কলকাতা : EIMPA-র অক্লান্ত পরিশ্রম সার্থক । 1 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সঙ্গীত-আবৃত্তি- নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো চালু করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । খুলছে সিনেমা হলও । সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তর মুখে । দেরি করে হলেও, শেষমেশ হল তো !
বিগত কয়েক মাস রাতের ঘুম উড়ে গিয়েছিল পিয়ার । রাজ্য জুড়ে এতগুলো সিনেমা হল খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরে একের পর এক চিঠি পাঠিয়েছিলেন তিনি । খুব হতাশ হয়েছিলেন সদুত্তর না পেয়ে । কিন্তু তাও তিনি হাল ছাড়েননি । তাই মুখ্যমন্ত্রীর সিনেমা হল খোলার সিদ্ধান্তে খুবই খুশি পিয়া ।
পিয়াকে যোগাযোগ করা হলে তিনি ETV ভারত সিতারাকে এক গাল হাসি নিয়ে বলেন, "দম পেয়েছি । কেন্দ্র থেকে কোনও অনুমতি পাইনি যদিও । এই অনুমতিটা পুরোপুরি রাজ্যই দিয়েছে । আমাদের সিনেমা হলের সব লাইসেন্স রাজ্য থেকেই হয় । এটা একেবারেই মমতা ব্যানার্জির কৃতিত্ব । আমাদের বিনোদন জগতের পাশে দাঁড়ানোর জন্য আমরা ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।"
পিয়া আরও বলেন, "পুজোর আগে আমরা লক্ষাধিক মানুষ, আমাদের প্রত্যেকের মুখে উনি হাসি ফুটিয়েছেন । সব জায়গায় যখন কাজকর্ম চলছে, একমাত্র বিনোদন জগৎ অচল হয়ে পড়েছিল । সেই জায়গায় এতগুলো লোকের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ওঁকে অনেক ধন্যবাদ ।"
উত্তরে পিয়া আমাদের বলেন, "সেটা সোমবারের আগে আমি কিছু বলতে পারব না । হঠাৎ করেই অনুমতিটা পেয়েছি আমরা । যাঁদের ছবি মুক্তির জন্য তৈরি, তাঁদের ছবি প্রচারের একটা ব্যাপার থাকে । তবে আমার মনে হয় না কোনও বড় ছবি মুক্তি পাবে । আমার মনে হয় ছোটো কোনও ছবি রিলিজ় করবে ।"
এতদিনের এত পরিশ্রম, প্রতীক্ষা আজ সার্থক পিয়ার ।