ETV Bharat / sitara

আজ কেমন আছেন সৌমিত্র ? জানাল হাসপাতাল কতৃপক্ষ - সৌমিত্র চ্যাটার্জির খবর

ইনভেসিভ ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে সৌমিত্র চ্যাটার্জিকে । স্নায়ুর অবস্থার সামান্য উন্নত হয়েছে ।

soumitra chatterjee health update
soumitra chatterjee health update
author img

By

Published : Oct 13, 2020, 5:49 PM IST

Updated : Oct 13, 2020, 7:20 PM IST

কলকাতা : আজ সকাল থেকেই সকলে উদ্বিগ্ন হয়ে আছেন । প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । শোনা যাচ্ছিল, আজ সকালে তাঁকে বাইপ্যাপের সাহায্য নিতে হয়েছিল । তবে বাইপ্যাপ কাজ না করায় নাকি তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার কথাও ভাবছিল চিকিৎসকের 15 জনের দল । তবে হাসপাতালে অফিশিয়াল বুলেটিনের অপেক্ষায় ছিলাম আমরা । এইমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ CEO প্রদীপ ট্যান্ডন আমাদের হাতে তুলে দিয়েছেন সেই মেডিকেল বুলেটিন ।


সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুটা অস্থির আর তন্দ্রাচ্ছন্ন হয়ে রয়েছেন । স্নায়ুর অবস্থার সামান্য উন্নত হয়েছে । ইনভেসিভ ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে তাঁকে । মস্তিষ্কে NCCT ও MRI করার পর কোনও ধরনের স্ট্রাকচারাল স্নায়ুজনিত অস্বাভাবিকতা সেখানে লক্ষ্য করা যায়নি । EEG পরীক্ষাতে ডিফিউজ় এনসেফ্যালোপ্যাথি দেখা গেছে । তবে সিজ়ার অ্যাক্টিভিটি কিংবা স্ট্রাকচারাল লেসন নেই ।

ECG তে কোনও পরিবর্তন নেই । আলবুমিন 3.9, তবে অ্যামোনিয়ার মাত্রা 117 । রেনাল আউটপুট 100মিলি প্রতি ঘণ্টায় । Cr- 1.12, ইউরিয়া ও সোডিয়াম বেড়েছে । E. Coli ইনফেকশন রয়েছে মূত্রে, যা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেনসিটিভ । নতুনভাবে যে জ্বর এসেছে, তা ১০০ ফারেনহাইটের বেশি বাড়েনি ।

soumitra chatterjee health update
মেডিকেল বুলেটিনের অংশ, যেখানে অভিনেতার শারীরিক অসুবিধার কথাগুলো বলা হয়েছে
এই মুহূর্তে সৌমিত্রর নিউরো অ্যাসেসমেন্ট চলবে যেমন চলছিল । এনসেফ্যালোপ্যাথি চিকিৎসা চলবে । কোভিডের চিকিৎসাও চলছে যেমন চলবে । হার্ট রেট এবং ব্লাড প্রেসাসের উপর নজর রাখা হবে । স্নায়ুতে উন্নতি হওয়ার কারণে, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে আপাতত বাইরে রাখা হয়েছে সৌমিত্রকে ।

কলকাতা : আজ সকাল থেকেই সকলে উদ্বিগ্ন হয়ে আছেন । প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । শোনা যাচ্ছিল, আজ সকালে তাঁকে বাইপ্যাপের সাহায্য নিতে হয়েছিল । তবে বাইপ্যাপ কাজ না করায় নাকি তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার কথাও ভাবছিল চিকিৎসকের 15 জনের দল । তবে হাসপাতালে অফিশিয়াল বুলেটিনের অপেক্ষায় ছিলাম আমরা । এইমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ CEO প্রদীপ ট্যান্ডন আমাদের হাতে তুলে দিয়েছেন সেই মেডিকেল বুলেটিন ।


সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুটা অস্থির আর তন্দ্রাচ্ছন্ন হয়ে রয়েছেন । স্নায়ুর অবস্থার সামান্য উন্নত হয়েছে । ইনভেসিভ ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে তাঁকে । মস্তিষ্কে NCCT ও MRI করার পর কোনও ধরনের স্ট্রাকচারাল স্নায়ুজনিত অস্বাভাবিকতা সেখানে লক্ষ্য করা যায়নি । EEG পরীক্ষাতে ডিফিউজ় এনসেফ্যালোপ্যাথি দেখা গেছে । তবে সিজ়ার অ্যাক্টিভিটি কিংবা স্ট্রাকচারাল লেসন নেই ।

ECG তে কোনও পরিবর্তন নেই । আলবুমিন 3.9, তবে অ্যামোনিয়ার মাত্রা 117 । রেনাল আউটপুট 100মিলি প্রতি ঘণ্টায় । Cr- 1.12, ইউরিয়া ও সোডিয়াম বেড়েছে । E. Coli ইনফেকশন রয়েছে মূত্রে, যা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেনসিটিভ । নতুনভাবে যে জ্বর এসেছে, তা ১০০ ফারেনহাইটের বেশি বাড়েনি ।

soumitra chatterjee health update
মেডিকেল বুলেটিনের অংশ, যেখানে অভিনেতার শারীরিক অসুবিধার কথাগুলো বলা হয়েছে
এই মুহূর্তে সৌমিত্রর নিউরো অ্যাসেসমেন্ট চলবে যেমন চলছিল । এনসেফ্যালোপ্যাথি চিকিৎসা চলবে । কোভিডের চিকিৎসাও চলছে যেমন চলবে । হার্ট রেট এবং ব্লাড প্রেসাসের উপর নজর রাখা হবে । স্নায়ুতে উন্নতি হওয়ার কারণে, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে আপাতত বাইরে রাখা হয়েছে সৌমিত্রকে ।
Last Updated : Oct 13, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.