ETV Bharat / sitara

তথাগতর নতুন ছবি 'ভটভটি'

তথাগত মুখার্জির নতুন ছবি 'ভটভটি'। নতুন এই ছবি প্রসঙ্গে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পরিচালক।

ভটভটি
author img

By

Published : Aug 17, 2019, 2:16 PM IST

কলকাতা : নিজের ছবিতে কল্পনার একটা শক্তপোক্ত জায়গা রাখেন পরিচালত তথাগত মুখার্জি। এর আগেও তাঁর 'বুনো' বা 'ইউনিকর্ন'-এর মতো ছবিতে সেই প্রমাণ পাওয়া গেছে। তাঁর পরবর্তী ছবিতেও তিনি কল্পনার আশ্রয় নিয়েছেন। 'ভটভটি'-তে কল্পনা আর বাস্তব মিশে যাবে।

তথাগত বললেন, "ছবিটা কিছুটা ফ্যান্টাসি, কিছুটা রিয়্যালিটি। রূপকথার গল্প, যেটা জল আর আগুনের রূপকথা। কিন্তু এই রূপকথার পাশাপাশি রিয়্যালিটি বা বাস্তব রয়েছে। ছবির শেষে গিয়ে দুটো কোথাও মিশে যায়।"

তিনি আরও বলেন, "আমরা ফ্যান্টাসিতে বাঁচি। প্রত্যেকটাই আমাদের বিশ্বাস। এই ছবিটা সেই বিশ্বাস নিয়েই। সঙ্গে চলবে এক রিয়্যালিটির গল্প।" আমাদের প্রত্যেকের জীবনেই একটা ফ্যান্টাসি থাকে। লুকিয়ে রাখা সেই ফ্যান্টাসিকে উশকে দেবে 'ভটভটি'।

ভটভটি
ছবির প্রথম লুক...

শুটিং ডেট সম্পর্কেও জানালেন তথাগত। বললেন, "২৭ অগাস্ট থেকে শুটিং শুরু হচ্ছে। প্রথম দিন শুটিং হবে পণ্ডিতিয়া বস্তিতে। আরেকটা বস্তির সেট তৈরি হচ্ছে হাওড়ায়। একটা রিয়েল বস্তি, আরেকটা সেটে তৈরি করা বস্তি।"

তথাগত বললেন, "৬ দিন শুটিং হবে জলের তলায়। একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে শুটিং হবে। আমার 'ইউনিকর্ন ছবিতেও সমুদ্রে জলের তলায় শুটিং করেছিলাম। এবার অ্যাকোয়ারিয়াম আর গঙ্গায় শুটিং হবে।"


ভটভটি আর জলপরীর চরিত্রে যাঁরা অভিনয় করছেন , তাঁদের নাম জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর দে, মমতা শংকর, রজতাভ দত্ত, দেবলীনা দত্ত মুখার্জি, লামা হালদার, সঞ্জীব সরকার, অনির্বাণ চক্রবর্তী, ছন্দা চট্টোপাধ্যায়, তমাল রায়চৌধুরি, মনু মুখার্জি, অমিত সাহা, নিমাই ঘোষ, দেবপ্রসাদ হালদার, জয়ন্ত ব্যানার্জি, রানা জিএলটি। পরিচালক তথাগত মুখার্জি নিজেও এই ছবিতে অভিনয় করছেন। আর গেস্ট অ্যাপিয়ারেন্সের রয়েছেন এক অভিনেত্রী।

ছবির স্ক্রিনপ্লে এবং ডায়ালগ লিখেছেন তথাগত মুখার্জি, অভিরূপ ব্যানার্জি, ঋকসুন্দ ব্যানার্জি এবং সত্রাবিৎ পাল। ছবির DOP প্রতিপ মুখার্জি, সম্পাদক অমীর মণ্ডল, সংগীত পরিচালক ময়ূখ ভৌমিক। ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন অনিন্দিত রায় এবং আদিপ সিং মানকি। ছবির পোশাক পরিকল্পনা তথাগতর স্ত্রী ও অভিনেত্রী দেবলীনা দত্ত মুখার্জি করছেন। তিনি এই ছবিতে অভিনয়ও করছেন। ছবি প্রযোজনা করেছে প্রমোদ ফিল্মস এবং PSS এন্টারটেইনমেন্টস।

