হায়দরাবাদ, 8 মার্চ : সোশ্য়াল মিডিয়ায় স্ত্রী ক্যাটরিনাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেতা ভিকি কৌশল ৷ নিজের প্রোফাইল থেকে এদিন মা বীনা কৌশল এবং স্ত্রী ক্যাটরিনার একটা ছবি শেয়ার করেছেন তিনি (Vicky Kaushals Womens Day post ) ৷ ছবিতে দেখা যায় শাশুড়ি মা রীতিমত জড়িয়ে রেখেছেন ক্যাটকে ৷ নিজের ইনস্টা ফলোয়ারদের জন্য ছবিটি শেয়ার করে অভিনেতা এদিন লেখেন, 'আমার শক্তি, আমার পৃথিবী ৷'
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিন যে ছবিটি শেয়ার করেছেন ভিকি তা অবশ্য় আজকের নয় ৷ ছবিটি তোলা হয়েছিল নভেম্বরে, ভিকির মায়ের 60তম জন্মদিনে ৷ আর সেই কারণেই অভিনেত্রীর হাতে রয়েছে গিফটের প্যাকেট ৷ শুধু ভিকিই নন নারী দিবসের একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনাও ৷ ছবিতে তাঁকে দেখা গিয়েছে বোনেদের সঙ্গে ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "একটি পরিবারে অনেক নারী একসঙ্গে ৷ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচছা ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : নারী দিবসে দেখে নিন এমন কয়েক জন অভিনেত্রীকে যাঁরা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী
কাজের ক্ষেত্রে দেখতে গেলে আগামীতে ভিকিকে দেখা যাবে লক্ষণ উটেকরের নতুন রোমান্টিক ছবিতে ৷ যদিও এই ছবির এখনও নাম ঠিক হয়নি ৷ খবর অনুযায়ী তাঁর পরের ছবিতে তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করবেন ভিকি ৷ অন্যদিকে ক্যাটরিনার নতুন ছবি 'টাইগার 3' এর অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে ৷ এই ছবিতে বলিউডের ভাইজানের সঙ্গে ফের একবার জুটি বাঁধছেন অভিনেত্রী ৷