ETV Bharat / sitara

ক্রাইম রিপোর্টার পরমব্রত - Parambrata Chatterjee

প্রকাশ্যে 'শকুনের লোভ' ছবির প্রথম পোস্টার । অনিন্দ্য বিকাশ দত্তর পরিচালনায় তৈরি এই ছবির মুখ্য ভূমিকায় পরমব্রত চ্যাটার্জি ।

Parambrata Chatterjee
Parambrata Chatterjee
author img

By

Published : Jan 4, 2020, 3:12 PM IST

কলকাতা : বাংলা ছবিতে ক্রাইম জঁর নিয়ে বেশ এক্সপেরিমেন্ট হচ্ছে । তাই প্রতি বছরেই বেশ অনেক সংখ্য়ক ক্রাইম থ্রিলার মুক্তি পাচ্ছে টলিউডে । সেই তালিকায় নাম লেখাতে চলেছে 'শকুনের লোভ' । অনিন্দ্যর পরিচালনায় তৈরি এই ছবিতে পরমব্রত তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন জয় সেনগুপ্ত, শংকর চক্রবর্তী, তুহিনা দাস সহ আরও অনেকে ।

ছবির গল্প অনির্বাণ সেনগুপ্তকে (পরমব্রত) কেন্দ্র করে, যিনি পেশায় ক্রাইম রিপোর্টার । ব্যক্তিগত ও কাজের জগতে প্রতিদিনই সমস্যার মুখোমুখি হন অনির্বাণ । ভালো সাংবাদিক হওয়ার দৌড়ে তিনি তার প্রেমকেও জলাঞ্জলি দেন । কিন্তু, তাও তার ক্যারিয়ারে কোনও মোড় আসে না । এভাবে চলতে চলতে হঠাৎই কলকাতা শহরে ঘটে যাওয়া 16 বছরের পুরোনো একটি খুন নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য পান অনির্বাণ ।

Parambrata Chatterjee
ছবির পোস্টার..

এই ঘটনাটিই বদলে দেয় অনির্বাণের ক্যারিয়ার । ডালহৌসি চত্বরে এক পার্শি মহিলার হয়ে যাওয়া খুন অনির্বাণকে 16 বছর পরেও তাড়া করে বেড়ায় । সে কি পারবে এই খুনের কিনারা করতে ? সেই উত্তরই খুঁজবে 'শকুনের লোভ' ।

কলকাতা : বাংলা ছবিতে ক্রাইম জঁর নিয়ে বেশ এক্সপেরিমেন্ট হচ্ছে । তাই প্রতি বছরেই বেশ অনেক সংখ্য়ক ক্রাইম থ্রিলার মুক্তি পাচ্ছে টলিউডে । সেই তালিকায় নাম লেখাতে চলেছে 'শকুনের লোভ' । অনিন্দ্যর পরিচালনায় তৈরি এই ছবিতে পরমব্রত তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন জয় সেনগুপ্ত, শংকর চক্রবর্তী, তুহিনা দাস সহ আরও অনেকে ।

ছবির গল্প অনির্বাণ সেনগুপ্তকে (পরমব্রত) কেন্দ্র করে, যিনি পেশায় ক্রাইম রিপোর্টার । ব্যক্তিগত ও কাজের জগতে প্রতিদিনই সমস্যার মুখোমুখি হন অনির্বাণ । ভালো সাংবাদিক হওয়ার দৌড়ে তিনি তার প্রেমকেও জলাঞ্জলি দেন । কিন্তু, তাও তার ক্যারিয়ারে কোনও মোড় আসে না । এভাবে চলতে চলতে হঠাৎই কলকাতা শহরে ঘটে যাওয়া 16 বছরের পুরোনো একটি খুন নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য পান অনির্বাণ ।

Parambrata Chatterjee
ছবির পোস্টার..

এই ঘটনাটিই বদলে দেয় অনির্বাণের ক্যারিয়ার । ডালহৌসি চত্বরে এক পার্শি মহিলার হয়ে যাওয়া খুন অনির্বাণকে 16 বছর পরেও তাড়া করে বেড়ায় । সে কি পারবে এই খুনের কিনারা করতে ? সেই উত্তরই খুঁজবে 'শকুনের লোভ' ।

Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: ইরোজ ইন্টারন্যাশনাল এবং স্পাইস ইন্টারটেইনমেন্টে এন্ড মিডিয়া লিমিটেডের প্রযোজনায় আসছে নতুন ছবি শকুনের লোভ এর শুটিং। ছবিটি পরিচালনা করছেন অনিন্দ্য বিকাশ দত্ত। ছবির শুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবং ছবিটি আগামী 7 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।যিনি এই ছবিতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে রয়েছেন। এছাড়াও অন্যান্য চরিত্র দের মধ্যে রয়েছেন জয় সেনগুপ্ত, শংকর চক্রবর্তী,রতন সর্খেল, তুহিনা দাস,তপতী মুন্সি সহ আরো অনেকে। ছবিতে প্রধানত রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার ঘটবে তবে, এছাড়াও সংগীত পরিচালক হিসেবে রয়েছেন তিনজন, আশু চক্রবর্তী, শোভন গাঙ্গুলি ও বিশ্ববিজয় সেন। ছবির গল্প অনির্বান সেনগুপ্ত (পরমব্রত চট্টোপাধ্যায়) কে কেন্দ্র করে যিনি তাঁর ব্যক্তিগত জীবন এবং কাজের জগতে প্রতিদিনই নিত্যনতুন সমস্যার মুখোমুখি হন। পেশাগত দিক থেকে তিনি একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু ঘটনাচক্রে তিনি তার অফিস চক্রান্তের শিকার হয়ে প্রতিদিন ভালো খবরের সন্ধানে ছুটে চলেছেন। ভালো সাংবাদিক হওয়ার দৌড়ে ছুটতে গিয়ে তিনি নিজের জীবনের ভালোবাসা কেউ ত্যাগ করেছেন। যখন অনির্বান সেনগুপ্ত বুঝে যান যে তাদের দ্বারা আর কিছু হবে না, তিনি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছেন।তিনি আচমকাই কলকাতা শহরে ঘটে যাওয়া 16 বছরের পুরনো একটি খুনের ঘটনার কিছু তথ্য খুঁজে পান। তিনি ছিলেন প্রথম সাংবাদিক যিনি এক পার্শিয়ান মহিলার আততায়ীর গুলিতে নিহত হওয়ার ডালহৌসি চত্বরে প্রথম পৌঁছেছিলেন। কলকাতা পুলিশ অনেক তদন্ত করে ও ঘটনার আসল খুনি কে খুঁজে বার করতে পারেনি।তাই একসময় তারা বাধ্য হয়ে সে কেসটি কে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আচমকাই সাংবাদিক অনির্বান সেনগুপ্ত একের পর এক তথ্য পেতে থাকেন যা তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই 16 বছরের পুরনো খুনের কেন্দ্রস্থলে। কিন্তু কপাল বোধহয় অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে ছিল না।তাকে আরো নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় আর এবারের বাধা আসে তার অফিস থেকে। তিনি নানাভাবে চেষ্টা করে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে। কিন্তু তার সামনে শুধুই থাকে অন্ধকার।


Body:স্টিল কবি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.