ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় একাধিক তহবিলে অনুদান ঋতুপর্ণা ও সঞ্জয়ের - ঋতুপর্ণা সেনগুপ্তের খবর

কোরোনা মোকাবিলায় একাধিক তহবিলে অনুদান ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বামী সঞ্জয় চক্রবর্তী ।

rituparna sengupta donates
rituparna sengupta donates
author img

By

Published : Apr 3, 2020, 7:42 PM IST

কলকাতা : PM কেয়ার্স ফান্ড, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড, কলকাতা এনডেভর সোসাইটি ও IHA ফিউনডেশনের মতো একাধিক সংস্থায় কোভিড ১৯ মোকাবিলায় অনুদান করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তী । সোশাল মিডিয়ার মাধ্যমে সেই খবর শেয়ার করলেন অভিনেত্রী । কথাও বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।

ঋতুপর্ণা বলেন, "আমাদের এই অনুদান সমাজের জন্য । যাঁরা সমস্যায় রয়েছেন, তাঁদের জন্য এই অনুদান করেছি PM কেয়ার্স ফান্ড, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড, কলকাতা এনডেভর সোসাইটি ও IHA ফিউনডেশনের মতো একাধিক সংস্থায় । আমাদের সকলের একসঙ্গে হয়ে এই কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করতে হবে ।"

লকডাউন হওয়ার আগে থেকেই ঋতুপর্ণা রয়েছেন তাঁর সিঙ্গাপুরের বাড়িতে । সেখানেই ছেলেমেয়ের সঙ্গে সময় কাটছে তাঁর । প্রেক্ষাগৃহে সেই সময়ে চলছিল ঋতুপর্ণা ও শাশ্বত চ্যাটার্জি অভিনীত 'পার্সেল' ছবিটিও । বন্ধ করে দিতে হয় স্ক্রিনিং । এই গৃহবন্দি পরিস্থিতিতেও মানুষকে সতর্ক করতে পিছপা হননি অভিনেত্রী । সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি সবাইকে দেখিয়েছেন কোরোনা এড়াতে কোন কোন প্রাথমিক পদক্ষেপ নিতে হবে সবাইকে ।

কলকাতা : PM কেয়ার্স ফান্ড, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড, কলকাতা এনডেভর সোসাইটি ও IHA ফিউনডেশনের মতো একাধিক সংস্থায় কোভিড ১৯ মোকাবিলায় অনুদান করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তী । সোশাল মিডিয়ার মাধ্যমে সেই খবর শেয়ার করলেন অভিনেত্রী । কথাও বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।

ঋতুপর্ণা বলেন, "আমাদের এই অনুদান সমাজের জন্য । যাঁরা সমস্যায় রয়েছেন, তাঁদের জন্য এই অনুদান করেছি PM কেয়ার্স ফান্ড, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড, কলকাতা এনডেভর সোসাইটি ও IHA ফিউনডেশনের মতো একাধিক সংস্থায় । আমাদের সকলের একসঙ্গে হয়ে এই কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করতে হবে ।"

লকডাউন হওয়ার আগে থেকেই ঋতুপর্ণা রয়েছেন তাঁর সিঙ্গাপুরের বাড়িতে । সেখানেই ছেলেমেয়ের সঙ্গে সময় কাটছে তাঁর । প্রেক্ষাগৃহে সেই সময়ে চলছিল ঋতুপর্ণা ও শাশ্বত চ্যাটার্জি অভিনীত 'পার্সেল' ছবিটিও । বন্ধ করে দিতে হয় স্ক্রিনিং । এই গৃহবন্দি পরিস্থিতিতেও মানুষকে সতর্ক করতে পিছপা হননি অভিনেত্রী । সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি সবাইকে দেখিয়েছেন কোরোনা এড়াতে কোন কোন প্রাথমিক পদক্ষেপ নিতে হবে সবাইকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.