ETV Bharat / sitara

টাকিতে দুই বাংলার মেলবন্ধনের মাঝে দশমী কাটবে নুসরতের - Bengali actress Nusrat

এক নামকরা শাড়ি কোম্পানির মালিক নিখিল জৈন, অর্থাৎ নুসরত জাহানের স্বামী। দোকানে আসা গ্রাহকদের জন্য উপহারের ডালি সাজিয়ে দিলেন নুসরত-নিখিল। উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

Pujo Plan of Nusrat Jahan
author img

By

Published : Sep 19, 2019, 6:54 PM IST

কলকাতা : দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের এক শোরুমে সন্ধ্যে সাতটা নাগাদ ঢুকলেন নিখিল আর নুসরত। বাছাই করা লাকি কাস্টমারের হাতে তুলে দিলেন শাড়ি। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে আপ্লুত সমস্ত গ্রাহকই। হুড়োহুড়ি পড়ে গেল সেলফি তোলার জন্য।

পুজোর পরিকল্পনা বলতে গিয়ে নুসরত বললেন, "পুজোয় আমি কখনই প্ল্যান করি না। এবারও আমি আমার বরের উপর সমস্ত প্ল্যান ছেড়ে দিয়েছি। তবে ষষ্ঠীর পর আর কোনও কাজ করছি না।"

নুসরতের কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে টাকি। টাকিতে বিসর্জনের দিন জলপথে ভারত-বাংলাদেশ বর্ডার খুলে দেওয়া হয়। দুই দেশে একইসঙ্গে ঠাকুর বিসর্জন হয় কোনও রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন ছাড়াই। সেই মুহূর্তটার সাক্ষী থাকবেন নুসরত।

ভিডিয়োতে শুনে নিন নুসরতের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের এক শোরুমে সন্ধ্যে সাতটা নাগাদ ঢুকলেন নিখিল আর নুসরত। বাছাই করা লাকি কাস্টমারের হাতে তুলে দিলেন শাড়ি। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে আপ্লুত সমস্ত গ্রাহকই। হুড়োহুড়ি পড়ে গেল সেলফি তোলার জন্য।

পুজোর পরিকল্পনা বলতে গিয়ে নুসরত বললেন, "পুজোয় আমি কখনই প্ল্যান করি না। এবারও আমি আমার বরের উপর সমস্ত প্ল্যান ছেড়ে দিয়েছি। তবে ষষ্ঠীর পর আর কোনও কাজ করছি না।"

নুসরতের কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে টাকি। টাকিতে বিসর্জনের দিন জলপথে ভারত-বাংলাদেশ বর্ডার খুলে দেওয়া হয়। দুই দেশে একইসঙ্গে ঠাকুর বিসর্জন হয় কোনও রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন ছাড়াই। সেই মুহূর্তটার সাক্ষী থাকবেন নুসরত।

ভিডিয়োতে শুনে নিন নুসরতের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:একটি নামকরা শাড়ি কোম্পানির মালিক নিখিল জৈন, অর্থাৎ অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের স্বামী। আর এখন পুজোর মরশুম। জোরকদমে চলছে সকলের পুজোর শপিং। এমনকী, সপ্তাহান্তের ছুটিতেও বাড়িতে বসে নেই শহরবাসী। সপরিবারে বেরিয়ে পড়েছেন পুজোর কেনাকাটা করতে। তাঁদের জন্যই উপহারের ডালি সাজিয়ে বসেছিলেন নুসরাত-নিখিল। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।





Body:দক্ষিণ কলকাতার ট্রায়াংগুলার পার্কের বিপণিতে সন্ধ্যা সাতটা নাগাদ ঢুকলেন নতুন দম্পতি নিখিল ও নুসরাত। বাছাই করা কয়েকজন লাকি কাস্টমারদের হাতে তুলে দিলেন শাড়ি। যে সে শাড়ি নয়, এটি জামাইবাবু নিখিলের তরফ থেকে তাঁর শালীদের জন্য পুজোর উপহার। কেননা, নুসরাত তো সকলেরই দিদি।

ওইটুকু সময়ের মধ্যে বিপণনীতে উপচে পড়ে মানুষের ভিড়। নবদম্পতিকে চোখের সামনে একবার দেখার জন্য সকলেই তখন ঠেলাঠেলি করছেন। নুসরাত-নিখিলও মেতে উঠলেন তাঁদের সঙ্গে সেলফি তুলতে, গল্প করতে।


Conclusion:সেই সঙ্গে ভাগ করে নিলেন তাঁদের এবারের পুজোর পরিকল্পনাও।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.