ETV Bharat / sitara

ঋত্বিকের টাকের গল্প বলবে 'টেকো' - Teko Film poster

বাঙালি পুরুষের দুই সমস্যা। টাক আর ভুঁড়ি। এরকমই মধ্যবিত্ত বাঙালির সমস্যার কথা তুলে ধরবে 'টেকো'। অভিমন্যু মুখার্জির পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী।

Teko Film poster
author img

By

Published : Oct 19, 2019, 8:33 PM IST

কলকাতা : মুক্তি পেল 'টেকো' ছবির প্রথম পোস্টার। এই ছবিতে প্রথমবারের জন্য স্ক্রিনশেয়ার করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ছবির মূল আকর্ষণ ঋত্বিক, কারণ তাঁর চুল পড়ার গল্পই বলবে 'টেকো'।


ছবিতে অলোকেশ (ঋত্বিক) একজন হাসিখুশি সরকারি কর্মচারী, যে নিজের চুল সম্পর্কে সচেতন এবং গর্বিত। অন্যদিকে মিনা (শ্রাবন্তী) অলোকেশের মতোই নিজের চুল নিয়ে সচেতন। এক ঘটকের মারফত তাদের বিয়ে ঠিক করে পরিবার। চুলের প্রতি সচেতন দুজনেই এবং সেই কারণেই বিয়েতে রাজি হয়ে যায় দু'জন। এদিকে একদিন রাস্তায় একটি বিজ্ঞাপন দেখে একটি তেল কেনে অলোকেশ। তেলটি ব্যবহার করার পর থেকেই তার চুল পড়তে শুরু করে। মন ভেঙে যায় তার। এর জন্য মিনাও তাকে বিয়ে করতে নাকচ করে দেয়।

Teko Film poster
ছবির পোস্টার

কমেডি হলেও খুব বাস্তব সমস্যার চিত্র তুলে ধরবে 'টেকো'। এক মধ্যবিত্ত বাঙালির চুল পড়াকে কেন্দ্র করে তৈরি নিরাপত্তহীনতাকে নিয়ে বাংলায় এর আগে ছবি তৈরি হয়নি। কেমন হবে তা দেখার অভিজ্ঞতা ? জানতে গেলে অপেক্ষা করতে হবে 22 নভেম্বর অবধি।

কলকাতা : মুক্তি পেল 'টেকো' ছবির প্রথম পোস্টার। এই ছবিতে প্রথমবারের জন্য স্ক্রিনশেয়ার করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ছবির মূল আকর্ষণ ঋত্বিক, কারণ তাঁর চুল পড়ার গল্পই বলবে 'টেকো'।


ছবিতে অলোকেশ (ঋত্বিক) একজন হাসিখুশি সরকারি কর্মচারী, যে নিজের চুল সম্পর্কে সচেতন এবং গর্বিত। অন্যদিকে মিনা (শ্রাবন্তী) অলোকেশের মতোই নিজের চুল নিয়ে সচেতন। এক ঘটকের মারফত তাদের বিয়ে ঠিক করে পরিবার। চুলের প্রতি সচেতন দুজনেই এবং সেই কারণেই বিয়েতে রাজি হয়ে যায় দু'জন। এদিকে একদিন রাস্তায় একটি বিজ্ঞাপন দেখে একটি তেল কেনে অলোকেশ। তেলটি ব্যবহার করার পর থেকেই তার চুল পড়তে শুরু করে। মন ভেঙে যায় তার। এর জন্য মিনাও তাকে বিয়ে করতে নাকচ করে দেয়।

Teko Film poster
ছবির পোস্টার

কমেডি হলেও খুব বাস্তব সমস্যার চিত্র তুলে ধরবে 'টেকো'। এক মধ্যবিত্ত বাঙালির চুল পড়াকে কেন্দ্র করে তৈরি নিরাপত্তহীনতাকে নিয়ে বাংলায় এর আগে ছবি তৈরি হয়নি। কেমন হবে তা দেখার অভিজ্ঞতা ? জানতে গেলে অপেক্ষা করতে হবে 22 নভেম্বর অবধি।

Intro:বাঙালি পুরুষের জীবনে দুটি প্রধান সমস্যা টাকা আর ব
ভূরি। এই দুটি থাকলে বাঙালি মহিলা মহলে পুরুষদের চাহিদা কমতে থাকে। তাই এগুলোর থেকে আতঙ্কে থাকে বাঙালি পুরুষ। চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, এমনই এক বাঙালি পুরুষের গল্প তুলে ধরবে 'টেকো'।


এই ছবিতে প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। ছবির পরিচালক অভিমুন্য মুখার্জি। প্রযোজক সুরিন্দর ফিল্মস। আজই সামনে এল 'টেকো' ছবির প্রথম পোস্টার।


Body:এবং পোস্টারেই প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ। 'টেকো' মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর। ছবির মূল আকর্ষণ ঋত্বিক চক্রবর্তী। মাথায় টাক পড়া এবং সেই নিয়ে এক ব্যক্তির নানারকম মানসিক সমস্যাকে তুলে ধরা হবে এই ছবিতে।ঋত্বিকই সেই চরিত্রে অভিনয় করেছেন।

ছবিতে অলোকেশ (ঋত্বিক) একজন হাসিখুশি সরকারি কর্মচারী, যে নিজের চুল সম্পর্কে সচেতন এবং গর্বিত। অন্যদিকে মিনা (শ্রাবন্তী) অলোকেশের মতোই তার চুল নিয়ে সচেতন। এক ঘটকের মারফত তাদের বিয়ে ঠিক করে পরিবার। চুলের প্রতি সচেতন দুজনেই এবং সেই কারণেই একে অপরকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এদিকে একদিন রাস্তায় একটি বিজ্ঞাপন দেখে একটি তেল কেনে অলোকেশ। তেলটি ব্যবহার করার পর থেকেই তার চুল পড়তে শুরু করে। মন ভেঙ্গে যায় অলোকেশের। এর জন্য মিনাও তাকে বিয়ে করতে নাকচ করে দেয়।




Conclusion:অলোকেশের টেকো অবস্থা দেখে সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। তারপর কী হয়? সেটা দেখার জন্যই আপনাদের অপেক্ষা করতে হবে ২২ নভেম্বর পর্যন্ত।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.