ETV Bharat / sitara

শিকাগো পাড়ি দিল বাংলা ছবি 'তৃতীয় অধ্যায়' - তৃতীয় অধ্যায় শিকাগো

মনোজ মিচিগান পরিচালিত ছবি 'তৃতীয় অধ্যায়' এবার পাড়ি দিল শিকাগোতে।

তৃতীয় অধ্যায় শিকাগো
author img

By

Published : Aug 29, 2019, 2:19 PM IST

কলকাতা : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মনোজ মিচিগান পরিচালিত 'তৃতীয় অধ্যায়'। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম ও আবির চ্যাটার্জি। এবার শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে চলেছে ছবিটি।

মুক্তির পর ছবিটি 103 দিন ধরে চলেছিল এই রাজ্যের বিভিন্ন সিনেমা হলে। থ্রিলার ও সম্পর্কের টানাপোড়েন দর্শকের মন কেড়ে নিয়েছিল। প্রশংসিত হয়েছিল পাওলি-আবিরের অভিনয়।

ছবির আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা।

তৃতীয় অধ্যায় শিকাগো
ছবির পোস্টার...

কলকাতা : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মনোজ মিচিগান পরিচালিত 'তৃতীয় অধ্যায়'। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম ও আবির চ্যাটার্জি। এবার শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে চলেছে ছবিটি।

মুক্তির পর ছবিটি 103 দিন ধরে চলেছিল এই রাজ্যের বিভিন্ন সিনেমা হলে। থ্রিলার ও সম্পর্কের টানাপোড়েন দর্শকের মন কেড়ে নিয়েছিল। প্রশংসিত হয়েছিল পাওলি-আবিরের অভিনয়।

ছবির আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা।

তৃতীয় অধ্যায় শিকাগো
ছবির পোস্টার...
Intro:শিকাগো পাড়ি দিল বাংলা ছবি তৃতীয় অধ্যায়

অমিত চক্রবর্তী, কলকাতা: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মনোজ মিশিগান পরিচালিত নতুন বাংলা ছবি তৃতীয় অধ্যায়। মুক্তির পর ছবিটি একটানা 103 বিভিন্ন হলের পর্দায় চলে। পুষ্প রেখা ইন্টারন্যাশনালের প্রয়োজনে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় আবির ও পাওলি জুটিকে। রোমান্টিক থ্রিলারধর্মী এই সম্পর্কের টানাপোড়েনের গল্প দর্শকদের পছন্দ হয়। ছবির অন্যান্য চরিত্রে দেখা গেছিল অভিজিৎ রায়,সাহেব হালদার, সুরজিৎ মাইতি, সৌরভ দাস, অরুনিমা, সময়িতা, অন্তরা দাস, সৌমি মজুমদার সহ আরো অনেককে।

আগামী 7 সেপ্টেম্বর সুদূর শিকাগোতে আয়োজিত হতে চলেছে শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের, আর সেই ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে তৃতীয় অধ্যায়।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.