হায়দরাবাদ, 28 নভেম্বর: ডিসেম্বরেই সেই মাহেন্দ্রক্ষণ ৷ যখন দু‘হাত এক হচ্ছে বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের (Vicky Katrina wedding) ৷ এই খবর অনেকদিন থেকেই ঘুরছে সিনেপাড়ার আনাচে কানাচে ৷ তবে এ বার জানা গেল বিয়ের তারিখ ৷ শুধু তাই নয়, কতদিন ধরে চলবে অনুষ্ঠান, কবে হবে 'সঙ্গীত', 'সঙ্গীত' অনুষ্ঠানকে সাজিয়ে তোলার দায়িত্ব কাদের উপর পড়েছে, জানা গেল সে সব তথ্যও ৷
ক্যাট-ভিকির বিয়ের তারিখ
বিশেষ সূত্রে খবর, রাজস্থানে (Vicky Katrina Rajasthan wedding) ক্যাটরিনা ও ভিকির (vicky kaushal latest news) রাজকীয় বিয়ে আসর বসবে তিনদিনের জন্য ৷ 7 থেকে 9 ডিসেম্বর (Vicky Katrina wedding date) ৷ 7 ও 8 তারিখ হবে বাগদান, মেহন্দি ও 'সঙ্গীত' ৷ 'সঙ্গীত' হবে 7 তারিখ ৷ বলি তারকা জুটির 'সঙ্গীত' (Vicky Katrina sangeet) বলে কথা ৷ ফলে তা হবে একেবারে ফিল্মি স্টাইলেই ৷ কনেপক্ষ সেই অনুষ্ঠানে যে নাচগুলি পারফর্ম করবেন, তার কোরিয়োগ্রাফির দায়িত্ব পড়েছে বলিউডের প্রখ্যাত কোরিয়োগ্রাফার তথা প্রযোজক ফারহা খানের (Farah Khan choreographed Vicky Katrina sangeet) উপর ৷ ফারহা যদি কনের বাড়ির মাসি হন, তবে বরের ঘরের পিসো হলেন কেজেও, মানে চিত্রনির্মাতা করণ জোহর ৷ বসবে জমজমাট 'সঙ্গীত'-এর আসর ৷ জানা গিয়েছে, ডিসেম্বরের 9 তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই সেলেব কাপল ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর
কারা অতিথি ?
ভিকি ও ক্যাটের (vicky katrina wedding latest news) ঘনিষ্ঠ বন্ধু ফারহা ও করণ ছাড়াও বলিউডে তাঁদের অন্যান্য বন্ধুরাও রাজস্থানের রূপকথার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ৷ এখনও পর্যন্ত সেই নাম প্রকাশ্যে আনা হয়নি ৷ তবে সামনে এসেছে আরও দুটি নাম, যাঁরা বিয়েতে উপস্থিত থাকবেন ৷ চিত্রনির্মাতা শশাঙ্ক খৈতান (Shashank Khaitan) ও জোয়া আখতার ৷
ভিকি-ক্যাটের বিবাহবাসর
বেশ কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যৌথ প্রচেষ্টায় রাজস্থানে তিনদিনের বিবাহ অনুষ্ঠানের এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে ৷ এর জন্য চলতি মাসের শুরুর দিকে সিক্স সেনসেস বারওয়ারা কেল্লায় পরিদর্শনেও গিয়েছিল 10 সদস্যের একটি দল ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !
আয়োজন সারা ৷ সময়ও দোরগোড়ায় ৷ তবে এখনও বিয়ের ব্যাপারে সর্বসমক্ষে কোনও ঘোষণা করেনি তারকা জুটি ৷ তাঁরা নিজে এই সুখবরটা কবে দেন, সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা ৷ তবে জানা গিয়েছে, প্রথা মেনে বিয়ের আগে কোর্ট ম্যারেজটা আগে সেরে নেবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷
আরও পড়ুন: বি-টাউনের চর্চিত লাভ বার্ডস, যাদের বিয়ে নিয়ে কৌতুহল ভক্তমহলে