ETV Bharat / sitara

ব্রিসবেনে পাড়ি দিচ্ছে সৃজিতের 'ভিঞ্চি দা' - Nominated

ফিঙ্গার ক্রসড করে রেখেছেন পরিচালক সৃজিত মুখার্জি । জানালেন, এই মাসটা তাঁর জন্য খুব ভালো । 'এক যে ছিল রাজা'-র জাতীয় পুরস্কার জেতার পর এবার 'ভিঞ্চি দা' পাড়ি দিল ব্রিসবেনে ।

ভিঞ্চি দা
author img

By

Published : Aug 20, 2019, 12:09 PM IST

কলকাতা : কয়েকদিন আগেই সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে 'এক যে ছিল রাজা' । এবার খবর এল ব্রিসবেনে আয়োজিত 13 তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে 'ভিঞ্চি দা' । তাই এই মাসটা তাঁর জন্য অনেক ভালো বলেই জানালেন পরিচালক সৃজিত মুখার্জি ।

ETV ভারত সিতারাকে সৃজিত বলেন, "খুব ভালো লাগছে । এই মাসটা আমার জন্য খুব ভালো । কিছুদিন আগে এক যে ছিল রাজা জাতীয় পুরস্কার পেল । গুমনামির টিজ়ার বেরোল । আশা করি, আগামী মাসগুলিতেও কিছু ফেস্টিভালে ভিঞ্চি দা, গুমনামির সিলেকশনস হবে । তাই ফিঙ্গার ক্রসড ।"

এবছরের 12 এপ্রিল মুক্তি পেয়েছিল 'ভিঞ্চি দা' । ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : কয়েকদিন আগেই সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে 'এক যে ছিল রাজা' । এবার খবর এল ব্রিসবেনে আয়োজিত 13 তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে 'ভিঞ্চি দা' । তাই এই মাসটা তাঁর জন্য অনেক ভালো বলেই জানালেন পরিচালক সৃজিত মুখার্জি ।

ETV ভারত সিতারাকে সৃজিত বলেন, "খুব ভালো লাগছে । এই মাসটা আমার জন্য খুব ভালো । কিছুদিন আগে এক যে ছিল রাজা জাতীয় পুরস্কার পেল । গুমনামির টিজ়ার বেরোল । আশা করি, আগামী মাসগুলিতেও কিছু ফেস্টিভালে ভিঞ্চি দা, গুমনামির সিলেকশনস হবে । তাই ফিঙ্গার ক্রসড ।"

এবছরের 12 এপ্রিল মুক্তি পেয়েছিল 'ভিঞ্চি দা' । ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:এই আগস্ট মাসটা পরিচালক সৃজিৎ মুখার্জির জন্য খুবই ভালো। কিছুদিন আগেই সৃজিত পরিচালিত 'এক যে ছিল রাজা' পেল জাতীয় পুরস্কার। এবার তাঁর অন্য একটি ছবি 'ভিঞ্চি দা' যাচ্ছে ব্রিসবেনে আয়োজিত ১৩তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে। সেখানে মনোনীত হয়েছে ছবিটি। এই আনন্দের সংবাদ সৃজিত ভাগ করে নিলেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:সৃজিত বললেন, "খুব ভালো লাগছে। এই মাসটা আমার জন্য খুব ভালো। কিছুদিন আগে জাতীয় পুরস্কার পেল আমার ছবি 'এক যে ছিল রাজা'। তারপর গুমনামীর টিজার বেরোলো। আশা করি আগামী মাসগুলোতেও কিছু ফেস্টিভাল সিলেকশনস হবে 'ভিঞ্চি দা', 'গুমনামী'র জন্য। তাই ফিঙ্গারস ক্রস্টড।"


Conclusion:এই বছরের এপ্রিল মাসের ১২ তারিখ, অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক আগেই মুক্তি পেয়েছিল সৃজিৎ পরিচালিত এবং রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত 'ভিঞ্চিদা'। এই ছবির হাত ধরেই থ্রিলাররূপী সৃজিতকে ফিরে পেয়েছিল দর্শক। ছবিটি ব্রিসবেনের এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। এর জন্য ETV ভারত সিতারার পক্ষ থেকে সৃজিতকে অল দা বেস্ট।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.