কলকাতা : আজই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলার । কিজ়ি ও ম্যানির সম্পর্ক ও জীবনের সঙ্গে লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে এই ট্রেলারে ।
ট্রেলারটি দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন ফ্যানরা । অবশেষে আজ মুক্তি পায় বহু প্রতিক্ষীত সেই ট্রেলার । আর এই ট্রেলার দেখে আবেগে ভাসেন অনুরাগীরা । তবে শুধুমাত্র ফ্যানরাই নন । এই ট্রেলারের অপেক্ষায় ছিলেন বহু বলি তারকাও । ট্রেলার দেখার পর নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন সবাই । সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করেছেন অনুষ্কা শর্মা, রাজকুমার রাও, মৌনি রায়, পরিণীতি চোপড়া, রীতেশ দেশমুখ সহ আরও অনেক তারকা ।
বলি তারকাদের পাশাপাশি এই ট্রেলার দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি স্বস্তিকা মুখার্জিও । আবেগে ভাসেন তিনিও । টুইটারে ট্রেলারটি শেয়ার করার সঙ্গে তিনি লেখেন, "মুখে হাসি ও চোখে জল নিয়ে ট্রেলারটি দেখলাম । আশাকরি তোমার ভালো লেগেছে । আশাকরি সুশান্ত, আমাদের ম্যানি আমাদের দেখে হাসছে ।"
-
Watched the trailer both with a smile and tears. Here’s hoping that you’d like it too. Hoping that Sushant, our Manny, is smiling at us. From wherever he is. #DilBecharaTrailer is out now!
— Swastika Mukherjee (@swastika24) July 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
https://t.co/G5RJm1N17j @CastingChhabra @sanjanasanghi96 @DisneyplusHSVIP
">Watched the trailer both with a smile and tears. Here’s hoping that you’d like it too. Hoping that Sushant, our Manny, is smiling at us. From wherever he is. #DilBecharaTrailer is out now!
— Swastika Mukherjee (@swastika24) July 6, 2020
https://t.co/G5RJm1N17j @CastingChhabra @sanjanasanghi96 @DisneyplusHSVIPWatched the trailer both with a smile and tears. Here’s hoping that you’d like it too. Hoping that Sushant, our Manny, is smiling at us. From wherever he is. #DilBecharaTrailer is out now!
— Swastika Mukherjee (@swastika24) July 6, 2020
https://t.co/G5RJm1N17j @CastingChhabra @sanjanasanghi96 @DisneyplusHSVIP
ট্রেলারে সুশান্ত ও সঞ্জনার পাশাপাশি দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখার্জিকে । কিজ়ির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যদিও ট্রেলার বা ছবি কোনওটাই আর দেখা হল না সুশান্তের । তার আগেই চিরনিদ্রায় চলে গেলেন তিনি । তবে এই ট্রেলারের অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা । আর সেই কারণে ট্রেলার মুক্তির কয়েক মিনিটের মধ্যেই 1 লাখ ছাড়িয়ে যায় ভিউয়ার্স সংখ্যা ।
24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । এখন তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ।