে বেশ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন সিনিয়র সিটিজেনরা, যাঁরা হয়তো ঠিকমতো জরুরি পরিষেবাটুকুও পাচ্ছেন না । তবে তাঁদের মধ্যে অনেকেই মনের জোর আর সাহস রেখে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন, অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠছেন । কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারও তাঁদের মধ্যে অন্যতম । তরুনবাবুর খোঁজ নিল ETV ভারত সিতারা ।
ফোনের ওপারে 'দাদার কীর্তি', 'বালিকা বধূ', 'শ্রীমান পৃথ্বীরাজ'এর পরিচালক তরুণ মজুমদার স্বস্নেহ কণ্ঠে বললেন, "আমি ভালো আছি । বাড়িতেই আছি । তোমরা কেমন আছ ? এই সময় কিন্তু বাইরে বেরোনো উচিত না ।"
জানালেন, "আমার শরীর ঠিক আছে । তবে এই লকডাউনে আমার মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে, একটা ওয়ার্ক সাইকেলের মতো তৈরি হয়েছে । খাবার কোথা থেকে আসবে, ওষুধ কোথা থেকে আসবে, সেটার ব্যবস্থা হয়েছে । অসুবিধা হচ্ছে না ।"
এমনিতেই লেখাপড়ার মধ্যে থাকতে ভালোবাসেন মানুষটি । বললেন, "নিজের লেখা, বই পড়া, এর মধ্যেই আছি । তা ছাড়া তো উপায় নেই আমার । আমার একটা বড় লেখা শেষের দিকে ছিল, সেটা শেষ করলাম । সেটা অনেকটা স্মৃতিকথার মতো । একটি প্রকাশনী অনেকদিন থেকে বলছে এটার কথা, তারা এর আগে আমার দুটো বই বের করেছে । সিনেমার স্ক্রিপ্টও লিখছি । আমার মুম্বই যাওয়ার কথা ছিল । লকডাউনের জন্যে যাওয়া হল না ।"
ভালো থাকুন তরুনবাবু, নিজের পছন্দের কাজেই মেতে থাকুন তিনি, এই কামনাই করে ETV ভারত সিতারা ।