কলকাতা : নিজের ছবিতে কল্পনার একটা শক্তপোক্ত জায়গা রাখেন পরিচালত তথাগত মুখার্জি। এর আগেও তাঁর 'বুনো' বা 'ইউনিকর্ন'-এর মতো ছবিতে সেই প্রমাণ পাওয়া গেছে। তাঁর পরবর্তী ছবিতেও তিনি কল্পনার আশ্রয় নিয়েছেন। 'ভটভটি'-তে কল্পনা আর বাস্তব মিশে যাবে।

তথাগত বললেন, "ছবিটা কিছুটা ফ্যান্টাসি, কিছুটা রিয়্যালিটি। রূপকথার গল্প, যেটা জল আর আগুনের রূপকথা। কিন্তু এই রূপকথার পাশাপাশি রিয়্যালিটি বা বাস্তব রয়েছে। ছবির শেষে গিয়ে দুটো কোথাও মিশে যায়।"

তিনি আরও বলেন, "আমরা ফ্যান্টাসিতে বাঁচি। প্রত্যেকটাই আমাদের বিশ্বাস। এই ছবিটা সেই বিশ্বাস নিয়েই। সঙ্গে চলবে এক রিয়্যালিটির গল্প।" আমাদের প্রত্যেকের জীবনেই একটা ফ্যান্টাসি থাকে। লুকিয়ে রাখা সেই ফ্যান্টাসিকে উশকে দেবে 'ভটভটি'।

ভটভটি
ছবির প্রথম লুক...

শুটিং ডেট সম্পর্কেও জানালেন তথাগত। বললেন, "২৭ অগাস্ট থেকে শুটিং শুরু হচ্ছে। প্রথম দিন শুটিং হবে পণ্ডিতিয়া বস্তিতে। আরেকটা বস্তির সেট তৈরি হচ্ছে হাওড়ায়। একটা রিয়েল বস্তি, আরেকটা সেটে তৈরি করা বস্তি।"

তথাগত বললেন, "৬ দিন শুটিং হবে জলের তলায়। একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে শুটিং হবে। আমার 'ইউনিকর্ন ছবিতেও সমুদ্রে জলের তলায় শুটিং করেছিলাম। এবার অ্যাকোয়ারিয়াম আর গঙ্গায় শুটিং হবে।"


ভটভটি আর জলপরীর চরিত্রে যাঁরা অভিনয় করছেন , তাঁদের নাম জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর দে, মমতা শংকর, রজতাভ দত্ত, দেবলীনা দত্ত মুখার্জি, লামা হালদার, সঞ্জীব সরকার, অনির্বাণ চক্রবর্তী, ছন্দা চট্টোপাধ্যায়, তমাল রায়চৌধুরি, মনু মুখার্জি, অমিত সাহা, নিমাই ঘোষ, দেবপ্রসাদ হালদার, জয়ন্ত ব্যানার্জি, রানা জিএলটি। পরিচালক তথাগত মুখার্জি নিজেও এই ছবিতে অভিনয় করছেন। আর গেস্ট অ্যাপিয়ারেন্সের রয়েছেন এক অভিনেত্রী।

ছবির স্ক্রিনপ্লে এবং ডায়ালগ লিখেছেন তথাগত মুখার্জি, অভিরূপ ব্যানার্জি, ঋকসুন্দ ব্যানার্জি এবং সত্রাবিৎ পাল। ছবির DOP প্রতিপ মুখার্জি, সম্পাদক অমীর মণ্ডল, সংগীত পরিচালক ময়ূখ ভৌমিক। ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন অনিন্দিত রায় এবং আদিপ সিং মানকি। ছবির পোশাক পরিকল্পনা তথাগতর স্ত্রী ও অভিনেত্রী দেবলীনা দত্ত মুখার্জি করছেন। তিনি এই ছবিতে অভিনয়ও করছেন। ছবি প্রযোজনা করেছে প্রমোদ ফিল্মস এবং PSS এন্টারটেইনমেন্টস।

