ETV Bharat / sitara

একসঙ্গে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা ও নুসরত-নিখিল - সৃজিত-মিথিলা আর নুসরত-নিখিল

সুরুচি সংঘের দুর্গাপুজোয় মেতে উঠলেন সৃজিত মুখার্জি-রফিয়াত রশিদ মিথিলা এবং নুসরত জাহান ও নিখিন জৈন । এই বছরটা অন্যরকম ঠিকই । তবে তারই মধ্যে মায়ের পায়ে অঞ্জলি দিলেন তাঁরা ।

srijit mithila and nusrah-nikhil durga pujo
srijit mithila and nusrah-nikhil durga pujo
author img

By

Published : Oct 24, 2020, 1:23 PM IST

কলকাতা : আজ মহা অষ্টমী । সকাল থেকেই চলছে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পর্ব । কোরোনা পরিস্থিতি থাকায় সবকিছুই এবার খুব অন্যরকমভাবে পালিত হচ্ছে । মাইকে পুরোহিতের মন্ত্রোচ্চারণে বাড়িতে বসেই মায়ের পায়ে পেন্নাম করেছেন মানুষ, অঞ্জলিও দিয়েছে সেভাবেই । তবে সামাজিক দূরত্ব মেনে অনেক জায়গাতেই অঞ্জলি দেওয়া হয়েছে । সুরুচি সংঘের পুজোমন্ডপে একসঙ্গে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা আর নুসরত-নিখিল । সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।

srijit mithila and nusrah-nikhil durga pujo
রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও
আজ সকালে সুরুচি সংঘে গিয়ে মায়ের পায়ে অঞ্জলি দেন নিখিল, নুসরত, সৃজিত আর মিথিলা । বিয়ের পর সৃজিত ও মিথিলার প্রথম পুজো এটা । লকডাউনে অনেকদিন আলাদা দেশে থাকতে হয়েছে দু'জনকে । তবে দুর্গাপুজোটা একসঙ্গেই কাটালেন তাঁরা । সুরুচি সংঘে গিয়ে জমিয়ে আনন্দ করলেন । ঢাকের তালে মেতে উঠলেন, নাচলেন সকলে মিলে ।

অন্যদিকে বিয়ের পর এটা নুসরতের দ্বিতীয় পুজো । শ্বশুরবাড়ির পাড়া বলে সেখানেই অঞ্জলি দেন তিনি, সঙ্গী নিখিল । সমস্ত নিয়মবিধি মেনেই তাঁরা উৎসবের আনন্দ শুষে নিলেন এদিন । দেখে নিন ভিডিয়ো...

সুরুচি সংঘে তারকাদের ভিড়

কলকাতা : আজ মহা অষ্টমী । সকাল থেকেই চলছে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পর্ব । কোরোনা পরিস্থিতি থাকায় সবকিছুই এবার খুব অন্যরকমভাবে পালিত হচ্ছে । মাইকে পুরোহিতের মন্ত্রোচ্চারণে বাড়িতে বসেই মায়ের পায়ে পেন্নাম করেছেন মানুষ, অঞ্জলিও দিয়েছে সেভাবেই । তবে সামাজিক দূরত্ব মেনে অনেক জায়গাতেই অঞ্জলি দেওয়া হয়েছে । সুরুচি সংঘের পুজোমন্ডপে একসঙ্গে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা আর নুসরত-নিখিল । সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।

srijit mithila and nusrah-nikhil durga pujo
রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও
আজ সকালে সুরুচি সংঘে গিয়ে মায়ের পায়ে অঞ্জলি দেন নিখিল, নুসরত, সৃজিত আর মিথিলা । বিয়ের পর সৃজিত ও মিথিলার প্রথম পুজো এটা । লকডাউনে অনেকদিন আলাদা দেশে থাকতে হয়েছে দু'জনকে । তবে দুর্গাপুজোটা একসঙ্গেই কাটালেন তাঁরা । সুরুচি সংঘে গিয়ে জমিয়ে আনন্দ করলেন । ঢাকের তালে মেতে উঠলেন, নাচলেন সকলে মিলে ।

অন্যদিকে বিয়ের পর এটা নুসরতের দ্বিতীয় পুজো । শ্বশুরবাড়ির পাড়া বলে সেখানেই অঞ্জলি দেন তিনি, সঙ্গী নিখিল । সমস্ত নিয়মবিধি মেনেই তাঁরা উৎসবের আনন্দ শুষে নিলেন এদিন । দেখে নিন ভিডিয়ো...

সুরুচি সংঘে তারকাদের ভিড়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.