কলকাতা : 2 ডিসেম্বর অবধি 'যেতে নাহি দিব'-র স্ক্রিনিং বন্ধ করে দিল আলিপুর আদালত। দু'দিন আগে উত্তমকুমারের নাতি গৌরব চক্রবর্তী ছবিটির বিরুদ্ধে আইনি মামলা করেছিলেন। গৌরবের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।
সৌমেন্দ্র বললেন, "2 ডিসেম্বর অবধি ছবিটির স্ক্রিনিং বন্ধ করে দিয়েছেন ফোর্থ কোর্ট অফ সিভিল জাজ, সিনিয়র ডিভিশন, আলিপুর কোর্ট। এর মধ্যে মামলার শুনানি হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কী করা হবে ছবিটার সঙ্গে।"
ছবিতে উত্তমকুমারের জীবনের শেষ 8 বছরকে তুলে ধরা হয়েছে। গৌরবের অভিযোগ ছিল যে তাঁর দাদুর ভাবমূর্তীকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে এখানে। গৌরব অভিযোগ এনেছিলেন যে, একাধিক মহিলার সঙ্গে মহানায়কের সম্পর্ক, তাঁর ব্যক্তিগত জীবনের অন্যান্য খুঁটিনাটিকে বাণিজ্যিক স্বার্থে কলুসিত করার চেষ্টা করা হয়েছে পরিবারের কোনও অনুমতি ছাড়াই । আর সেই কারণেই আজ এই স্থগিতাদেশ।
'যেতে নাহি দিব'-তে উত্তমের ভূমিকায় অভিনয় করছেন সুজন মুখার্জি। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত, মল্লিকা সিনহা রায় প্রমুখ।