ETV Bharat / sitara

মহানায়কের ভাবমূর্তী নষ্ট করায় স্থগিতাদেশ জারি 'যেতে নাহি দিব'র উপর - Film on Uttam Kumar

স্থগিতাদেশ জারি হল প্রবীর রায় পরিচালিত ছবি 'যেতে নাহি দিব'-র বিরুদ্ধে।

Film on Uttam Kumar
author img

By

Published : Nov 20, 2019, 6:18 PM IST

কলকাতা : 2 ডিসেম্বর অবধি 'যেতে নাহি দিব'-র স্ক্রিনিং বন্ধ করে দিল আলিপুর আদালত। দু'দিন আগে উত্তমকুমারের নাতি গৌরব চক্রবর্তী ছবিটির বিরুদ্ধে আইনি মামলা করেছিলেন। গৌরবের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।

সৌমেন্দ্র বললেন, "2 ডিসেম্বর অবধি ছবিটির স্ক্রিনিং বন্ধ করে দিয়েছেন ফোর্থ কোর্ট অফ সিভিল জাজ, সিনিয়র ডিভিশন, আলিপুর কোর্ট। এর মধ্যে মামলার শুনানি হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কী করা হবে ছবিটার সঙ্গে।"

Film on Uttam Kumar
ছবির দৃশ্য...

ছবিতে উত্তমকুমারের জীবনের শেষ 8 বছরকে তুলে ধরা হয়েছে। গৌরবের অভিযোগ ছিল যে তাঁর দাদুর ভাবমূর্তীকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে এখানে। গৌরব অভিযোগ এনেছিলেন যে, একাধিক মহিলার সঙ্গে মহানায়কের সম্পর্ক, তাঁর ব্যক্তিগত জীবনের অন্যান্য খুঁটিনাটিকে বাণিজ্যিক স্বার্থে কলুসিত করার চেষ্টা করা হয়েছে পরিবারের কোনও অনুমতি ছাড়াই । আর সেই কারণেই আজ এই স্থগিতাদেশ।

'যেতে নাহি দিব'-তে উত্তমের ভূমিকায় অভিনয় করছেন সুজন মুখার্জি। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত, মল্লিকা সিনহা রায় প্রমুখ।

কলকাতা : 2 ডিসেম্বর অবধি 'যেতে নাহি দিব'-র স্ক্রিনিং বন্ধ করে দিল আলিপুর আদালত। দু'দিন আগে উত্তমকুমারের নাতি গৌরব চক্রবর্তী ছবিটির বিরুদ্ধে আইনি মামলা করেছিলেন। গৌরবের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।

সৌমেন্দ্র বললেন, "2 ডিসেম্বর অবধি ছবিটির স্ক্রিনিং বন্ধ করে দিয়েছেন ফোর্থ কোর্ট অফ সিভিল জাজ, সিনিয়র ডিভিশন, আলিপুর কোর্ট। এর মধ্যে মামলার শুনানি হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কী করা হবে ছবিটার সঙ্গে।"

Film on Uttam Kumar
ছবির দৃশ্য...

ছবিতে উত্তমকুমারের জীবনের শেষ 8 বছরকে তুলে ধরা হয়েছে। গৌরবের অভিযোগ ছিল যে তাঁর দাদুর ভাবমূর্তীকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে এখানে। গৌরব অভিযোগ এনেছিলেন যে, একাধিক মহিলার সঙ্গে মহানায়কের সম্পর্ক, তাঁর ব্যক্তিগত জীবনের অন্যান্য খুঁটিনাটিকে বাণিজ্যিক স্বার্থে কলুসিত করার চেষ্টা করা হয়েছে পরিবারের কোনও অনুমতি ছাড়াই । আর সেই কারণেই আজ এই স্থগিতাদেশ।

'যেতে নাহি দিব'-তে উত্তমের ভূমিকায় অভিনয় করছেন সুজন মুখার্জি। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত, মল্লিকা সিনহা রায় প্রমুখ।

Intro:মহানায়ক উত্তমকুমারের শেষজীবন নিয়ে একটি ডকু ছবি বানিয়েছেন পরিচালক প্রবীর রায়। সেই ছবিতে উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছিলেন সুজন মুখার্জি। ছবিতে নাকি উত্তমকুমারের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হয়েছে। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, তাঁকে উওম্যানাইজার হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই ছবিতে। এইসবকিছুই নাকি হয়েছে উত্তমকুমারের পরিবারের অগোচরে, তাঁদের অনুমতি ছাড়াই। যে কারণে, উত্তমকুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন আদালতের। কয়েকদিন আগে ইনজংশন মুভ করা হয়। আজ আলিপুর আদালত ইনজাংশন জারি করে ছবির বিরুদ্ধে। খবরটি ETV ভারত সিতারাকে জানিয়েছেন গৌরবের আইনজীবী সঙ্গে সৌমেন্দ্র রায়চৌধুরী।


Body:আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী আমাদের জানিয়েছেন, " আদালত ইনজংশন দিয়েছে। 'যেতে নাহি দিব' ছবির স্ক্রিনিং বন্ধ করে দিয়েছে। ২ ডিসেম্বর পর্যন্ত স্ক্রিনিং বন্ধ থাকবে। আলিপুর কোর্ট এই রায় দিয়েছে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.