কলকাতা : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মনোজ মিচিগান পরিচালিত 'তৃতীয় অধ্যায়'। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম ও আবির চ্যাটার্জি। এবার শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে চলেছে ছবিটি।
মুক্তির পর ছবিটি 103 দিন ধরে চলেছিল এই রাজ্যের বিভিন্ন সিনেমা হলে। থ্রিলার ও সম্পর্কের টানাপোড়েন দর্শকের মন কেড়ে নিয়েছিল। প্রশংসিত হয়েছিল পাওলি-আবিরের অভিনয়।
ছবির আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা।