কলকাতা : নিজের ছবিতে কল্পনার একটা শক্তপোক্ত জায়গা রাখেন পরিচালত তথাগত মুখার্জি। এর আগেও তাঁর 'বুনো' বা 'ইউনিকর্ন'-এর মতো ছবিতে সেই প্রমাণ পাওয়া গেছে। তাঁর পরবর্তী ছবিতেও তিনি কল্পনার আশ্রয় নিয়েছেন। 'ভটভটি'-তে কল্পনা আর বাস্তব মিশে যাবে।
তথাগত বললেন, "ছবিটা কিছুটা ফ্যান্টাসি, কিছুটা রিয়্যালিটি। রূপকথার গল্প, যেটা জল আর আগুনের রূপকথা। কিন্তু এই রূপকথার পাশাপাশি রিয়্যালিটি বা বাস্তব রয়েছে। ছবির শেষে গিয়ে দুটো কোথাও মিশে যায়।"
তিনি আরও বলেন, "আমরা ফ্যান্টাসিতে বাঁচি। প্রত্যেকটাই আমাদের বিশ্বাস। এই ছবিটা সেই বিশ্বাস নিয়েই। সঙ্গে চলবে এক রিয়্যালিটির গল্প।" আমাদের প্রত্যেকের জীবনেই একটা ফ্যান্টাসি থাকে। লুকিয়ে রাখা সেই ফ্যান্টাসিকে উশকে দেবে 'ভটভটি'।
শুটিং ডেট সম্পর্কেও জানালেন তথাগত। বললেন, "২৭ অগাস্ট থেকে শুটিং শুরু হচ্ছে। প্রথম দিন শুটিং হবে পণ্ডিতিয়া বস্তিতে। আরেকটা বস্তির সেট তৈরি হচ্ছে হাওড়ায়। একটা রিয়েল বস্তি, আরেকটা সেটে তৈরি করা বস্তি।"
তথাগত বললেন, "৬ দিন শুটিং হবে জলের তলায়। একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে শুটিং হবে। আমার 'ইউনিকর্ন ছবিতেও সমুদ্রে জলের তলায় শুটিং করেছিলাম। এবার অ্যাকোয়ারিয়াম আর গঙ্গায় শুটিং হবে।"
ভটভটি আর জলপরীর চরিত্রে যাঁরা অভিনয় করছেন , তাঁদের নাম জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর দে, মমতা শংকর, রজতাভ দত্ত, দেবলীনা দত্ত মুখার্জি, লামা হালদার, সঞ্জীব সরকার, অনির্বাণ চক্রবর্তী, ছন্দা চট্টোপাধ্যায়, তমাল রায়চৌধুরি, মনু মুখার্জি, অমিত সাহা, নিমাই ঘোষ, দেবপ্রসাদ হালদার, জয়ন্ত ব্যানার্জি, রানা জিএলটি। পরিচালক তথাগত মুখার্জি নিজেও এই ছবিতে অভিনয় করছেন। আর গেস্ট অ্যাপিয়ারেন্সের রয়েছেন এক অভিনেত্রী।
ছবির স্ক্রিনপ্লে এবং ডায়ালগ লিখেছেন তথাগত মুখার্জি, অভিরূপ ব্যানার্জি, ঋকসুন্দ ব্যানার্জি এবং সত্রাবিৎ পাল। ছবির DOP প্রতিপ মুখার্জি, সম্পাদক অমীর মণ্ডল, সংগীত পরিচালক ময়ূখ ভৌমিক। ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন অনিন্দিত রায় এবং আদিপ সিং মানকি। ছবির পোশাক পরিকল্পনা তথাগতর স্ত্রী ও অভিনেত্রী দেবলীনা দত্ত মুখার্জি করছেন। তিনি এই ছবিতে অভিনয়ও করছেন। ছবি প্রযোজনা করেছে প্রমোদ ফিল্মস এবং PSS এন্টারটেইনমেন্টস।