ETV Bharat / sitara

ভাইফোঁটা স্পেশাল : পল্লবী ও শর্মিলার সঙ্গে দিন কাটালেন 'দাদা' প্রসেনজিৎ - Pallabi Chatterjee gives fonta to Prosenjit Chatterjee

আজ ভাইফোঁটা। কীভাবে এই বিশেষ দিনটা কাটল প্রসেনজিৎ চ্যাটার্জির? খোঁজ নিল ETV ভারত সিতারা।

Pallabi Chatterjee gives fonta to Prosenjit Chatterjee
author img

By

Published : Oct 29, 2019, 8:56 PM IST

কলকাতা : টলিউডের অন্যতম হাই-প্রোফাইল ভাই-বোন প্রসেনজিৎ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি। কীভাবে কাটল তাঁদের এই দিনটা?

সকাল থেকে দাদার জন্য মন দিয়ে সবকিছু জোগার করলেন পল্লবী। তবে শুধু পল্লবীই নন, সঙ্গে ছিলেন শর্মিলা সিং ফ্লোরাও। তিনিও প্রসেনজিৎকে ফোঁটা দেন প্রতি বছর।

সাদা পাঞ্জাবী আর ধুতি পরে এলেন প্রসেনজিৎ। ফোঁটা নিলেন, সিঙারা-মিষ্টি খেলেন। কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে। দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : টলিউডের অন্যতম হাই-প্রোফাইল ভাই-বোন প্রসেনজিৎ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি। কীভাবে কাটল তাঁদের এই দিনটা?

সকাল থেকে দাদার জন্য মন দিয়ে সবকিছু জোগার করলেন পল্লবী। তবে শুধু পল্লবীই নন, সঙ্গে ছিলেন শর্মিলা সিং ফ্লোরাও। তিনিও প্রসেনজিৎকে ফোঁটা দেন প্রতি বছর।

সাদা পাঞ্জাবী আর ধুতি পরে এলেন প্রসেনজিৎ। ফোঁটা নিলেন, সিঙারা-মিষ্টি খেলেন। কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে। দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:ছোটবেলায় ভাইফোঁটা দিনগুলি খুব মনে পড়ে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়


অমিত চক্রবর্তী,কলকাতা: আজ ভাই ও বোনদের কাছে দিনটি বিশেষ গুরুত্ব রাখে কারণ, আজ খুশির ভাইফোঁটা। ভাইদের মঙ্গলকামনায় আজ বোনেরা তার ভাইদের দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি তাদের কাছ থেকে সুন্দর উপহার পাওয়ার আশা করে। আর এই ভাইফোঁটার দিন টি বিশেষভাবে পালিত হলো অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি উৎসবে।যেখানে নিজের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের পাশাপাশি, তার আরো দুই দূরসম্পর্কের বোন এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবন ভাইফটো অনুষ্ঠানে। এদিন ভাইফোঁটার পাশাপাশি নানারকম খুনসুটিতে মেতে উঠলেন প্রসেনজিৎ এবং পল্লবী এবং অতি অবশ্যই ভাইফোঁটা শেষে দুজনেই দুজনের হাতে তুলে দিলেন নতুন উপহার।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.