ETV Bharat / sitara

প্রকৃতির কোলে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে পরিচালক অনিকেত - অনিকেত চ্যাটার্জির খবর

কোরোনা ভাইরাসের দাপটে গৃহবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ । বাড়িতেই দিনযাপন করছেন গল্পের বই পড়ে, সিনেমা দেখে, প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে কিংবা লেখালেখি করে । এমন অবস্থায় 'বাই বাই ব্যাংকক', 'কবীর', 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁর গ্রামের বাড়িতে, জানালেন ETV ভারত সিতারাকে ।

aniket chattopadhyay self quarantine
aniket chattopadhyay self quarantine
author img

By

Published : Mar 21, 2020, 7:03 PM IST

Updated : Mar 22, 2020, 4:46 PM IST

কলকাতা : অনেক জায়গায় এমন বলা হচ্ছে যে, মানুষকে গৃহবন্দী করে প্রকৃতি যেন নিজেই নিজেকে শুদ্ধ করে নিচ্ছে । বলা হচ্ছে, মাদার আর্থ ইজ হিলিং । এই সময় দূষণের পরিমাণ অনেকটাই কমে গেছে গাড়িঘোড়া না চলার কারণে । তাই খোলা প্রকৃতিতে নিজেকে উজাড় করছেন কেউ কেউ । তাঁদের মধ্যে অনিকেতও একজন ।

অনিকেত চলে গেছেন তাঁর দেশের বাড়ি বীরভূমে । মাঝেমধ্যেই সেখানে যান তিনি, তবে এবার গেছেন সেল্ফ কোয়ারেন্টাইনড হয়ে । পরিচালক আমাদের বললেন, "আমি তো মাঝেমধ্যেই বীরভূমে চলে আসি । এখানে বারবার ফিরে আসতে আমার ভালো লাগে । এখন তো শাহানারও (অনিকেতের স্ত্রী, কলেজের অধ্যাপিকা) ছুটি আছে । তাই আমরা দু'টিতে মিলে চলে এসেছি এখানে । প্রকৃতির মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছি । গাছপালার মাঝে বসে বই পড়ছি, কাজ করছি ।"

aniket chattopadhyay self quarantine
গ্রামের বাড়িতে চারপেয়ে সদস্যদের সঙ্গে...

1 মে মুক্তি পাওয়ার কথা ছিল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র । তবে কোরোনার থাবায় এখন স্থগিত সেই ছবির মুক্তি । দেবের প্রযোজনায় তৈরি সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জি ও অর্পিতা চ্যাটার্জি ।

কলকাতা : অনেক জায়গায় এমন বলা হচ্ছে যে, মানুষকে গৃহবন্দী করে প্রকৃতি যেন নিজেই নিজেকে শুদ্ধ করে নিচ্ছে । বলা হচ্ছে, মাদার আর্থ ইজ হিলিং । এই সময় দূষণের পরিমাণ অনেকটাই কমে গেছে গাড়িঘোড়া না চলার কারণে । তাই খোলা প্রকৃতিতে নিজেকে উজাড় করছেন কেউ কেউ । তাঁদের মধ্যে অনিকেতও একজন ।

অনিকেত চলে গেছেন তাঁর দেশের বাড়ি বীরভূমে । মাঝেমধ্যেই সেখানে যান তিনি, তবে এবার গেছেন সেল্ফ কোয়ারেন্টাইনড হয়ে । পরিচালক আমাদের বললেন, "আমি তো মাঝেমধ্যেই বীরভূমে চলে আসি । এখানে বারবার ফিরে আসতে আমার ভালো লাগে । এখন তো শাহানারও (অনিকেতের স্ত্রী, কলেজের অধ্যাপিকা) ছুটি আছে । তাই আমরা দু'টিতে মিলে চলে এসেছি এখানে । প্রকৃতির মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছি । গাছপালার মাঝে বসে বই পড়ছি, কাজ করছি ।"

aniket chattopadhyay self quarantine
গ্রামের বাড়িতে চারপেয়ে সদস্যদের সঙ্গে...

1 মে মুক্তি পাওয়ার কথা ছিল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র । তবে কোরোনার থাবায় এখন স্থগিত সেই ছবির মুক্তি । দেবের প্রযোজনায় তৈরি সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জি ও অর্পিতা চ্যাটার্জি ।

Last Updated : Mar 22, 2020, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.