ETV Bharat / sitara

তামিল ভাষায় তৈরি হচ্ছে সৃজিতের 'ভিঞ্চি দা'

তামিল ভাষায় তৈরি হচ্ছে সৃজিত মুখার্জির ছবি 'ভিঞ্চি দা'। SVF থেকে জানা গেল এই খবর।

author img

By

Published : Nov 2, 2019, 4:47 PM IST

vinci da in tamil

কলকাতা : তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এক অত্যন্ত সমৃদ্ধ ইন্ডাস্ট্রি। সেই ভাষায় বাংলা ছবির রিমেক হলে সেটা খুবই আনন্দের খবর বাঙালিদের জন্য। তবে এটা প্রথমবার নয়, এর আগে সৃজিতের 'হেমলক সোসাইটি'-র রিমেক হয়েছে মারাঠী ভাষায় ও 'অটোগ্রাফ' ছবির রিমেক হয়েছে মালায়লম ভাষায়।

প্রযোজনা সংস্থা SVF-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবির রাইটস বিক্রি করা হয়েছে তামিল ছবি তৈরি করার জন্য়। তবে ছবিটি কে পরিচালনা করবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রযোজক জি.ধনঞ্জয়ন কিনেছেন 'ভিঞ্চি দা'-র সত্ত্ব।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2019 সালের 12 এপ্রিল 'ভিঞ্চি দা' মুক্তি পেয়েছিল। থ্রিলারধর্মী এই ছবি বেশ প্রশংসা পেয়েছে বাঙালি দর্শকের। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও ঋত্বিক চক্রবর্তী। মূলত রুদ্রনীলেরই মস্তিষ্কপ্রসূত এই ছবি। তার সঙ্গে যুক্ত হয়েছে সৃজিতের পরিচালনা দক্ষতা। তামিল দর্শককেও কি মাতাতে পারবে 'ভিঞ্চি দা'? উত্তর দেবে সময়।

কলকাতা : তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এক অত্যন্ত সমৃদ্ধ ইন্ডাস্ট্রি। সেই ভাষায় বাংলা ছবির রিমেক হলে সেটা খুবই আনন্দের খবর বাঙালিদের জন্য। তবে এটা প্রথমবার নয়, এর আগে সৃজিতের 'হেমলক সোসাইটি'-র রিমেক হয়েছে মারাঠী ভাষায় ও 'অটোগ্রাফ' ছবির রিমেক হয়েছে মালায়লম ভাষায়।

প্রযোজনা সংস্থা SVF-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবির রাইটস বিক্রি করা হয়েছে তামিল ছবি তৈরি করার জন্য়। তবে ছবিটি কে পরিচালনা করবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রযোজক জি.ধনঞ্জয়ন কিনেছেন 'ভিঞ্চি দা'-র সত্ত্ব।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2019 সালের 12 এপ্রিল 'ভিঞ্চি দা' মুক্তি পেয়েছিল। থ্রিলারধর্মী এই ছবি বেশ প্রশংসা পেয়েছে বাঙালি দর্শকের। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও ঋত্বিক চক্রবর্তী। মূলত রুদ্রনীলেরই মস্তিষ্কপ্রসূত এই ছবি। তার সঙ্গে যুক্ত হয়েছে সৃজিতের পরিচালনা দক্ষতা। তামিল দর্শককেও কি মাতাতে পারবে 'ভিঞ্চি দা'? উত্তর দেবে সময়।

Intro:অন্য ভাষায়, বিশেষ করে তামিল ভাষায় তৈরি হচ্ছে কোনও বাংলা ছবি, বিষয়টা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার মতোই। এবার সৃজিৎ মুখার্জির বহুচর্চিত ছবি 'ভিঞ্চি দা' তৈরি হতে চলেছে তামিল ভাষায়। খবরটা ETV ভারত সিতারাকে জানিয়েছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।


Body:ভিঞ্চিদা মুক্তি পেয়েছিল ১২ এপ্রিল ২০১৯, পয়লা বৈশাখের ঠিক আগে। একটি থ্রিলারধর্মী ছবি ছিল সেটি। ছবির গল্প অভিনেতা রুদ্রনীল ঘোষের। একজন প্রস্থেটিক মেকআপ আর্টিস্টের জীবনযাত্রার কথা বলা হয়েছিল ছবিতে। সেই মেকআপ আর্টিস্টের চরিত্রে দেখা গিয়েছিল রুদ্রনীলকেই, নাম ভূমিকায় তিনিই ছিলেন। ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। চরিত্রটি ছিল একজন সিরিয়াল কিলারের। প্রথম থেকেই সেটা জেনেছিল দর্শক।




Conclusion:থ্রিলার ছবি বানানোর জন্য সুখ্যাতি আছে পরিচালক সৃজিত মুখার্জির। এর আগে 'বাইশে শ্রাবণ' এবং 'চতুষ্কোণ' তৈরি করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তিনি। হু ডান ইট এবং হাউ ডান ইট, এই দুটি প্রশ্নের উপরই ঘুরপাক খেয়ে ছিল ছবির চিত্রনাট্য। কিন্তু 'ভিঞ্চি দা'তে হাউ ডান ইট এবং হোয়াই ডান ইট ছিল ছবির মূল উপজীব্য। সেই কাছে যে পরিচালক সফল হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ছবিটি তৈরি হচ্ছে তামিল ভাষাতেও। প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ETV ভারত সিতারাকে জানিয়েছে, ছবির রাইটস বিক্রি করা হয়েছে তামিল ছবি তৈরি করার জন্য।

এটা নিঃসন্দেহে বাংলা ছবির ক্ষেত্রে একটা সুখবর। তার জন্য সৃজিৎ মুখার্জীকে ধন্যবাদ জানাতেই হয়। সৃজিত মুখার্জির পুজোর রিলিজ 'গুমনামি' এই মুহূর্তে চলছে প্রেক্ষাগৃহে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.