কলকাতা : উত্তমকুমারের পরিবারের কোনও অনুমতি ছাড়াই এই বাণিজ্যিক ছবি তৈরি করছেন প্রবীর রায়, এই অভিযোগেই ইংজাঙ্কশন ফাইল করেছেন গৌরব। শুধু তাই নয়, এই ছবিতে উত্তমকুমারের ভাবমূর্তীও নষ্ট করার চেষ্টা হয়েছে, অভিযোগ উঠেছে এমনও। বিষয়টি পরিষ্কার করে আমাদের জানালেন সৌমেন্দ্র রায়চৌধুরী।
তিনি বললেন, "'যেতে নাহি দিব' ছবির প্রদর্শনে ইংজাঙ্কশন মুভ করা হয়েছে। প্রথমত, ছবিটি তৈরির ক্ষেত্রে গৌরব চ্যাটার্জি বা উত্তমকুমারের পরিবারের কারো অনুমতি নেওয়া হয়নি। দ্বিতীয়ত, ছবিতে উত্তমকুমারের যেই ভাবমূর্তী তুলে ধরার চেষ্টা হয়েছে, একাধিক অভিনেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক দেখানো হয়েছে, এইসব নিয়েও আপত্তি জানিয়েছেন মহানায়কের পরিবার।"
![jete nahin dibo injunction](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5103133_uttam-1.jpg)
সৌমেন্দ্র আরও বলেন, "আমরা চেয়েছি, উত্তমকুমারের যে ব্যক্তিত্ব, সেটাকে ওরা যেন নিজেদের মতো করে কমার্শিয়ালি এক্সপ্লয়েট না করে। উত্তমকুমারের যেসব অটোবায়োগ্রাফি আছে, সেগুলো ওঁর নিজের লেখা। সেটার থেকে এই ব্যাপারটা আলাদা। আমার সঙ্গে রয়েছেন রাজু রাম শাহ ও সিনিয়র অ্যাডভোকেট S.P. মুখার্জি।"
![jete nahin dibo injunction](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5103133_uttam-3.jpg)
'যেতে নাহি দিব' ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন সুজন মুখার্জি ওরফে নীল। এছাড়াও রয়েছেন শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত, মল্লিকা সিনহা রায় প্রমুখ।