কলকাতা : অঞ্জন চৌধুরির পুত্র সন্দীপ চৌধুরির পরিচালনায় আসতে চলেছে 'বিদ্রোহিনী' । সেখানে একেবারে হার্ডকোর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সামনে এল ছবির ফার্স্ট লুক । অভিজ্ঞ IPS অফিসারের ভূমিকায় একেবারে রুথলেস ঋতুপর্ণা, তাঁর চোখে মুখে সেই অভিব্যক্তি ফুটে উঠল ।
সন্দীপ বলেন, "ছবিতে ঋতুপর্ণার চরিত্রটি অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যায় । তার দিদি ধর্ষিত হয় ছোটোবেলায় । বাবা-মাকে খুন করে ফেলা হয় । সেই পরিস্থিতিতে পড়ে সে সিদ্ধান্ত নেয় বড় হয়ে তাকে পুলিশ অফিসার হতেই হবে । সে ঠিক করে অন্যায় করেছে যারা, তাদের শাস্তি দেবে । একপ্রকার প্রতিজ্ঞা নেয় । তারপর সে বড় হয়ে পুলিশ অফিসার হয় । ডিউটিতে জয়েন করার পরই তার বিয়ে হয়ে যায় । ঘরে এবং বাইরে তার লড়াই শুরু হয়। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে মুক্তি পাবে ছবি ।"
ছবিতে ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করেছেন গৌতম মুখোপাধ্যায়, সান্তনা বসু, সোনালি চৌধুরি, বিদিশা চৌধুরি, পার্থসারথি দেব, সোমা চক্রবর্তী, অনিন্দ্য সরকার, দীপ্তিময় ঘোষের মতো অভিনেতারা ।
ঋতুপর্ণার ঝুলিতে এখন অনেক প্রোজেক্ট । ইন্দ্রাশিস আচার্যর 'পার্সেল', মুরারী রক্ষিতের 'ছুট', অরিন্দম শীলের 'মায়া কুমারী', নির্মল চক্রবর্তীর 'দত্তা' ছবিতে দেখা যাবে তাঁকে । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন, এক্সপেরিমেন্ট করছেন নিজের প্রতিভাকে নিয়ে ।