ETV Bharat / sitara

বড়দিনে মিষ্টিমুখ করাবেন মৈনাক, সঙ্গে অপরাজিতা ও মধুমিতা

author img

By

Published : Dec 3, 2020, 1:49 PM IST

মা অপরাজিতা আঢ্য এবং মেয়ে মধুমিতা সরকার । মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে মিষ্টি ছবি 'চিনি' ।

Aparajita Adhyay and Madhumita Sircar in Chini
Aparajita Adhyay and Madhumita Sircar in Chini

কলকাতা : এই প্রথম মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারকে । ছবির নাম 'চিনি' । পরিচালনার দায়িত্বে মৈনাক ভৌমিক । SVF এন্টারটেনমেন্টস প্রযোজিত 'চিনি' মুক্তি পাচ্ছে বড়দিনে ।


বরাবরই সম্পর্কভিত্তিক ছবি তৈরি করার ব্যাপারে সিদ্ধহস্ত মৈনাক । সে ভাই-বোনের সম্পর্কই হোক, কিংবা প্রেম, বন্ধুত্ব... সম্পর্ককে নানা আঙ্গিকে দর্শকের সামনে উপস্থাপনা করেছেন তিনি । এবার তিনি বলবেন মা-মেয়ের গল্প। বাস্তবভিত্তিক এই ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন মা অপরাজিত আঢ্য ও মেয়ে মধুমিতা সরকার । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ দাস ।

বাঙালি পরিবারের ওঠানামাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে 'চিনি' । ছবি সম্পর্কে মৈনাক ETV ভারতকে বলেন, "মা ও মেয়ের টক-ঝাল-মিষ্টি সম্পর্কের গল্প বলবে এই ছবি । মানুষের অনুভূতির কথা বলবে । এই ছবিটি বানানোর উদ্দেশ্য একটাই, মানুষ যাতে একাত্ম হতে পারে ছবির গল্পের সঙ্গে । আমার অপরাজিতাদির সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে । ছবিতে মধুমিতা ও সৌরভও খুব ভালো কাজ করেছেন । আমার আশা, মানুষের এই ছবি ভালো লাগবে ।"

"এই বছরটা খুব অন্যরকম আমাদের প্রত্যেকের জীবনে । অনেককিছু খারাপ ঘটে গিয়েছে এই বছরে । তাই আমরা দর্শককে ইতিবাচক কিছু দেওয়ার চেষ্টা করছি । 'চিনি' তেমনই একটি কাজ," বললেন প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি । ছবির ট্যাগলাইন, 'মিষ্টি মা, চিনি মেয়ে' ।

কলকাতা : এই প্রথম মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারকে । ছবির নাম 'চিনি' । পরিচালনার দায়িত্বে মৈনাক ভৌমিক । SVF এন্টারটেনমেন্টস প্রযোজিত 'চিনি' মুক্তি পাচ্ছে বড়দিনে ।


বরাবরই সম্পর্কভিত্তিক ছবি তৈরি করার ব্যাপারে সিদ্ধহস্ত মৈনাক । সে ভাই-বোনের সম্পর্কই হোক, কিংবা প্রেম, বন্ধুত্ব... সম্পর্ককে নানা আঙ্গিকে দর্শকের সামনে উপস্থাপনা করেছেন তিনি । এবার তিনি বলবেন মা-মেয়ের গল্প। বাস্তবভিত্তিক এই ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন মা অপরাজিত আঢ্য ও মেয়ে মধুমিতা সরকার । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ দাস ।

বাঙালি পরিবারের ওঠানামাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে 'চিনি' । ছবি সম্পর্কে মৈনাক ETV ভারতকে বলেন, "মা ও মেয়ের টক-ঝাল-মিষ্টি সম্পর্কের গল্প বলবে এই ছবি । মানুষের অনুভূতির কথা বলবে । এই ছবিটি বানানোর উদ্দেশ্য একটাই, মানুষ যাতে একাত্ম হতে পারে ছবির গল্পের সঙ্গে । আমার অপরাজিতাদির সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে । ছবিতে মধুমিতা ও সৌরভও খুব ভালো কাজ করেছেন । আমার আশা, মানুষের এই ছবি ভালো লাগবে ।"

"এই বছরটা খুব অন্যরকম আমাদের প্রত্যেকের জীবনে । অনেককিছু খারাপ ঘটে গিয়েছে এই বছরে । তাই আমরা দর্শককে ইতিবাচক কিছু দেওয়ার চেষ্টা করছি । 'চিনি' তেমনই একটি কাজ," বললেন প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি । ছবির ট্যাগলাইন, 'মিষ্টি মা, চিনি মেয়ে' ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.