কলকাতা : ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিমল দে বলেন, "সুব্রতরঞ্জন দত্ত আমাদের কাছে যে অভিযোগটা করেছে ঋত্বিক সম্পর্কে, আমরা সেটার প্রত্যক্ষদর্শী নই। সুব্রতর মুখ থেকে যা শুনেছি এবং অভিযোগপত্রে যা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে আমরা আর্টিস্ট ফোরামের কাছে বিষয়টি তুলে ধরব। এরপর যদি আর্টিস্ট ফোরাম আমাদের ডেকে পাঠায়, তখন আমরা ওঁদের সঙ্গে বসেও মীমাংসা করার চেষ্টা করব। যদি সমাধানসূত্র বেরোয় আমরা করতে রাজি আছি।"
আমাদের সঙ্গে কথা বললেন স্বয়ং সুব্রতরঞ্জন দত্ত। তিনি বললেন, "ঋত্বিক আমায় যে আঘাতটা দিলেন, আশা করব আর কারো সঙ্গে উনি এই ব্যবহারটা করবেন না। আর কোনও ছোটো পরিচালক ওঁর কাছে যাবেও না। আর আমি প্রয়োজন পড়লে ফুটপাত থেকে অভিনেতা তুলে এনে অভিনয় করাব। কিন্তু ওঁকে আর নেব না।"
ফেডারেশনের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন বলে জানালেন সুব্রতরঞ্জন। দেখে নিন ভিডিয়োয়।