কলকাতা, 10 অক্টোবর : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ITU(ইনটেনসিভ থেরাপি ইউনিট)-তে স্থানান্তর করা হল । 85 বছর বয়সি এই অভিনেতাকে অক্সিজেনের সাপোর্টে রাখা হয়েছে । হাসপাতাল সূত্রে এমনই জানা গিয়েছে । কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে গত মঙ্গলবার থেকে তাঁর চিকিৎসা চলছে মিন্টোপার্কের কাছে অবস্থিত এই বেসরকারি হাসপাতালে ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , তাঁর ব্লাড প্রেসার কখনও বাড়ছে, কখনও কমে যাচ্ছে । তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ-ও কমে গিয়েছে । ব্লাড প্রেসার ওঠা-নামা করায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে শুক্রবার বেসরকারি ওই হাসপাতালের কেবিন থেকে তাঁকে সেখানকার ITU-তে স্থানান্তর করা হয়েছে । সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁকে অক্সিজেনের সাপোর্টে রাখা হয়েছে । আজ তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে । তাঁর চিকিৎসার জন্য বেসরকারি ওই হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ।
গত সপ্তাহে ভারতলক্ষ্মী স্টুডিয়োতে নিজের জীবনের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং শেষ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্র এবং বিনোদনজগতের সকল গুণীজনের উপস্থিতিতে শেষ হয়েছে সেই তথ্যচিত্রর কাজ । এরপর থেকেই শরীর বেশ দুর্বল হয়ে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের । কন্যা পৌলমী ফোন করে বাবার আগামী ছবির তারিখ বাতিল করেন ।
এরপর সৌমিত্রর কোরোনা পরীক্ষা করানো হয় । রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে মঙ্গলবার বেসরকারি ওই হাসপাতালে ভরতি করানো হয়। তাঁর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ় (COPD)-এর সমস্যা রয়েছে । গত বছর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এ সবের জেরে, কোনও ঝুঁকি না নিয়ে, কোরোনা ধরা পড়ার পরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকেন 8 জন । কোরোনা পজ়িটিভ হওয়ার পর গোটা বাড়ি স্যানিটাইজ় করা হয়েছে ইতিমধ্যেই ।