ETV Bharat / sitara

ফেসবুক ছাড়তে চলেছেন ঋতব্রত ! - ঋতব্রত মুখার্জির খবর,

খুব তাড়াতাড়ি ফেসবুক ছাড়ছেন ঋতব্রত মুখার্জি । কারণ জানালেন ETV ভারত সিতারাকে ।

Ritabrata Mukherjee latest news
Ritabrata Mukherjee latest news
author img

By

Published : Jul 14, 2020, 4:31 PM IST

কলকাতা : নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চলেছেন 'জেনারেশন আমি', 'দ্বিতীয় পুরুষ'খ্যাত অভিনেতা ঋতব্রত মুখার্জি । তাঁর বক্তব্য একটাই, ফেসবুকের নাগরিকদের ব্যবহারের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তিনি । জানালেন ETV ভারত সিতারাকে ।


তবে এই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গেলেও ঋতব্রতর একটি পেজ রয়েছে । সেটি তাঁর P.R. টিম থেকে চালনা করা হয় । মাঝেমধ্যে হয়তো তিনি উঁকি মারবেন সেই পেজে । কিন্তু ফেসবুকে আর সরাসরি অ্যাক্টিভ থাকবেন না তিনি ।

Ritabrata Mukherjee latest news
.

ঋতব্রত আমাদের বলেন, "আমি ফেসবুক ছেড়ে দিচ্ছি । অনেকদিন ধরেই আমার অ্যাকাউন্টটা বন্ধ করব ভাবছিলাম । তার কারণও আছে । যেমন ধরুন, আমি মুখে বলছি আমি একজন গণতান্ত্রিক লোক । তারপর আমিই ফেসবুকে একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি । ঠিক করছি কী বলা উচিত, কী উচিত না । তারপর সেটা আমি জোর করে অন্যের উপর চাপিয়ে দিচ্ছি ।"

সামাজিকভাবে গণতন্ত্রের কোনও জায়গা নেই, তার সবচেয়ে বড় প্রমাণ ফেসবুক, মনে করছেন ঋতব্রত । তাঁর বক্তব্য, একদল লোক সব বোঝে, তারা সবটা ডিকটেট করে । ঋতব্রত বললেন, "আপনি মশাই কে আমাকে বলার ? এখানে কে জাজ ? আমি এত লোকের মতামত শুনতে চাই না । কোনওদিন শুনিনি । আমার নিজের যেটা ঠিক মনে হয়, করি ।"

Ritabrata Mukherjee latest news
.
অনেকদিন ধরেই ফেসবুক ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন ঋতব্রত । কিন্তু কোনও না কোনও কাজকে ফেসবুকের মাধ্যমে প্রোমোট করতে হচ্ছিল তাঁকে । এবার তিনি বদ্ধপরিকর, কিছুদিনের মধ্যেই ফেসবুক ছেড়ে দেবেন তিনি । ফেসবুকে থাকবে শুধু তাঁর অফিসিয়াল পেজ, যেটি হ্যান্ডল করবে তাঁর PR টিম । সেটার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন না অভিনেতা ।

কলকাতা : নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চলেছেন 'জেনারেশন আমি', 'দ্বিতীয় পুরুষ'খ্যাত অভিনেতা ঋতব্রত মুখার্জি । তাঁর বক্তব্য একটাই, ফেসবুকের নাগরিকদের ব্যবহারের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তিনি । জানালেন ETV ভারত সিতারাকে ।


তবে এই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গেলেও ঋতব্রতর একটি পেজ রয়েছে । সেটি তাঁর P.R. টিম থেকে চালনা করা হয় । মাঝেমধ্যে হয়তো তিনি উঁকি মারবেন সেই পেজে । কিন্তু ফেসবুকে আর সরাসরি অ্যাক্টিভ থাকবেন না তিনি ।

Ritabrata Mukherjee latest news
.

ঋতব্রত আমাদের বলেন, "আমি ফেসবুক ছেড়ে দিচ্ছি । অনেকদিন ধরেই আমার অ্যাকাউন্টটা বন্ধ করব ভাবছিলাম । তার কারণও আছে । যেমন ধরুন, আমি মুখে বলছি আমি একজন গণতান্ত্রিক লোক । তারপর আমিই ফেসবুকে একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি । ঠিক করছি কী বলা উচিত, কী উচিত না । তারপর সেটা আমি জোর করে অন্যের উপর চাপিয়ে দিচ্ছি ।"

সামাজিকভাবে গণতন্ত্রের কোনও জায়গা নেই, তার সবচেয়ে বড় প্রমাণ ফেসবুক, মনে করছেন ঋতব্রত । তাঁর বক্তব্য, একদল লোক সব বোঝে, তারা সবটা ডিকটেট করে । ঋতব্রত বললেন, "আপনি মশাই কে আমাকে বলার ? এখানে কে জাজ ? আমি এত লোকের মতামত শুনতে চাই না । কোনওদিন শুনিনি । আমার নিজের যেটা ঠিক মনে হয়, করি ।"

Ritabrata Mukherjee latest news
.
অনেকদিন ধরেই ফেসবুক ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন ঋতব্রত । কিন্তু কোনও না কোনও কাজকে ফেসবুকের মাধ্যমে প্রোমোট করতে হচ্ছিল তাঁকে । এবার তিনি বদ্ধপরিকর, কিছুদিনের মধ্যেই ফেসবুক ছেড়ে দেবেন তিনি । ফেসবুকে থাকবে শুধু তাঁর অফিসিয়াল পেজ, যেটি হ্যান্ডল করবে তাঁর PR টিম । সেটার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন না অভিনেতা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.