কলকাতা : প্রথমত, এই গানেই মালুম হল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি 'গোত্র'-তে রয়েছে একটি দুষ্টু মিষ্টি প্রেম কাহিনি। যে প্রেম কাহিনি একদিকে স্থিরতার ও অন্যদিকে ততটাই অস্থিরতার। প্রেমে পড়ার মুহূর্তে যেমন একটা কনফিউজ়িং অবস্থা কাজ করে, এই গানেও সেই ভাব ফুটে উঠবে নাইজেল আর মানালির মধ্যে দিয়ে।
গানের মধ্যে রয়েছে আরও একটি চাঞ্চল্যকর দৃশ্য। অনুসূয়া মজুমদারকে এই গানে নাচতে দেখা যাবে। মানালি তাঁকে নাচ শিখিয়ে দিচ্ছে । অনুসূয়ার অসামান্য নৃত্য ভঙ্গিমা মুগ্ধ করবে দর্শককে।
আরও একটি গুরুত্বপূর্ণ ফ্রেম মনে রাখবে দর্শক। সেটি হল, নাইজেল আকারা ও মানালির বাইক রাইড। যেখানে মানালি বাইক চালাচ্ছেন এবং পিছনে বসে রয়েছেন নাইজেল। এই দৃশ্যটি উত্তম-সুচিত্রার সেই আইকনিক 'পথ যদি না শেষ হয়' গানের দৃশ্যকে মনে করিয়ে দেবে।
সবশেষে রয়েছে একটি ওডিসি নাচের কম্পোজিশন। যেখানে মধ্যমণি মানালি দে এবং তাঁকে নিষ্পলক দেখছেন নাইজেল আকারা। আর এই সব কিছুকে সুরের বাঁধনে বেঁধেছেন ছবির সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রবীন্দ্রনাথ ঠাকুরের নীল দিগন্তে গানটিতে আরও কিছুটা অংশ যুক্ত করে বেশ নতুন করে তৈরি করা হয়েছে গানটিকে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">