ETV Bharat / sitara

KIFF-এর প্রতিযোগিতায় নির্বাচিত ডুবুরিদের গল্প 'ডুবুরি' - KIFF 2019

ছবির নাম - ডুবুরি (The song of breath) পরিচালক- কৃষ্ণেন্দু দত্ত সংগীত- অতিশয় জৈন ও শুভময় ঘোষ ছবির দৈর্ঘ্য- 76 মিনিট

duburi movie kiff
author img

By

Published : Nov 11, 2019, 10:17 AM IST

সুন্দরবনের ডুবুড়িদের নিয়ে তৈরি ছবি 'ডুবুরি'। ছবির পরিচালক কৃষ্ণেন্দু দত্ত। তিনি নিজেও সুন্দরবনের মানুষ। তাই কৃষ্ণেন্দু খুব ভালো করে জানেন এই ডুবুরিদের জীবনটা কীরকম হয়। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ছবিটি।

'কোনও কিছু জলে পড়ে গেলে এই নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনার জিনিস তুলে আনব', পিঠে এরকম বোর্ড ঝুলিয়ে রাখেন ডুবুরিরা। পরিচালক খুব কাছ থেকে দেখেছেন যে, কীভাবে জীবনের বাজি রেখে জল থেকে মূল্যবান জিনিস তুলে আনেন তাঁরা। তাই তাঁদের নিয়ে ছবি তৈরির চিন্তা মাথায় আসে কৃষ্ণেন্দুর।

duburi movie kiff
ছবির পোস্টার

গোলাপডাঙার এক অল্প বয়সী বিধবা নীলু। বিয়ের সময় তার কানপাশাটি হারিয়ে যায়। সেটা খুঁজে দিতে বাড়ি আসে সনাতন ডুবুরি। কিন্তু শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না কানাপাশাটি। সনাতন ডুবুরির জীবন ও তার কাজ, নীলুর জীবনের ওঠাপড়া- এই সমস্ত কিছুকে রূপক হিসেবে ব্যবহার করে তৈরি হয়েছে 'ডুবুরি'।

ছবিটি মূলত সাদা-কালো তবে একটি স্বপ্নের দৃশ্য ও শেষের দৃশ্যটি রঙিন। শুনে নিন পরিচালকের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

সুন্দরবনের ডুবুড়িদের নিয়ে তৈরি ছবি 'ডুবুরি'। ছবির পরিচালক কৃষ্ণেন্দু দত্ত। তিনি নিজেও সুন্দরবনের মানুষ। তাই কৃষ্ণেন্দু খুব ভালো করে জানেন এই ডুবুরিদের জীবনটা কীরকম হয়। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ছবিটি।

'কোনও কিছু জলে পড়ে গেলে এই নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনার জিনিস তুলে আনব', পিঠে এরকম বোর্ড ঝুলিয়ে রাখেন ডুবুরিরা। পরিচালক খুব কাছ থেকে দেখেছেন যে, কীভাবে জীবনের বাজি রেখে জল থেকে মূল্যবান জিনিস তুলে আনেন তাঁরা। তাই তাঁদের নিয়ে ছবি তৈরির চিন্তা মাথায় আসে কৃষ্ণেন্দুর।

duburi movie kiff
ছবির পোস্টার

গোলাপডাঙার এক অল্প বয়সী বিধবা নীলু। বিয়ের সময় তার কানপাশাটি হারিয়ে যায়। সেটা খুঁজে দিতে বাড়ি আসে সনাতন ডুবুরি। কিন্তু শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না কানাপাশাটি। সনাতন ডুবুরির জীবন ও তার কাজ, নীলুর জীবনের ওঠাপড়া- এই সমস্ত কিছুকে রূপক হিসেবে ব্যবহার করে তৈরি হয়েছে 'ডুবুরি'।

ছবিটি মূলত সাদা-কালো তবে একটি স্বপ্নের দৃশ্য ও শেষের দৃশ্যটি রঙিন। শুনে নিন পরিচালকের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:একনজরে ছবিটি

ছবির নাম ডুবুরি- the song of breath
পরিচালক- কৃষ্ণেন্দু দত্ত
সংগীত-Atishay Jain and Subhamoy Ghosh
ছবির দৈর্ঘ্য- 76 মিনিট
ছবিটি মূলত সাদা-কালো তবে একটি স্বপ্নের দৃশ্য ও শেষের দৃশ্যটি রঙিন


Body:সুন্দরবনের ডুবুরিদের নিয়ে এই ছবিটি বানানো হয়েছে। পরিচালক কৃষ্ণেন্দু দত্ত নিজেও সুন্দরবনে থাকেন বলে তিনি এই ডুবুরিদের জীবন ও তাদের কাজ করার পদ্ধতি খুব কাছ থেকে দেখেছেন। কিভাবে এই ডুবুরিরা পিঠের ওপর একটি বোর্ড ঝুলিয়ে তাতে লিখে রাখে 'কোনও কিছু জলে পড়ে গেলে এই নম্বরে যোগাযোগ করুন আমরা আপনার জিনিষ তুলে আনব'। ছবিটি জাতীয় স্তরের প্রতিযোগিতা বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে।

পরিচালক খুব কাছ থেকে দেখেছেন এদের। কিভাবে ডুবুরিরা নিজেদের নিঃশ্বাস ধরে রেখে এক ডুবে জলের তোলার থেকে তুলে আনে মূল্যবান জিনিষ।


Conclusion:গোলাপডাঙ্গার এক অল্প বয়সী বিধবা- নীলু। বিয়ের সময় তার কাঁপাশাটি হারিয়ে যায়। সেটা খুঁজে দিতে তাঁদের বাড়িতে আসে সনাতন ডুবুরি। তবে শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়না কানপাশাটি। পরিচালক বলেন যে, "এখানে সনাতন ডুবুড়ির জীবন ও তার কাজকে নিলুর জীবনের ওঠপোড়াকে এক রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.