ETV Bharat / sitara

'সাঁঝবাতি'-তে দেবকে কাস্ট করাটা প্রথমে মেনে নিতে পারিনি : লীনা গঙ্গোপাধ্যায় - বাংলা ছবি সাঁঝবাতি

লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি পরিচালিত 'সাঁঝবাতি' ছবির ট্রেলার মুক্তি পেল। ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

Saanjhbati film trailer
Saanjhbati film trailer
author img

By

Published : Nov 29, 2019, 6:28 PM IST

কলকাতা : লার্জার দ্যান লাইফ ইমেজ ছেড়ে এই ছবিতে একেবারে সাদামাটা দেব। তাঁকে এভাবে দেখতে মুখিয়ে দর্শক। কিন্তু, পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় নাকি এই ছবিতে দেবকে কাস্ট করতে চাননি । কিন্তু কেন?

লীনা বললেন, "দেবের নাম যখন প্রস্তাব করা হল, তখন প্রথমে সত্যিই মেনে নিতে পারিনি। যে কোনও কারণেই হোক...ও খুব নামী অভিনেতা, সুপারহিরো বলা যায়। তাই আমার মনে হয়েছিল আমি যে ঘরানায় বিশ্বাস করি বা যে গল্প বলতে চাই ও কি তার সঙ্গে জাস্টিস করতে পারবে? কিন্তু আজ এক বছর পর আমি সবাইকে বলতে চাই, দেবের সঙ্গে কাজ না করতে আমি বুঝতেই পারতাম না যে, কোনও মানুষকে ভাঙলে সে কতটা ভাঙতে পারে"


অন্যদিকে দেব বললেন, "জানি না পরিচালক এত বড় রিস্ক নিল কেন? আমায় চাঁদুর চরিত্রে কাস্ট করার সাহস কী করে হল কে জানে। যখন নিয়েই নিয়েছে, তখন সবথেকে বেশি পরিশ্রম আমাকেই করতে হত। আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে কাজ করার।"

পাওলির মতে, "খুব প্রাসঙ্গিক একটা বিষয়কে নিয়ে এই ছবিটা করা হয়েছে। যখন আমি স্ক্রিপ্ট পড়ি, তখন চোখে জল চলে এসেছিল প্রায়। আর আমার চরিত্রটা এত সুন্দর করে লিখেছেন লীনা দি...আমি পরিচালকদের কাছে কৃতজ্ঞ এই চরিত্রে আমায় কাস্ট করার জন্য।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : লার্জার দ্যান লাইফ ইমেজ ছেড়ে এই ছবিতে একেবারে সাদামাটা দেব। তাঁকে এভাবে দেখতে মুখিয়ে দর্শক। কিন্তু, পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় নাকি এই ছবিতে দেবকে কাস্ট করতে চাননি । কিন্তু কেন?

লীনা বললেন, "দেবের নাম যখন প্রস্তাব করা হল, তখন প্রথমে সত্যিই মেনে নিতে পারিনি। যে কোনও কারণেই হোক...ও খুব নামী অভিনেতা, সুপারহিরো বলা যায়। তাই আমার মনে হয়েছিল আমি যে ঘরানায় বিশ্বাস করি বা যে গল্প বলতে চাই ও কি তার সঙ্গে জাস্টিস করতে পারবে? কিন্তু আজ এক বছর পর আমি সবাইকে বলতে চাই, দেবের সঙ্গে কাজ না করতে আমি বুঝতেই পারতাম না যে, কোনও মানুষকে ভাঙলে সে কতটা ভাঙতে পারে"


অন্যদিকে দেব বললেন, "জানি না পরিচালক এত বড় রিস্ক নিল কেন? আমায় চাঁদুর চরিত্রে কাস্ট করার সাহস কী করে হল কে জানে। যখন নিয়েই নিয়েছে, তখন সবথেকে বেশি পরিশ্রম আমাকেই করতে হত। আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে কাজ করার।"

পাওলির মতে, "খুব প্রাসঙ্গিক একটা বিষয়কে নিয়ে এই ছবিটা করা হয়েছে। যখন আমি স্ক্রিপ্ট পড়ি, তখন চোখে জল চলে এসেছিল প্রায়। আর আমার চরিত্রটা এত সুন্দর করে লিখেছেন লীনা দি...আমি পরিচালকদের কাছে কৃতজ্ঞ এই চরিত্রে আমায় কাস্ট করার জন্য।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো
Intro:সত্যি কথা বলতে আমি দেব কে এই ছবিতে কাস্ট করতে চাইনি: লীনা গঙ্গোপাধ্যায়