Intro:কিছুদিন আগের খবর। অভিনেতা পরিচালক তথাগত মুখার্জির 'হাউ টু বিকাম অ রেপিস্ট' ছবির কথা সামনে এসেছিল। আজ এসেছে আরও একটি ছবির কথা। ছবিটির নাম 'ভটভটি'। ছবি সম্পর্কে তথাগত বিস্তারিতভাবে কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:ভটভটি ছবিটিতে কল্পনা এবং বাস্তব মিলেমিশে যাবে। তথাগত বললেন, "ছবিটা কিছুটা ফ্যান্টাসি, কিছুটা রিয়্যালিটি। রূপকথার গল্প, যেটা জল আর আগুনের রূপকথা। কিন্তু এই রূপকথার পাশাপাশি রিয়ালিটি বা বাস্তব রয়েছে। ছবির শেষে গিয়ে দুটো কোথাও মিশে যায়।"

এই ধরনের কল্পনাভিত্তিক ছবি বানানোর কথা কেন ভাবলেন তথাগত? উত্তরে তিনি বলেন, "আমাদের নিজেদের প্রত্যেকেরই ফ্যান্টাসি রয়েছে। সেই ফ্যান্টাসিগুলো হয়তো অত বড় নয়। ধরো কোনও এক অভিনেতা নিজেকে বিশাল অভিনেতা মনে করে। কিন্তু সে তো পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা নয়। এটা তার ধারণা। আমরা সকলে আসলে ফ্যান্টাসিতেই বাঁচি। এটা প্রত্যেকটাই ফেথ, বিশ্বাস। এই ছবিটা সেই ফেথ নিয়েই। এর পাশে সমান্তরাল গতিতে চলছে একটা রিয়্যালিটির গল্প। ফেথ আর রিয়্যালিটির দ্বন্দ্ব কোথাও গিয়ে একাকার হয়ে যায়।"

শুটিং ডেট সম্পর্কে জানালেন তথাগত। বললেন, "২৭ অগাস্ট থেকে শুটিং শুরু হচ্ছে। প্রথম দিন শুটিং হবে পণ্ডিতিয়া বস্তিতে। আরেকটা বস্তির সেট হচ্ছে। একটা রিয়েল বস্তি, আরেকটা সেটে তৈরি করা বস্তিতে শুটিং হবে কলকাতাতেই। একটা সত্যি বস্তির সঙ্গে কানেক্ট করে সেট তৈরি হচ্ছে হাওড়াতে।"

তথাগত বললেন, "৬দিনের মতো জলের তলায় শুটিং হচ্ছে ভটভটি ছবির। একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে শুটিং হবে। আমার 'ইউনিকর্ন ছবিতেও সমুদ্রে জলের তলায় শুটিং করেছিলাম। এর শুটিং সমুদ্রের তলায় হবে না। অ্যাকোয়ারিয়ামের ভিতরে শুটিং হবে। গঙ্গায় শুটিং হবে।"






