ETV Bharat / sitara

শিল্প কি বিক্রয়যোগ্য? প্রশ্ন তুলবে 'ক্রান্তদর্শী'

author img

By

Published : Nov 15, 2019, 8:08 AM IST

ছবির নাম : ক্রান্তদর্শী গল্প : সুদীপ্ত ভৌমিকের একটি ফ্লাশ ফিকশন অবলম্বনে তৈরি অভিনয় : পরাণ বন্দ্যোপাধ্যায়/ বাসবদত্তা চট্টোপাধ্যায়/ বিশ্বজিৎ চক্রবর্তী পরিচালনা : ঋতু দাস দত্ত

KIFF 2019

কলকাতা : শিল্প কি বিক্রয়যোগ্য? 'ক্রান্তদর্শী' সেই প্রশ্ন তোলে দর্শকের কাছে। ছবির প্রধান চরিত্র বাসবদত্তা। তিনি এক নব্য কবি। অনেক স্বপ্ন নিয়ে বই পাড়ায় এক প্রকাশকের সঙ্গে দেখা করতে আসেন তিনি। কিন্তু, ছাপানোর জন্য প্রয়োজনীয় টাকার অঙ্ক শুনে হতাশ হয়ে পড়েন তিনি।

সমস্যার সমাধানে প্রকাশক নিজের বুদ্ধি দেন। কবিতার মধ্যে প্রোডাক্ট প্লেসমেন্ট করলে স্পনসরশিপ জোগাড় হয়ে যাবে। কবিতার ছত্রে ছত্রে যদি বিজ্ঞাপন গুঁজে দেওয়া যায়, তাহলে বই একেবারে হইহই করে বিক্রি হবে। তরুণী কবি দোলাচলে পড়ে যায়, কী করবে সে? এই সময়ই এক সাহিত্যিকের প্রবেশ সিনেমায়। আর সেই সঙ্গে গল্পে মোড় আসে।

পরিচালক নিজেই নিজের ছবি প্রসঙ্গে কথা বললেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস মিটে। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : শিল্প কি বিক্রয়যোগ্য? 'ক্রান্তদর্শী' সেই প্রশ্ন তোলে দর্শকের কাছে। ছবির প্রধান চরিত্র বাসবদত্তা। তিনি এক নব্য কবি। অনেক স্বপ্ন নিয়ে বই পাড়ায় এক প্রকাশকের সঙ্গে দেখা করতে আসেন তিনি। কিন্তু, ছাপানোর জন্য প্রয়োজনীয় টাকার অঙ্ক শুনে হতাশ হয়ে পড়েন তিনি।

সমস্যার সমাধানে প্রকাশক নিজের বুদ্ধি দেন। কবিতার মধ্যে প্রোডাক্ট প্লেসমেন্ট করলে স্পনসরশিপ জোগাড় হয়ে যাবে। কবিতার ছত্রে ছত্রে যদি বিজ্ঞাপন গুঁজে দেওয়া যায়, তাহলে বই একেবারে হইহই করে বিক্রি হবে। তরুণী কবি দোলাচলে পড়ে যায়, কী করবে সে? এই সময়ই এক সাহিত্যিকের প্রবেশ সিনেমায়। আর সেই সঙ্গে গল্পে মোড় আসে।

পরিচালক নিজেই নিজের ছবি প্রসঙ্গে কথা বললেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস মিটে। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:এক নজরে ছবিটি

ছবির নাম ক্রান্তদর্শী
গল্প সুদীপ্ত ভৌমিক এর একটি ফ্লাশ ফিকশন অবলম্বনে অভিনয় পরান বন্দ্যোপাধ্যায়/ বাসবদত্তা চট্টোপাধ্যায়/ বিশ্বজিৎ চক্রবর্তী
পরিচালনা ঋতু দাসদত্ত
সংগীত ও এডিটিং মলয় লাহা


Body:ছবির প্রধান চরিত্র বাসকদত্তা। তিনি নব্য কবি। অনেক স্বপ্ন নিয়ে বইপাড়ায় এক প্রকাশকের সঙ্গে দেখা করতে আসে। বই ছাপানোর জন্য মোটা অঙ্কের টাকার দাবি শুনে কিছুটা হতাশ হয়ে পরে।

সমস্যার সমাধানে প্রকাশক নিজের বুদ্ধি বাতলান। কবিতায় প্রডাক্ট প্লেসমেন্ট করলে স্পনসর্শিপ জোগাড় হয়ে যাবে! কিরকম? কবিতার ছত্রে ছত্রে যদি বিজ্ঞাপন গুঁজে দেওয়া যায় বই একেবারে হইহই করে বিকোবে! তরুণী কবিটি দোলাচলে, সবে রাজি হবো হবো, আসরে হাজির প্রখ্যাত সাহিত্যিক, গল্প নতুন মোড় নেয়। নতুন চমক। যা আমাদের অন্য এক বৃহত্তর প্রশ্নের সামনে দাঁড় করায়।

পরিচালক ঋতু ঋতু দাস দত্ত এর আগেও চারটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন। তিনি এই গল্পটি সুদীপ ভৌমিকের একটি অনু গল্প থেকে নিয়েছেন। ছবিটি গোটা বিশ্বের খুব জ্বলন্ত একটা ইস্যুকে তুলে ধরে-everything surround us in nothing but a product.

সাহিত্য জগৎও তার থেকে বাইরে নয়, হয়তো আজ নয়, আগামী কোনদিনে গল্পে, উপন্যাস ও কবিতাতেও প্রত্যক্ষভাবেই বাজারি দুনিয়ায় ঢুকে পড়বে। তাই ছবিটির নাম রাখা হয়েছে ক্রান্তদর্ষি। মানে ভবিষতে যা হতে পারে তা আগের থেকেই দেখতে পাওয়া।


Conclusion:ছবিকে বাণিজ্যিকভাবে সফল করা ও বিক্রি করার বিষয়ে পরিচালক বলেন, "শর্ট ফিল্মের বাজার আসতে আসতে বাড়ছে। এর কারণ হল মানুষের attention span-টা আস্তে আস্তে কমে যাচ্ছে। পূর্ণ দৈর্ঘ্যের ছবি এখন অনেক দর্শকই আর দেখতে চাইছে না। আর এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে অনেক। তারাও শর্ট ফিল্ম কিনছে। তবে অবশ্যই ছবি বিক্রির জন্য ছবির কনটেন্টের দিকটা মাথায় রাখতে হবে। পাশাপাশি ছবি বিক্রি করতে গিয়ে কতটা কম্প্রোমাইজ করব সেটাও মাথায় রাখার বিষয় রয়েছে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.