অমিত চক্রবর্তী,কলকাতা: দেব ও পাওলি তাদের অভিনয় জীবনে প্রথমবার আই লাভ ইউ বলে একটি ছবিতে কাজ করেছিলেন, যেখানে তারা ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন,সেটা আজ থেকে বহু বছর আগের কথা।এরপর দেব ও পাওলি জুটিকে বড় পর্দায় সেভাবে দর্শকরা দেখতে পায়নি। এই প্রথমবার তারা একসঙ্গে জুটি বেঁধে অতনু রায় চৌধুরী প্রযোজিত ও লীনা গঙ্গোপাধ্যায়- শৈবাল ব্যানার্জি পরিচালিত সাজবাতি ছবিতে একসঙ্গে কাজ করলেন. ছবির গল্প বৃদ্ধ বয়সে মানুষদের একাকিত্বকে কেন্দ্র করে. যেখানে সাজবাতি বলে একটি বাড়িতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী তাদের ছেলে সুদ্বীপ মুখেরজী সঙ্গে একসঙ্গে বসবাস করেন. প্রসাদপ্রতিম এই বাড়িতে 2 বৃদ্ধ-বৃদ্ধা দেখাশুনা করার জন্য রয়েছে দুজন চাকর একজন চাঁদু আজ একজন ফুলি। তারাই তাদের দেখাশোনা করে তার কারণ তাদের ছেলে চাকরিসূত্রে বাইরে থাকে। ছেলে হঠাৎ একদিন বাড়ি ফিরে এসে,তার বৃদ্ধ বাবা-মাকে অন্যত্র পাঠিয়ে দিয়ে বাড়ি বিক্রি করে দিতে চায়। আর এখান থেকেই শুরু হয় সাজবাতি বাড়িকে টিকিয়ে রাখার এক প্রচেষ্টা।সাজবাতি ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 20 শে ডিসেম্বর। তার আগে এদিন নন্দনে মুক্তি পেল ছবির ট্রেলার।এদিনের এই ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন দেব, পাওলি, সাজবাতি ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী এবং ছবির পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি.


Body:সাজবাতি ছবির ট্রেইলারটি বেশ চমকপ্রদ। এই ধরনের গল্প নিয়ে বাংলা তে কাজ খুব কমই হয়েছে। গল্পের প্রেক্ষাপট সাজবাতি বলে একটি বাড়িকে কেন্দ্র করে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী এবং তাদের সন্তান সুদীপ মুখোপাধ্যায় একসঙ্গে বসবাস করেন। কিন্তু চাকরীর খাতিরে ছেলেকে বাড়ির বাইরে থাকতে হয়। আর ছেলের অবর্তমানে তাদের বাড়িতে তাদের দৈনন্দিন জীবনে সহায়তা করতে আসে চাদু (দেব)ও ফুলি (পাওলি)।ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে ওঠে।এরপর গল্পের নতুন চমক আসে যখন তাদের নিজেদের ছেলে তাদের পারিবারিক বাড়িটিকে বিক্রি করে দেয়ার কথা বলে প্রচুর টাকার লোভে।আর সেই জায়গা থেকেই চাঁদু ও ফুলি সেই দুই বৃদ্ধ-বৃদ্ধার পাশে দাঁড়িয়ে বাড়ি বিক্রির চেষ্টা কে আটকে দেয়। আর সেই জায়গা থেকেই দেখা যায় পারিবারিক অশান্তি। যেই বাড়িকে কেন্দ্র করে এই অশান্তি সেই বাড়িতে চাদু অফ ফুলি এসেছিল দৈনন্দিন কাজ করতে। কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরকে ভালোবেসে ফেলে। শেষ পর্যন্ত পারিবারিক সম্পর্কের এই টানাপোড়েনের গল্প সাজবাতি নিবাসের মানুষগুলোকে কোন দিকে নিয়ে যায় এবং আদৌ চাদু ও ফুলি কি একে অপরকে ভালোবেসে বাকি জীবনটা একসাথে কাটাতে পারে সেই উত্তরটা আগামী 20 শে ডিসেম্বর দর্শকরা জানতে পারবেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.