কলকাতা, 12 ডিসেম্বর: বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য 'মাই সিনেমাহল' আয়োজন করল ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব (Virtual Film Festival) 'মাই সিনেমা গ্লোবাল চলচ্চিত্র উৎসব' (My Cinema Global Film Festival)-এর। দ্বিতীয় বারের জন্য ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছে 'মাই সিনেমাহল'। এবার তাদের ব্যাপ্তি আন্তর্জাতিক চলচ্চিত্র ক্ষেত্র । এই অনলাইন চলচ্চিত্র উৎসবে সমস্ত চলচ্চিত্র দেখানো হবে মাই সিনেমাহলের পাইরেসি প্রোটেক্টেড অনলাইন মাধ্যমে । আন্তর্জাতিক স্তরের দর্শকদের নিরাপত্তা যুক্ত চলচ্চিত্র উপভোগের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই চলচ্চিত্র উৎসব রীতিমতো উপভোগ্য হতে চলেছে বলেই আশা করছে নির্মাতা গোষ্ঠী ।
চলচ্চিত্র উৎসবে তিনটি প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে ৷ মাই স্টোরি (ফিচার ছবি বিভাগ), মাই শর্টস (ছোট ছবি বিভাগ) ও মাই ফ্রেমস (নভেল ছবি বিভাগ)। এই সব বিভাগে অংশগ্রহণ করতে পারবেন পরিচালকরা । বিভিন্ন আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়, চলচ্চিত্র বিষয়ক ব্যতিক্রমী বিভিন্ন বিষয় এবং যেকোনও গুরুত্বপূর্ণ বিষয়কেন্দ্রিক ছবি, মোবাইল ও গো প্রো ক্যামেরায় শুট করা ছবি এই চলচ্চিত্র উৎসবে বিশেষ ভাবে সমাদৃত হবে বলেই আশা করছেন আয়োজকরা ।
এবিষয়ে বলতে গিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক এবং মাই সিনেমা গ্লোবাল চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি সদস্য অতনু ঘোষ বলেন, "আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে দৃষ্টান্ত গড়ার ক্ষেত্রে এই চলচ্চিত্র উৎসব নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক সুবর্ণ সুযোগ । আমি এই চলচ্চিত্র উৎসব আয়োজকদের অসংখ্য শুভেচ্ছা জানাই, আমি চাই প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হোক ।"
আরও পড়ুন: Kolkata Book Fair & Film Festival : আগামী বছরের শুরুতেই বইমেলা ও চলচ্চিত্র উৎসব, ঘোষণা রাজ্য সরকারের
বিগত বছরেই মাই সিনেমাহল আয়োজন করে বাংলা ছোট ছবির চলচ্চিত্র উৎসব 'মাই শর্টস'। দর্শক, সমালোচক সর্বোপরি চলচ্চিত্র নির্মাতাদের তরফে বিপুল সাফল্য লাভের পর এ বছর আন্তর্জাতিক স্তরে চলচ্চিত্র উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছেন উদ্যোক্তারা। এক মাস ধরে চলবে এই চলচ্চিত্র উৎসব । এরপর অন লাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘোষণা করা হবে বিজেতাদের নাম ।
এ বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাই সিনেমা গ্লোবাল বিষয়ে বলতে গিয়ে মাই সিনেমাহলের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর কল্যাণময় চট্টোপাধ্যায় বললেন, "বিগত বছরের ছোট ছবির চলচ্চিত্র উৎসবের সাফল্যের অনুপ্রেরণায় এ বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছি আমরা । এই চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়ে আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র পরিচালকদের নিজেদের কাজ দর্শকের সামনে তুলে ধরার সুযোগ করে দিচ্ছি আমরা । ইতিমধ্যেই ফ্রান্স, স্পেন ও ব্রাজিল থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি । এই চলচ্চিত্র উৎসবে ফিচার ছবি, ছোট ছবি ও ডকুমেন্টারি সমস্ত রকমের ছবি আমরা দেখাতে চলেছি ।"
এ বছরের চলচ্চিত্র উৎসবে জুরি প্যানেলে থাকছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষ, জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক অর্ঘ্যকমল মিত্র, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শব্দ পরিকল্পক বিশ্বদীপ চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্য ব্যাক্তিত্ব সোহাগ সেন (Sohag Sen)। জুরি সদস্য বিশ্বদীপ বলেন, "ভারত তথা বিশ্বের চলচ্চিত্র পরিবেশনার জন্য মাই সিনেমা গ্লোবাল এক আদর্শ চলচ্চিত্র উৎসব ।"
আরও পড়ুন: IFFI : মার্কিন ও হাঙ্গেরির চিত্রনির্মাতাকে সত্যজিৎ রায় পুরস্কার, বিশেষ সম্মান হেমা-প্রসূনকে
চলচ্চিত্র উৎসবের নির্মাতাদের স্থির বিশ্বাস, এই চলচ্চিত্র উৎসব ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের নিশ্চিত ভাবে অনুপ্রাণিত করবে ।
মাই সিনেমাহলের অপারেশনাল ম্যানেজার যাত্রিক চক্রবর্তী বলেন, "এ বছরের চলচ্চিত্র উৎসব ভারত তথা বিশ্বের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য আয়োজিত হয়েছে । কেবল তাঁদের অনুপ্রেরণা জোগানো নয়, এই চলচ্চিত্র উৎসব নতুন চলচ্চিত্র পরিচালকদের নিজস্ব দর্শক নির্মাণেও সাহায্য করবে । আমি নিজে একজন চলচ্চিত্র পরিচালক, আমি জানি এই সুযোগ যে কোনও পরিচালকের জন্য কতটা জরুরি ।"
চলচ্চিত্র উৎসবে ছবি জমা করার শেষ দিন আগামী 31 ডিসেম্বর ।