ETV Bharat / sitara

উত্তম-সুচিত্রাকে মনে করাল 'গোত্র' ছবির নতুন গান

গানটির ভিডিয়োটি দেখার পর মনে যেমন ফাগুনের দোলা লাগবে, তেমনই ধাপে ধাপে কড়া নাড়বে বেশ কিছু ভাব। প্রকাশ্যে এল 'গোত্র' ছবির গান 'নীল দিগন্তে'।

গোত্র
author img

By

Published : Jul 5, 2019, 10:35 PM IST

কলকাতা : প্রথমত, এই গানেই মালুম হল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি 'গোত্র'-তে রয়েছে একটি দুষ্টু মিষ্টি প্রেম কাহিনি। যে প্রেম কাহিনি একদিকে স্থিরতার ও অন্যদিকে ততটাই অস্থিরতার। প্রেমে পড়ার মুহূর্তে যেমন একটা কনফিউজ়িং অবস্থা কাজ করে, এই গানেও সেই ভাব ফুটে উঠবে নাইজেল আর মানালির মধ্যে দিয়ে।

গানের মধ্যে রয়েছে আরও একটি চাঞ্চল্যকর দৃশ্য। অনুসূয়া মজুমদারকে এই গানে নাচতে দেখা যাবে। মানালি তাঁকে নাচ শিখিয়ে দিচ্ছে । অনুসূয়ার অসামান্য নৃত্য ভঙ্গিমা মুগ্ধ করবে দর্শককে।

আরও একটি গুরুত্বপূর্ণ ফ্রেম মনে রাখবে দর্শক। সেটি হল, নাইজেল আকারা ও মানালির বাইক রাইড। যেখানে মানালি বাইক চালাচ্ছেন এবং পিছনে বসে রয়েছেন নাইজেল। এই দৃশ্যটি উত্তম-সুচিত্রার সেই আইকনিক 'পথ যদি না শেষ হয়' গানের দৃশ্যকে মনে করিয়ে দেবে।

সবশেষে রয়েছে একটি ওডিসি নাচের কম্পোজিশন। যেখানে মধ্যমণি মানালি দে এবং তাঁকে নিষ্পলক দেখছেন নাইজেল আকারা। আর এই সব কিছুকে সুরের বাঁধনে বেঁধেছেন ছবির সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রবীন্দ্রনাথ ঠাকুরের নীল দিগন্তে গানটিতে আরও কিছুটা অংশ যুক্ত করে বেশ নতুন করে তৈরি করা হয়েছে গানটিকে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : প্রথমত, এই গানেই মালুম হল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি 'গোত্র'-তে রয়েছে একটি দুষ্টু মিষ্টি প্রেম কাহিনি। যে প্রেম কাহিনি একদিকে স্থিরতার ও অন্যদিকে ততটাই অস্থিরতার। প্রেমে পড়ার মুহূর্তে যেমন একটা কনফিউজ়িং অবস্থা কাজ করে, এই গানেও সেই ভাব ফুটে উঠবে নাইজেল আর মানালির মধ্যে দিয়ে।

গানের মধ্যে রয়েছে আরও একটি চাঞ্চল্যকর দৃশ্য। অনুসূয়া মজুমদারকে এই গানে নাচতে দেখা যাবে। মানালি তাঁকে নাচ শিখিয়ে দিচ্ছে । অনুসূয়ার অসামান্য নৃত্য ভঙ্গিমা মুগ্ধ করবে দর্শককে।

আরও একটি গুরুত্বপূর্ণ ফ্রেম মনে রাখবে দর্শক। সেটি হল, নাইজেল আকারা ও মানালির বাইক রাইড। যেখানে মানালি বাইক চালাচ্ছেন এবং পিছনে বসে রয়েছেন নাইজেল। এই দৃশ্যটি উত্তম-সুচিত্রার সেই আইকনিক 'পথ যদি না শেষ হয়' গানের দৃশ্যকে মনে করিয়ে দেবে।

সবশেষে রয়েছে একটি ওডিসি নাচের কম্পোজিশন। যেখানে মধ্যমণি মানালি দে এবং তাঁকে নিষ্পলক দেখছেন নাইজেল আকারা। আর এই সব কিছুকে সুরের বাঁধনে বেঁধেছেন ছবির সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রবীন্দ্রনাথ ঠাকুরের নীল দিগন্তে গানটিতে আরও কিছুটা অংশ যুক্ত করে বেশ নতুন করে তৈরি করা হয়েছে গানটিকে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:গানটির ভিডিও দেখার পর মনে যেমন ফাগুনের দোলা লাগবে, তেমনই ধাপে ধাপে কড়া নাড়বে বেশ কিছু ভাব। প্রকাশ্যে এল 'গোত্র' ছবির গান 'নীল দিগন্তে'।


Body:প্রথমত, এই গানেই মালুম হল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত এই ছবিটিতে রয়েছে একটি দুষ্টু মিষ্টি প্রেম কাহিনি। যে প্রেম কাহিনী স্থিরতার ও অস্থিরের। অর্থাৎ, একটি সুন্দর প্রেমের উন্মোচন নাইজেল আকারা ও মালানি দের মধ্যে। তার মানে, এটি একটি সিনেমাটিক জুটি। যা দর্শক দেখতে পাবে অগাস্ট মাসে জন্মাষ্টমীর দিন শুভ মুক্তির পর। তারপর গানের মধ্যে রয়েছে আরও একটি চাঞ্চল্যকর দৃশ্য। বৃদ্ধা অনুসূয়া মজুমদার ও মানালি দের নৃত্যের দৃশ্য। এখানে অনুসূয়া মজুমদার অসামান্য ভঙ্গিমায় নৃত্য করছেন চঞ্চলা মানালি দের সঙ্গে। আশা করা যায়, এই দৃশ্যটি আগামী দিনেও দর্শক মনে রাখবে। আরও একটি গুরুত্বপূর্ণ ফ্রেম মনে রাখবে দর্শক। সেটি হল, নাইজেল আকারা ও মানালির বাইক রাইড। যেখানে মানালি বাইক চালাচ্ছেন এবং পিছনে বসে রয়েছেন নাইজেল। এই দৃশ্যটি উত্তম-সুচিত্রার সেই আইকনিক 'পথ যদি না শেষ হয়' গানের দৃশ্যকে মনে করিয়ে দেবে। সবশেষে রয়েছে একটি ওডিসি নাচের কম্পোজিশন। যেখানে মধ্যমণি মানালি দে এবং তাঁকে নিষ্পলক দেখছেন নাইজেল আকারা। আর এই সব কিছুকে সুরের বাঁধনে বেঁধেছেন ছবির সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় শ্রেয়া ঘোষালের কণ্ঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের নীল দিগন্তে গানটিতে আরও কিছুটা অংশ যুক্ত করে তা আরও কিছুটা শ্রুতিগোচর করে তোলা হয়েছে।


Conclusion:দেখুন ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.