ETV Bharat / sitara

শুটিং শুরু 'টনিক'-এর, ছবি শেয়ার করলেন দেব - Dev latest news

শুটিং শুরু হল 'টনিক'-এর। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব-পরাণ বন্দ্যোপাধ্য়ায়-শকুন্তলা বড়ুয়া।

Tonic Bengali Film
author img

By

Published : Nov 15, 2019, 3:13 PM IST

কলকাতা : কয়েকদিন আগেই দেব 'টনিক'-এর স্ক্রিপ্ট রিডিং সেশনের দু'টো ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবিতে তাঁকে দেখা গেছিল পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও অন্যটিতে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। আর আজ শুরু সেই ছবির শুটিং। 'টনিক' অভিজিতের প্রথম ছবি।

ছবির একটি পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, "আজ থেকে নতুন শুরু। ডেবিউট্যান্ট পরিচালক অভিজিৎ সেনকে স্বাগত জানাই।"

এই পোস্টার শেয়ার করার কিছুক্ষণ পর দেব আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন কালিম্পং থেকে। সেখানেই চলছে 'টনিক'-এর শুটিং। ক্যাপশনে দেব লিখেছেন, "আজকে আমাদের টনিক এর প্রথম দিন এর শ্যুটিং শুরু হলো , স্বাগত জানাই আমাদের পরিচালক অভিজিৎ সেন-কে , তার এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে , শুভকামনা রইলো ।"

'টনিক' মুক্তি পাচ্ছে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর প্রযোজনায়। 2020 সালে মুক্তি পাবে এই ছবিটি। অপেক্ষায় দর্শক।

কলকাতা : কয়েকদিন আগেই দেব 'টনিক'-এর স্ক্রিপ্ট রিডিং সেশনের দু'টো ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবিতে তাঁকে দেখা গেছিল পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও অন্যটিতে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। আর আজ শুরু সেই ছবির শুটিং। 'টনিক' অভিজিতের প্রথম ছবি।

ছবির একটি পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, "আজ থেকে নতুন শুরু। ডেবিউট্যান্ট পরিচালক অভিজিৎ সেনকে স্বাগত জানাই।"

এই পোস্টার শেয়ার করার কিছুক্ষণ পর দেব আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন কালিম্পং থেকে। সেখানেই চলছে 'টনিক'-এর শুটিং। ক্যাপশনে দেব লিখেছেন, "আজকে আমাদের টনিক এর প্রথম দিন এর শ্যুটিং শুরু হলো , স্বাগত জানাই আমাদের পরিচালক অভিজিৎ সেন-কে , তার এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে , শুভকামনা রইলো ।"

'টনিক' মুক্তি পাচ্ছে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর প্রযোজনায়। 2020 সালে মুক্তি পাবে এই ছবিটি। অপেক্ষায় দর্শক।

Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: কিছুদিন আগেই শোনা গেছিল অভিনেতা দেব ফের একবার এসভিএফ এর সঙ্গে জুটি বেঁধে ছবিতে অভিনয় করতে চলেছেন। তবে এবার একদম নতুন পরিচালক না হলেও তার নাম এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবার মুখেই ঘুরছে।আর তিনি হলেন পরিচালক ধ্রুব ব্যানার্জি। ইতিমধ্যেই যার দুটি ছবি গুপ্তধনের সন্ধানে এবং দূর্গেশগড়ের গুপ্তধন দর্শকদের প্রশংসা পেয়েছে এবং ব্যবসায়িক দিক থেকে চূড়ান্ত সাফল্য পেয়েছে। এরপর গত 29 তারিখ অভিনেতা দেব তার সোশ্যাল মিডিয়াতে দুটি ছবি শেয়ার করেন। যার একটি ছবিতে তাকে দেখা যায় অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় সঙ্গে এবং অপর ছবিতে তাকে দেখা যায় নবাগত পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। দর্শক মহলে নানা ধরনের জল্পনা ঘুরছিল,আর আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা দেব ঘোষণা করলেন যে তিনি অভিনয় করতে চলেছেন অভিজিৎ সেন পরিচালিত প্রথম ছবি টনিক এ। এই ছবিতে অভিনেতা দেব কে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়ার মতন বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। টনিক ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক অতনু রায় চৌধুরী। আর আজ শুটিং শুরু হওয়ার মুখে কালিম্পং থেকে তার সোশ্যাল মিডিয়াতে দেব একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে অতনু রায় চৌধুরী এবং নবাগত পরিচালক অভিজিৎ সেন এর সঙ্গে। যেখানে তারা শুটিং শুরুর আগেই দর্শকদের কাছ থেকে অপরিসীম ভালোবাসা চাইছেন এবং সামনের বছরে তাদের এই ছবিটি মুক্তি পাবে সেরম ঘোষণা করেন।


Body:স্টিল কফি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.