ETV Bharat / sitara

মা নবনীতাকে লেখা চিঠি পড়তে গিয়ে চোখে জল মেয়ে নন্দনার - nabanita deb sen daughter nandana deb sen

44 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত ছিলেন নন্দনা সেন । মা নবনীতা দেবসেনের স্মৃতির উদ্দেশে কিছু কথা শেয়ার করলেন নন্দনা, পড়ে শোনালেন মাকে লেখা চিঠি । কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গেও ।

nandana deb sen in book fair
nandana deb sen in book fair
author img

By

Published : Feb 8, 2020, 1:22 PM IST

কলকাতা : 2019 সালের 7 নভেম্বর আমাদের ছেড়ে গিয়েছেন কবি, সাহিত্যিক, শিক্ষিকা ও বিদুষী নবনীতা দেব সেন । তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগত এক রত্নকে হারিয়েছে । সদাহাস্যময় নবনীতার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছিল তাঁর ছাত্রছাত্রী এবং সহকর্মীদের মধ্যে । তবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন তাঁর দুই কন্যা অন্তরা এবং নন্দনা । ছোটো মেয়ে নন্দনা একজন অভিনেত্রীও বটে । তবে ইদানিং অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লেখালেখির কাজে । চলতি ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসে মায়ের স্মৃতিচারণা করলেন নন্দনা, এই বইমেলাতেই প্রতি বছর মা আসতেন যে ! মাকে লেখা একটি চিঠিও পড়ে শোনালেন নন্দনা । পড়তে পড়তে চোথের কোণে তখন চিকচিক করছে জল, কাঁপছে গলার স্বর । তবুও নিজেকে সামলে সেই চিঠি শেষ করলেন তিনি ।

nandana deb sen in book fair
ছবি সৌজন্যে টুইটার

ছোটোবেলায় কলকাতাতেই থাকতেন নন্দনা । তাই সারা বছর বইমেলার জন্য অপেক্ষা করে থাকতেন তাঁরা । সেই স্মৃতিচারণা করে নন্দনা বললেন, "আমি ছোটোবেলায় কলকাতাতেই থাকতাম । সারাবছর বইমেলার জন্য উদগ্রীব হয়ে থাকতাম । লিস্ট বানিয়ে রাখতাম কী কী বই কিনবো, সারা বছর টাকা জমাতাম ।"

nandana deb sen in book fair
অনুষ্ঠানে নন্দনা

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন নন্দনা । সর্বোচ্চ নম্বর পেয়ে সেখানে পুরস্কৃতও হয়েছেন, পেয়েছেন অনেক সার্টিফিকেট । তবে সাহিত্যের পাশাপাশি এক সময়ে চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী । 1997 সালে 'দ্য ডল' বা 'গুড়িয়া' ছবির হাত ধরে সিনেমা দুনিয়ায় পদার্পণ তাঁর । দেশের বাইরে কখনও ইতালির 'ব্রানচি' বা কানাডার 'সিডিউসিং মারিয়া'-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি । সৃজিত মুখার্জির 'অটোগ্রাফ' ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে ।

তবে এখন অভিনয় থেকে দূরে গিয়ে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেছেন নন্দনা । সেই সম্পর্কেও নিজের প্ল্যান জানালেন তিনি । দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : 2019 সালের 7 নভেম্বর আমাদের ছেড়ে গিয়েছেন কবি, সাহিত্যিক, শিক্ষিকা ও বিদুষী নবনীতা দেব সেন । তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগত এক রত্নকে হারিয়েছে । সদাহাস্যময় নবনীতার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছিল তাঁর ছাত্রছাত্রী এবং সহকর্মীদের মধ্যে । তবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন তাঁর দুই কন্যা অন্তরা এবং নন্দনা । ছোটো মেয়ে নন্দনা একজন অভিনেত্রীও বটে । তবে ইদানিং অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লেখালেখির কাজে । চলতি ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসে মায়ের স্মৃতিচারণা করলেন নন্দনা, এই বইমেলাতেই প্রতি বছর মা আসতেন যে ! মাকে লেখা একটি চিঠিও পড়ে শোনালেন নন্দনা । পড়তে পড়তে চোথের কোণে তখন চিকচিক করছে জল, কাঁপছে গলার স্বর । তবুও নিজেকে সামলে সেই চিঠি শেষ করলেন তিনি ।

nandana deb sen in book fair
ছবি সৌজন্যে টুইটার

ছোটোবেলায় কলকাতাতেই থাকতেন নন্দনা । তাই সারা বছর বইমেলার জন্য অপেক্ষা করে থাকতেন তাঁরা । সেই স্মৃতিচারণা করে নন্দনা বললেন, "আমি ছোটোবেলায় কলকাতাতেই থাকতাম । সারাবছর বইমেলার জন্য উদগ্রীব হয়ে থাকতাম । লিস্ট বানিয়ে রাখতাম কী কী বই কিনবো, সারা বছর টাকা জমাতাম ।"

