কলকাতা : লার্জার দ্যান লাইফ ইমেজ ছেড়ে এই ছবিতে একেবারে সাদামাটা দেব। তাঁকে এভাবে দেখতে মুখিয়ে দর্শক। কিন্তু, পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় নাকি এই ছবিতে দেবকে কাস্ট করতে চাননি । কিন্তু কেন?
লীনা বললেন, "দেবের নাম যখন প্রস্তাব করা হল, তখন প্রথমে সত্যিই মেনে নিতে পারিনি। যে কোনও কারণেই হোক...ও খুব নামী অভিনেতা, সুপারহিরো বলা যায়। তাই আমার মনে হয়েছিল আমি যে ঘরানায় বিশ্বাস করি বা যে গল্প বলতে চাই ও কি তার সঙ্গে জাস্টিস করতে পারবে? কিন্তু আজ এক বছর পর আমি সবাইকে বলতে চাই, দেবের সঙ্গে কাজ না করতে আমি বুঝতেই পারতাম না যে, কোনও মানুষকে ভাঙলে সে কতটা ভাঙতে পারে"
অন্যদিকে দেব বললেন, "জানি না পরিচালক এত বড় রিস্ক নিল কেন? আমায় চাঁদুর চরিত্রে কাস্ট করার সাহস কী করে হল কে জানে। যখন নিয়েই নিয়েছে, তখন সবথেকে বেশি পরিশ্রম আমাকেই করতে হত। আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে কাজ করার।"
পাওলির মতে, "খুব প্রাসঙ্গিক একটা বিষয়কে নিয়ে এই ছবিটা করা হয়েছে। যখন আমি স্ক্রিপ্ট পড়ি, তখন চোখে জল চলে এসেছিল প্রায়। আর আমার চরিত্রটা এত সুন্দর করে লিখেছেন লীনা দি...আমি পরিচালকদের কাছে কৃতজ্ঞ এই চরিত্রে আমায় কাস্ট করার জন্য।"
দেখে নিন ভিডিয়ো...