ETV Bharat / sitara

দুস্থ শিশুদের পাশে প্রিয়াঙ্কা - Priyanka sarkar latest news

মানুষ মাত্রেই মান আর হুঁশ । ক্ষমতাশালী হয়ে অসহায়দের পাশে না দাঁড়ালে সেই ক্ষমতার কী অর্থ ? টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার দাঁড়ালেন ফুটপাতের কিছু দুস্থ শিশুদের পাশে ।

priyanka sarkar helps poor children
priyanka sarkar helps poor children
author img

By

Published : Aug 29, 2020, 7:41 PM IST

কলকাতা : 'আলোর দিশারী' নামে একটি ছাত্র সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । কলকাতা ও আশপাশের অঞ্চলের পথে-ঘাটে বেড়ে ওঠা বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ ।

priyanka sarkar helps poor children
.
কয়েক দিন আগের কথা । দিশারী পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদক শেখ রাহানাতুল্লা ফুটপাতের একটি পাঠশালা দেখে উদ্বুদ্ধ হয়ে সোশাল মিডিয়াতে একটি পোস্ট করেন । তাঁর এই উদ্যোগে অনেকেই এগিয়ে এসে সাহায্য করেন । তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । প্রিয়াঙ্কা সরাসরি যোগাযোগ করেন রাহানামাতুল্লার সঙ্গে । তিনি বেশকিছু তালিকা তৈরি করে দেন অভিনেত্রীকে । যেমন স্লেট, পেন্সিল, ত্রিপল...
priyanka sarkar helps poor children
.
রুপোলি পরদার তারকাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে । মনোরঞ্জনের পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করার দায়িত্ব পালন করে থাকেন এই তারকার । বরাবরই বহু বিত্তশালী মানুষ অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন । বিখ্যাতরাও সামিল হয়েছেন সমাজসেবায় । প্রিয়াঙ্কাকে দেখে আগামী দিনে আরও অনেকেই এগিয়ে আসবেন আশা করা যায় ।

কলকাতা : 'আলোর দিশারী' নামে একটি ছাত্র সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । কলকাতা ও আশপাশের অঞ্চলের পথে-ঘাটে বেড়ে ওঠা বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ ।

priyanka sarkar helps poor children
.
কয়েক দিন আগের কথা । দিশারী পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদক শেখ রাহানাতুল্লা ফুটপাতের একটি পাঠশালা দেখে উদ্বুদ্ধ হয়ে সোশাল মিডিয়াতে একটি পোস্ট করেন । তাঁর এই উদ্যোগে অনেকেই এগিয়ে এসে সাহায্য করেন । তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । প্রিয়াঙ্কা সরাসরি যোগাযোগ করেন রাহানামাতুল্লার সঙ্গে । তিনি বেশকিছু তালিকা তৈরি করে দেন অভিনেত্রীকে । যেমন স্লেট, পেন্সিল, ত্রিপল...
priyanka sarkar helps poor children
.
রুপোলি পরদার তারকাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে । মনোরঞ্জনের পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করার দায়িত্ব পালন করে থাকেন এই তারকার । বরাবরই বহু বিত্তশালী মানুষ অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন । বিখ্যাতরাও সামিল হয়েছেন সমাজসেবায় । প্রিয়াঙ্কাকে দেখে আগামী দিনে আরও অনেকেই এগিয়ে আসবেন আশা করা যায় ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.