Conclusion:কেমন ফ্যান্টাসি ভটভটির গল্পে রয়েছে?
এই ছবিতে মারমেডের উল্লেখ আছে। ভটভটির আসল একটা নাম ছিল। সেই নাম কারোর আর মনে নেই। ভটভটি যে বস্তিতে থাকে, তার নাম জাহাজবস্তি। ভটভটির গল্প অনুযায়ী, জাহাজ বস্তির সবাই জাহাজে করে এসেছে। তাই বস্তির নাম হয়েছে জাহাজবস্তি। গঙ্গার পাড়ের এই বস্তির অন্যান্য ছেলেদের মতোই, ভটভটি জলের তলায় পয়সা কুড়োতে যায়। তারপর অন্য কাজে যায়। ভটভটি বস্তির পাশের শ্মশানের হরিশচন্দ্র ডোমের হেলপার। বস্তির বাকি ছেলেদের সঙ্গে ভটভটির পার্থক্য একটাই - ভটভটি স্বপ্ন দেখতে আর সেটা বলতে ভালোবাসে। ভটভটি অনর্গল গল্প বলে আর আশপাশের তুচ্ছ জিনিস নিয়ে স্বপ্ন বোনে। ভটভটি বিশ্বাস করতে চায় স্বপ্নগুলোকে। ভটভটি বিশ্বাসী। ভটভটি বিশ্বাস করে গঙ্গার ঘোলাটে জলের বুকে একটা মস্ত আলোর প্রাসাদ লুকিয়ে আছে, যেখান থেকে জলপরীদের রাজ্য শুরু। মাঝে মাঝে সেই ঘোলাটে জলে প্রাসাদের দরজা খুঁজে পেয়েও বারবার হারিয়ে ফেলে ভটভটি। বাপ-মা মরা ভটভটির আপন মানুষ বলতে পাখিদি। এই পাখিটি আর হরিশচন্দ্র ডোম ভটভটিকে স্বপ্ন আর বাস্তবের এই ধোঁয়াশা থেকে বের করে আনতে অক্ষম। ভটভটি বিশ্বাস করে গল্প যখন আছে, তখন নিশ্চয়ই একটা সত্যি আছে। সেই সত্যিকেই প্রতিনিয়ত খুঁজে চলে বিশ্বাসী ভটভটি। তারপর একদিন সত্যি সত্যি আলোর প্রাসাদের দরজা খুলে যায়। গঙ্গার ঘোলাটে জলে ভটভটি খুঁজে পায় এক সত্যিকারের জলপরীকে। যে কিনা কার্টুনে দেখা জলপরী রাজকন্যা এরিয়েলের চেয়েও সুন্দরী। যার চোখের ভেতর লুকিয়ে আছে একটা আস্ত অ্যাটলান্টিস। আর তার বাস্তবের সত্যিতে লুকিয়ে আছে আগুন। শুরু হয় জাহাজ বস্তিতে এক মায়া রূপকথা। বস্তির মানুষদের অবিশ্বাস, বস্তি উচ্ছেদের প্রতিনিয়ত হুমকি, দৈন্যতা কোনও কিছুই স্পর্শ করে না রাজপুত্র ভটভটিকে। শুরু হয় জলপরী রাজকন্যা এরিয়েলের সত্যিই আর ভটভটির বিশ্বাসের এক অত্যাশ্চর্য যাত্রা। যার সীমানা বস্তি, গঙ্গার ঘাট পেরিয়ে যাধয় এক মায়া জগতে। যে জগতে ভালো আর মন্দ দু'জনেরই প্রবেশাধিকার নিষেধ। যে জগতে শুধুই নিরপরাধ, নিষ্পাপদের অনুমতি মেলে প্রবেশের। এই গল্প আগুন আর জলের প্রেমকথা। এ আখ্যান ভটভটির মতো নাবিকরা জলপরীদের ফিসফিস করা গানতে শুনতে পায় মাঝ সমুদ্র।

ভটভটি আর জলপরীর চরিত্রে যাঁরা অভিনয় করছেন , তাঁদের নাম জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর দে, মমতাশঙ্কর, রজতাভ দত্ত, দেবলীনা দত্ত মুখার্জি, লামা হালদার, সঞ্জীব সরকার, অনির্বাণ চক্রবর্তী, ছন্দা চট্টোপাধ্যায়, তমাল রায়চৌধুরী, মনু মুখার্জি, অমিত সাহা, নিমাই ঘোষ, দেবপ্রসাদ হালদার, জয়ন্ত ব্যানার্জি, রানা জিএলটি। পরিচালক তথাগত মুখার্জি নিজেও এই ছবিতে অভিনয় করছেন। আর গেস্ট অ্যাপিয়ারেন্সের রয়েছেন এক অভিনেত্রী।

ভটভটি ছবির স্ক্রিনপ্লে এবং ডায়ালগ লিখেছেন তথাগত মুখার্জি, অভিরূপ ব্যানার্জি, ঋকসুন্দ ব্যানার্জি এবং সত্রাবিৎ পাল। ছবির ডিওপি প্রতিপ মুখার্জি, সম্পাদক অমীর মণ্ডল, সঙ্গীত পরিচালক ময়ূখ ভৌমিক। ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন অনিন্দিত রায় এবং আদিপ সিং মানকি। ছবি পোশাক পরিকল্পনা তথাগতর স্ত্রী অভিনেত্রী দেবলীনা দত্ত মুখার্জি করছেন। তিনি এই ছবিতে অভিনয়ও করছেন। ছবি প্রযোজনা করেছে প্রমোদ ফিল্মস এবং PSS এন্টারটেইনমেন্টস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.