কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ু জনিত সমস্যার উন্নতি হচ্ছে । গত 36 ঘণ্টায় তাঁর জ্বর আসেনি । হেমোডাইন্যামিক্যালি স্থিতিশীল রয়েছেন তিনি । কলকাতার যে বেসরকারি হাসপাতালে তিনি ভরতি রয়েছেন সেখানকার CEO প্রদীপ ট্যান্ডন আজ একথা জানিয়েছেন ।
তিনি বলেন, "কিছুটা বিরক্তিভাব লক্ষ্য করা গিয়েছে সৌমিত্রবাবুর মধ্যে । যদিও তাঁর স্নায়ু জনিত সমস্যার উন্নতি হচ্ছে । 6 ঘণ্টার কম সময়ের জন্য ইন্টারমিটেন্ট নন ইনভেসিভ ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়া হয়েছে তাঁকে । তাঁর মস্তিষ্কে স্নায়ুজনিত কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি । MRI-তে তাঁর মস্তিষ্কে হাই প্রোটিন ভ্যালু ও মিনিমাল সেল কাউন্ট লক্ষ্য করা গিয়েছে । EEG-তে ডিফিউজ় এনসেফ্যালোপ্যাথি রয়েছে ।"
তিনি আরও বলেন, "সৌমিত্রবাবুর লিভার এই মুহূর্তে স্বাভাবিক । অ্যামোনিয়ার মাত্রা ধীরে ধীরে কমছে । ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে । গত 36 ঘণ্টায় নতুন করে জ্বর আসেনি তাঁর । হেমোডাইন্যামিক্যালি স্থিতিশীল আছেন তিনি । স্নায়ুর চিকিৎসা চলছে । ব্লাড প্রেসার ও হার্ট রেটের দিকে নজর রাখা হচ্ছে ।"
ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু । 1 অক্টোবর শুটিং শেষ হয় । তারপর 2 অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি । এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন মেয়ে পৌলমী । এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষা করানো হয় । 6 অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । এদিকে 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তিনি । গতকাল নেগেটিভ আসে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট । হেমোডাইন্যামিক্যালি এখন তিনি স্থিতিশীল রয়েছেন বলে আজ হাসপাতালের তরফে জানানো হয়েছে ।