ETV Bharat / sitara

লকডাউনে মুম্বইতে রয়েছেন বিক্রম - undefined

ETV ভারতকে বিক্রম বলেন, "মুম্বই, তথা সারা বিশ্বের অবস্থা এখন খুব খারাপ । তবে বাড়িতে থেকেও অনেক কাজ করছি এখানে । আমরা দুটো ছেলে বাড়িতে রয়েছি । ঘরের সব কাজ ও রান্না করে নিজেদের ব্যস্ত রাখছি । সেখানে সমস্যা নয় । সমস্যা হল, কবে থেকে সবকিছু আবার স্বাভাবিক হবে ।"

sdf
dfs
author img

By

Published : Apr 21, 2020, 3:30 PM IST

Updated : Apr 22, 2020, 4:29 PM IST

কলকাতা : এই মুহূর্তে মুম্বইরের আন্ধেরি ইস্ট এলাকায় এক বন্ধুর বাড়িতে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি । দেড়মাস ধরে সেখানেই রয়েছেন তিনি । দেশজুড়ে লকডাউনর জারি থাকায় সেখান থেকে কলকাতায় ফিরতে পারেননি ।

এ প্রসঙ্গে ETV ভারতকে বিক্রম বলেন, "মুম্বই, তথা সারা বিশ্বের অবস্থা এখন খুব খারাপ । তবে বাড়িতে থেকেও অনেক কাজ করছি এখানে । আমরা দুটো ছেলে বাড়িতে রয়েছি । ঘরের সব কাজ ও রান্না করে নিজেদের ব্যস্ত রাখছি । সেখানে সমস্যা নয় । সমস্যা হল, কবে থেকে সবকিছু আবার স্বাভাবিক হবে ।"

ে্ি
.

এছাড়া, লকডাউনের মধ্যে বাড়িতে বসে প্রচুর সিনেমা দেখছেন বলে জানিয়েছেন বিক্রম । বলেন, "গান শুনছি, ওয়েব সিরিজ় ও সিনেমা দেখছি । একটা বিষয় নিয়ে লেখালিখি করছি । সেটা লেখার জন্য সময়ও পেলাম ।"

তবে বিনোদন জগতের মানুষরা মুম্বই যান নিজেদের স্বপ্নপূরণ করতে । বিক্রমও সেই কারণেই পাড়ি দিয়েছিলেন মুম্বইতে ? এ প্রসঙ্গে বিক্রম বলেন, "আমি এখানে কিছু মিটিং করতে এসেছিলাম । কিছু কাজর ব্যাপারে মিটিং হচ্ছিল । এই সময় তো সব কাজই বন্ধ হয়ে গেল । কাজকে মিস করছি । প্রথম কয়েকটা দিন মনে হচ্ছিল রেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু এখন সেটা মুম্বইয়ে দেড়মাস হয়ে গিয়েছে ।"

ে্ি
.

বিক্রমের বাবা-মা, বোন ও বন্ধুরা সবাই কলকাতায় রয়েছেন । তাঁদের খুবই মিস করছেন বিক্রম । বলেন, "সকলেই ভালো আছেন, সুস্থ আছেন ।" মুম্বইয়ের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "কিছু মানুষ আছেন, যাঁরা নিয়ম ভাঙছেন । কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা চলছে । প্রশাসন কাজ করছে । বেশিরভাগ লোকজন বাড়িতেই রয়েছেন । খুব কম লোককে বাইরে বেরোতে দেখছি । তবে এত বড় জনসংখ্যাকে বোঝানো মুশকিল । আমরাও দরকার না হলে বেরোচ্ছি না । শুধু প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হলে কিনে আনছি ।"

কলকাতা : এই মুহূর্তে মুম্বইরের আন্ধেরি ইস্ট এলাকায় এক বন্ধুর বাড়িতে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি । দেড়মাস ধরে সেখানেই রয়েছেন তিনি । দেশজুড়ে লকডাউনর জারি থাকায় সেখান থেকে কলকাতায় ফিরতে পারেননি ।

এ প্রসঙ্গে ETV ভারতকে বিক্রম বলেন, "মুম্বই, তথা সারা বিশ্বের অবস্থা এখন খুব খারাপ । তবে বাড়িতে থেকেও অনেক কাজ করছি এখানে । আমরা দুটো ছেলে বাড়িতে রয়েছি । ঘরের সব কাজ ও রান্না করে নিজেদের ব্যস্ত রাখছি । সেখানে সমস্যা নয় । সমস্যা হল, কবে থেকে সবকিছু আবার স্বাভাবিক হবে ।"

ে্ি
.

এছাড়া, লকডাউনের মধ্যে বাড়িতে বসে প্রচুর সিনেমা দেখছেন বলে জানিয়েছেন বিক্রম । বলেন, "গান শুনছি, ওয়েব সিরিজ় ও সিনেমা দেখছি । একটা বিষয় নিয়ে লেখালিখি করছি । সেটা লেখার জন্য সময়ও পেলাম ।"

তবে বিনোদন জগতের মানুষরা মুম্বই যান নিজেদের স্বপ্নপূরণ করতে । বিক্রমও সেই কারণেই পাড়ি দিয়েছিলেন মুম্বইতে ? এ প্রসঙ্গে বিক্রম বলেন, "আমি এখানে কিছু মিটিং করতে এসেছিলাম । কিছু কাজর ব্যাপারে মিটিং হচ্ছিল । এই সময় তো সব কাজই বন্ধ হয়ে গেল । কাজকে মিস করছি । প্রথম কয়েকটা দিন মনে হচ্ছিল রেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু এখন সেটা মুম্বইয়ে দেড়মাস হয়ে গিয়েছে ।"

ে্ি
.

বিক্রমের বাবা-মা, বোন ও বন্ধুরা সবাই কলকাতায় রয়েছেন । তাঁদের খুবই মিস করছেন বিক্রম । বলেন, "সকলেই ভালো আছেন, সুস্থ আছেন ।" মুম্বইয়ের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "কিছু মানুষ আছেন, যাঁরা নিয়ম ভাঙছেন । কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা চলছে । প্রশাসন কাজ করছে । বেশিরভাগ লোকজন বাড়িতেই রয়েছেন । খুব কম লোককে বাইরে বেরোতে দেখছি । তবে এত বড় জনসংখ্যাকে বোঝানো মুশকিল । আমরাও দরকার না হলে বেরোচ্ছি না । শুধু প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হলে কিনে আনছি ।"

Last Updated : Apr 22, 2020, 4:29 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.