ETV Bharat / sitara

জন্ম একইদিনে, রোশন আর শ্রাবন্তী মেতে উঠলেন জন্মদিন পালনে - Tollywood

একই দিনে জন্ম শ্রাবন্তী ও রোশনের। যদিও জন্ম তারিখ ১৩ অগাস্ট, তাও আগের দিন থেকেই নবদম্পতি মেতে উঠলেন বার্থডে সেলিব্রেশনে।

শ্রাবন্তী
author img

By

Published : Aug 12, 2019, 11:54 PM IST

কলকাতা: কথায় আছে অভিনেত্রীদের বয়স বাড়ে না, আর তাই বোধহয় আজও অভিনেত্রী শ্রাবন্তী চিরনবীন। অভিনয় জীবনে 23 বছর পার করেও তাঁর প্রতি দর্শকের ভালোবাসা আজও অমলিন। আগামীকাল অভিনেত্রীর জন্মদিন। আর সেই উপলক্ষে তাঁর ফ্যান ক্লাবের পক্ষ থেকে এদিন আয়োজন করা হয়েছিল এক সেলিব্রেশনের। তবে শুধু শ্রাবন্তী নন, আগামীকাল জন্মদিন তাঁর স্বামী রোশন সিংয়েরও। একই সঙ্গে তাই জন্মদিন পালনে সামিল বার্থডে কাপল।

শ্রাবন্তীকে এদিন লাগছিল বেশ। ঝলমলে সোনালি রঙয়ের পোশাকের সঙ্গে কমপ্লিমেন্ট করছিল রোশনের দেওয়া সোনার হার। অন্যদিকে রোশন একেবারে ক্যাশুয়াল, স্মার্ট। দু'জনের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছিল তাঁদের কেমিস্ট্রি।


ভিডিয়োতে তোলা রইল এই বিশেষ অনুষ্ঠানের মুহূর্ত..

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা: কথায় আছে অভিনেত্রীদের বয়স বাড়ে না, আর তাই বোধহয় আজও অভিনেত্রী শ্রাবন্তী চিরনবীন। অভিনয় জীবনে 23 বছর পার করেও তাঁর প্রতি দর্শকের ভালোবাসা আজও অমলিন। আগামীকাল অভিনেত্রীর জন্মদিন। আর সেই উপলক্ষে তাঁর ফ্যান ক্লাবের পক্ষ থেকে এদিন আয়োজন করা হয়েছিল এক সেলিব্রেশনের। তবে শুধু শ্রাবন্তী নন, আগামীকাল জন্মদিন তাঁর স্বামী রোশন সিংয়েরও। একই সঙ্গে তাই জন্মদিন পালনে সামিল বার্থডে কাপল।

শ্রাবন্তীকে এদিন লাগছিল বেশ। ঝলমলে সোনালি রঙয়ের পোশাকের সঙ্গে কমপ্লিমেন্ট করছিল রোশনের দেওয়া সোনার হার। অন্যদিকে রোশন একেবারে ক্যাশুয়াল, স্মার্ট। দু'জনের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছিল তাঁদের কেমিস্ট্রি।


ভিডিয়োতে তোলা রইল এই বিশেষ অনুষ্ঠানের মুহূর্ত..

দেখে নিন ভিডিয়ো...
Intro:জমজমাট জন্মদিনে মেতে উঠলেন অভিনেত্রী শ্রাবন্তী ও তার স্বামী রোশান


অমিত চক্রবর্তী ,কলকাতা: কথায় আছে অভিনেত্রীদের বয়স বাড়ে না, আর তাই বোধহয় আজও অভিনেত্রী শ্রাবন্তী চির নবীন। ছোট পর্দায় অভিনয় দিয়ে যেই উত্থান ঘটেছিল বাংলা দর্শকদের মনে, আজ 23 বছর পার করেও দর্শকদের ভালোবাসা আজও অমলিন। আগামীকাল তার জন্মদিন।আর সেই উপলক্ষে তার ফ্যান ক্লাবের পক্ষ থেকে এদিন আয়োজন করা হয়েছিল এক কেক কাটিং সেরেমনির। যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী ও তার স্বামী রোশান সিং। আশ্চর্যজনক হলেও আগামীকাল তার স্বামী রশান সিং এর জন্মদিন তাই এই উপলক্ষে আজ একসঙ্গে দুজনে কেক কেটে এই বিশেষ দিনটি কে উদযাপন করলেন।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.