কলকাতা : শিল্প কি বিক্রয়যোগ্য? 'ক্রান্তদর্শী' সেই প্রশ্ন তোলে দর্শকের কাছে। ছবির প্রধান চরিত্র বাসবদত্তা। তিনি এক নব্য কবি। অনেক স্বপ্ন নিয়ে বই পাড়ায় এক প্রকাশকের সঙ্গে দেখা করতে আসেন তিনি। কিন্তু, ছাপানোর জন্য প্রয়োজনীয় টাকার অঙ্ক শুনে হতাশ হয়ে পড়েন তিনি।
সমস্যার সমাধানে প্রকাশক নিজের বুদ্ধি দেন। কবিতার মধ্যে প্রোডাক্ট প্লেসমেন্ট করলে স্পনসরশিপ জোগাড় হয়ে যাবে। কবিতার ছত্রে ছত্রে যদি বিজ্ঞাপন গুঁজে দেওয়া যায়, তাহলে বই একেবারে হইহই করে বিক্রি হবে। তরুণী কবি দোলাচলে পড়ে যায়, কী করবে সে? এই সময়ই এক সাহিত্যিকের প্রবেশ সিনেমায়। আর সেই সঙ্গে গল্পে মোড় আসে।
পরিচালক নিজেই নিজের ছবি প্রসঙ্গে কথা বললেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস মিটে। দেখে নিন ভিডিয়ো...