ETV Bharat / sitara

মাদকাসক্তির গল্প 'ক্যাট স্টিকস' স্থান পেল KIFF-এর প্রতিযোগিতায়

author img

By

Published : Nov 10, 2019, 9:03 AM IST

ছবির নাম -ক্যাট স্টিকস পরিচালক- রনি সেন স্ক্রিন প্লে- রনি সেন / সৌম্য কান্তি বিশ্বাস সংগীত- অলিভার উইকস ছবির দৈর্ঘ্য- 94 মিনিট

KIFF 2019

আন্তর্জাতিক প্রতিযোগীতায় প্রবেশ করেছে দুটি বাংলা ছবি, একটি হল গৌতম হালদারের 'নির্বাণ' ও অপরটি হল রনি সেনের 'ক্যাট স্টিকস'। সাদা-কালোয় তৈরি এই ছবি নিয়ে KIFF-এ কথা বললেন পরিচালক রনি..

কয়েকজন মাদকাসক্ত তরুণ-তরুণীর আশা-নিরাশার গল্প 'ক্যাট স্টিকস'। মুষলধারে বৃষ্টির রাতে ব্রাউন শুগারের নেশায় মত্ত কয়েকজন ছেলে-মেয়ে, যাদের প্রত্যেকের বয়স 30-এর মধ্যে। রনি বললেন, "ছবিটার জন্য আমরা টানা তিনমাসের ওয়ার্কশপ করেছি। ছবির চরিত্রদের বাস্তবায়িত করতে এঁরা সত্যিই চুরি করেছেন। পরে সেই জিনিস আবার ফিরিয়েও দিয়েছেন।"

রনি আরও বলেন, "ছবির সংগীত পরিচালনা করেছেন UK-র সংগীত শিল্পী অলিভার উইকস। তিনি বাংলা গান, বিশেষত বাউল গান নিয়ে চর্চা করেন। তাই ভারতীয় সংস্কৃতিকে মাথায় রেখে সংগীত তৈরি করতে খুব একটা অসুবিধা হয়নি। নেশা করার পর এক এক জন একটু অন্য়রকমের শব্দ শোনে, এক এক জনের অনুভূতি এক এক রকম হয়। খুবই দক্ষতার সঙ্গে তা ফুটিয়ে তুলেছেন অলিভার।"

আন্তর্জাতিক প্রতিযোগীতায় প্রবেশ করেছে দুটি বাংলা ছবি, একটি হল গৌতম হালদারের 'নির্বাণ' ও অপরটি হল রনি সেনের 'ক্যাট স্টিকস'। সাদা-কালোয় তৈরি এই ছবি নিয়ে KIFF-এ কথা বললেন পরিচালক রনি..

কয়েকজন মাদকাসক্ত তরুণ-তরুণীর আশা-নিরাশার গল্প 'ক্যাট স্টিকস'। মুষলধারে বৃষ্টির রাতে ব্রাউন শুগারের নেশায় মত্ত কয়েকজন ছেলে-মেয়ে, যাদের প্রত্যেকের বয়স 30-এর মধ্যে। রনি বললেন, "ছবিটার জন্য আমরা টানা তিনমাসের ওয়ার্কশপ করেছি। ছবির চরিত্রদের বাস্তবায়িত করতে এঁরা সত্যিই চুরি করেছেন। পরে সেই জিনিস আবার ফিরিয়েও দিয়েছেন।"

রনি আরও বলেন, "ছবির সংগীত পরিচালনা করেছেন UK-র সংগীত শিল্পী অলিভার উইকস। তিনি বাংলা গান, বিশেষত বাউল গান নিয়ে চর্চা করেন। তাই ভারতীয় সংস্কৃতিকে মাথায় রেখে সংগীত তৈরি করতে খুব একটা অসুবিধা হয়নি। নেশা করার পর এক এক জন একটু অন্য়রকমের শব্দ শোনে, এক এক জনের অনুভূতি এক এক রকম হয়। খুবই দক্ষতার সঙ্গে তা ফুটিয়ে তুলেছেন অলিভার।"

Intro:ছবির নাম -ক্যাট স্টিকস
পরিচালক- রনি সেন
স্ক্রিন প্লে- রনি সেন / সৌম্য কান্তি বিশ্বাস
সংগীত- অলিভার উইকস
ছবির দৈর্ঘ্য- 94 মিনিট
সাদা কালো ছবি


Body:আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুটি বাংলা ছবি প্রবেশ করেছে একটি হলো গৌতম হালদারের নির্বাণ ও অপরটি হলো রনি সেন এর ক্যাপস্টিক

একটু ভিন্ন স্বাদের ছবি এটি। কয়েকজন মাদকাসক্ত তরুন ও তরুনীর আশা-নিরাশার গল্প হল 'ক্যাট স্টিকস'। একটি সাদা কালো ছবি। এক মুষলধার বৃষ্টির রাতে ব্রাউন সুগারের নেশায় মত্ত কয়েকজন তরুণ-তরুণীর আশা-নিরাশ ও চাওয়া-পাওয়ার গল্প। ছবির অভিনেতা ও অভিনেত্রীরা সবারই গর বয়স 30 শের মধ্যে। ছবিটির জন্য এরা সবাই নিজেদের চেহারা, কথাবার্তা, আচার-আচরণের দিকে বিশেষ নজর দিয়েছেন। যাতে তাঁদের আসল মাদক দ্রব্য সেবকদের মতো দেখতে লাগে কিছুটা।

পরিচালক রনি সেন বলেন, "ছবিটার জন্য আমরা একটি টানা তিন মাসের ওয়াকসপ করি। ছবির চরিত্রগুলিকে বাস্তবায়িত করতে সত্যি চুরিও করেছেন এঁরা। যদিও পরে আবার নিজেরাই গিয়ে জিনিষ ফিরিয়েও এসেছেন।"


Conclusion:পরিচালক বলেন, "ছবির সংগীত তৈরি করেছেন ukএর সংগীতশিল্পী অলিভার উইকস। তিনি বাংলা গান বিশেষ করে বাউল সংগীত নিয়ে নিয়মিত চর্চা করেন। তাই ভারতীয় সংস্কৃতিকে মাথায় রেখে সংগীত তৈরি করতে খুব একটা অসুবিধা হয়নি। নেশা করার পর একজন একটু অন্য রকমের শব্দ শোনে। যদিও একেক জনের অনুভূতি এক এক রকম। তিনি খুব দক্ষতার সঙ্গে ওই ধরণের সংগীত তৈরি করছেন।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.