ETV Bharat / sitara

ঋতুপর্ণা সেনগুপ্তর পরবর্তী ছবি 'একটি সিনেমার গল্প' - ekti cinemar golpo by rituparna sengupta

আবার এক অভিনেত্রীর জীবন ফুটে উঠবে আরও এক অভিনেত্রীর অভিনয়ে। ঋতুপর্ণা সেনগুপ্তের পরের ছবি 'একটি সিনেমার গল্প', ETV ভারত সিতারাকে জানালেন অভিনেত্রী নিজেই।

rituparna sengupta latest film
author img

By

Published : Nov 15, 2019, 12:35 PM IST

কলকাতা : রঞ্জন ঘোষের ছবি 'আহারে'-তে একসঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। আবারও সেই জুটি ফিরছেন বড় পরদায়। 'একটি সিনেমার গল্প' নিয়ে।

ছবির পরিচালক আলমগীর। ছবিটি মুক্তি পাচ্ছে 29 নভেম্বর। ঋতুপর্ণা এর আগে অনেক ছবিতেই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। 'মহানায়িকা' বা 'লাইম এন লাইট' তার মধ্যে অন্যতম। 'একটি সিনেমার গল্প'-তেও তাঁকে এক প্রতিষ্ঠিত অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে।

ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত ঋতুপর্ণা। তিনি শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতার কথা। দেখে নিন ভিডিয়োয়...

rituparna sengupta latest film

কলকাতা : রঞ্জন ঘোষের ছবি 'আহারে'-তে একসঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। আবারও সেই জুটি ফিরছেন বড় পরদায়। 'একটি সিনেমার গল্প' নিয়ে।

ছবির পরিচালক আলমগীর। ছবিটি মুক্তি পাচ্ছে 29 নভেম্বর। ঋতুপর্ণা এর আগে অনেক ছবিতেই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। 'মহানায়িকা' বা 'লাইম এন লাইট' তার মধ্যে অন্যতম। 'একটি সিনেমার গল্প'-তেও তাঁকে এক প্রতিষ্ঠিত অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে।

ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত ঋতুপর্ণা। তিনি শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতার কথা। দেখে নিন ভিডিয়োয়...

rituparna sengupta latest film
Intro:রঞ্জন ঘোষের ছবি 'আহারে'তে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। দেশ-বিদেশে নানাভাবে সমাদৃত হয়েছে ছবিটি। এবার সেই জুটিকে ফের দেখা যাবে 'একটি সিনেমার গল্প' ছবিতে। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত।


Body:এই ছবির পরিচালক আলমগীর। ছবিটি মুক্তি পাচ্ছে এই নভেম্বরের ২৯ তারিখ। তার আগেই মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'লাইম এন লাইট'। সেখানে অভিনেত্রীকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এক প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং এক জুনিয়র আর্টিস্টের প্রতিষ্ঠিত হয়ে ওঠার কাহিনি বলবে এই ছবি।


Conclusion:অন্যদিকে 'একটি সিনেমার গল্প' ছবিতেও ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর চরিত্রে এবং সেখানে দেখানো হবে তাঁর পারিবারিক ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। ঋতুপর্ণা সেনগুপ্ত ছবিটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে আমাদের জানিয়েছেন, "এটা খুব মজার ব্যাপার যে পরপর দুটো ছবি আমার মুক্তি পাচ্ছে, যেটি অভিনেত্রীর জীবনকে কেন্দ্র করে। একটি আমার বন্ধু পরিচালক রেশমি মিত্রর 'লাইম এন লাইট'। সেখানে আমার ডবল রোল। অভিনেত্রীর চরিত্র। অন্যটিও অভিনেত্রীর চরিত্র। আবার আরিফিনের সঙ্গে কাজ করছি। আমাদের 'আহারে' খুব জনপ্রিয় হয়েছিল দেশ-বিদেশে সমাদৃত হয়েছিল।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.