nandana deb sen in book fair
অনুষ্ঠানে নন্দনা

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন নন্দনা । সর্বোচ্চ নম্বর পেয়ে সেখানে পুরস্কৃতও হয়েছেন, পেয়েছেন অনেক সার্টিফিকেট । তবে সাহিত্যের পাশাপাশি এক সময়ে চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী । 1997 সালে 'দ্য ডল' বা 'গুড়িয়া' ছবির হাত ধরে সিনেমা দুনিয়ায় পদার্পণ তাঁর । দেশের বাইরে কখনও ইতালির 'ব্রানচি' বা কানাডার 'সিডিউসিং মারিয়া'-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি । সৃজিত মুখার্জির 'অটোগ্রাফ' ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে ।

তবে এখন অভিনয় থেকে দূরে গিয়ে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেছেন নন্দনা । সেই সম্পর্কেও নিজের প্ল্যান জানালেন তিনি । দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..
Intro:৭ নভেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন কবি, সাহিত্যিক, শিক্ষিকা এবং স্কলার নবনীতা দেব সেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল সাহিত্য জগৎ। সদাহাস্যময় নবনীতার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছিল তাঁর ছাত্রছাত্রী এবং সহকর্মীদের মধ্যে। তবে সবচেয়ে বেশি যাঁদের নাড়িয়েছিল নবনীতার মৃত্যু, তাঁরা হলেন দুই কন্যা অন্তরা এবং নন্দনা। কনিষ্ঠ কন্যা নন্দনা একজন অভিনেত্রীও বটে। তবে ইদানিং অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লেখালেখির কাজে। চলতি ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসে মায়ের স্মৃতিচারণা করলেন নন্দনা। জীবিত থাকলে নবনীতা নিশ্চয়ই উপস্থিত থাকতেন বইমেলায়। তার স্মৃতির উদ্দেশ্যে তাঁরই নামে একটি হলের নামকরণ হয়েছে এবছর। মাকে লেখা একটি চিঠি এদিন পড়ে শোনালেন নন্দনা। কথা বলিনি টিভি ভারত সিতারার সঙ্গেও।


Body:মা সাহিত্যিক, কবি, তুলনামূলক সাহিত্যের শিক্ষিকা ছিলেন। বাবা একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেই বংশের মেয়ের লেখাপড়ার দিকে স্বাভাবিকভাবেই ঝোঁক থাকবে। ছিলও তাই। নন্দনা-অন্তরার কাছে বই ছিল পরম বন্ধু। আর বইমেলা তাঁদের দুর্গাপুজো। নন্দনা প্রথমেই আমাদের কাছে বইমেলা স্মৃতিচারণা করলেন, "আমি ছোটোবেলায় কলকাতাতেই থাকতাম। সারাবছর ধরে আমরা বইমেলার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করতাম। লিস্ট বানিয়ে রাখতাম কী কী বই কিনব, টাকা জমাতাম সারা বছর ধরে।"

হার্ভার্ড ইউনিভার্সিটিতে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন অভিনেত্রী নন্দনা। সেখানে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য দেতুর পুরস্কার পেয়েছিলেন। লেখাপড়ার জন্য আরও অনেক সার্টিফিকেট রয়েছে নন্দনার। নন্দনার সিনেমা জগতে পদার্পণ ১৯৯৭ সালে 'দা ডল' বা গুড়িয়া' ছবির হাত ধরে। তারপর ২০১৪ সাল পর্যন্ত লাগাতারভাবে অভিনয় করে গেছেন, কখনও ইতালির ছবি 'ব্রানচি'তে, তো কখনও কানাডার ছবি 'সিডিউসিং মারিয়া', 'ফরএভার'এ। মোট ২২টি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। সৃজিৎ মুখার্জির প্রথম পরিচালিত 'অটোগ্রাফ' ছবিতে নায়িকা ছিলেন নন্দনাই। তারপর 'রং রাসিয়া' ছবিতেও কাজ করেছিলেন তিনি। এহেন নন্দনা এখন ব্যস্ত রয়েছেন লেখালেখির কাজে। ইতিমধ্যেই তাঁর ৬টি ছোটোদের বই প্রকাশিত হয়েছে। বললেন, "আমার সামনে তিনটে বই বেরোচ্ছে। তার মধ্যে একটি আমার মায়ের কবিতার অনুবাদ। সেটা নিয়ে মা খুবই এক্সাইটেড ছিলেন। সেই অনুবাদগুলো আমাকে শেষ করতে হবে।"




Conclusion:'রং রাসিয়া'র পর আর অভিনয় করতে দেখা যায়নি নন্দনাকে। তিনি আবার কবে ফিরবেন বড়পর্দায়? প্রশ্ন করায় বললেন, "আমি এখন অভিনয়ের জায়গায় লেখালেখি করছি। কোন এক সময় নিশ্চয়ই আবার লেখালেখি করব।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.