ETV Bharat / sitara

"দুঃখ পেলে রবীন্দ্র সংগীত গাইতেন উত্তমকুমার" - সুজন নীল মুখার্জি

ছবিতে উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখার্জি । এছাড়াও, মহানায়কের বিপরীতে অভিনয় করা একাধিক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত ও মল্লিকা সিনহা রায়কে ।

ছবি
author img

By

Published : Nov 7, 2019, 8:27 PM IST

Updated : Nov 7, 2019, 8:34 PM IST

কলকাতা : বাঙালির আবেগের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন উত্তমকুমার । অরুণ কুমার থেকে মহানায়ক উত্তমকুমার হয়ে ওঠার ইতিহাস অনেকেই জানেন । কিন্তু, অফস্ক্রিনে কেমন ছিলেন মানুষটা ? তা নিয়ে দর্শকদের মনে কৌতুহলের শেষ নেই । আর তাঁর জীবনের সেই সব ছোটো ছোটো গল্প স্ক্রিনে তুলে ধরেছেন পরিচালক প্রবীর রায় । মহানায়কের জীবনীকে কেন্দ্র করে তৈরি করেছেন একটি ডকু ফিচার । নাম 'যেতে নাহি দিব' ।

ছবিতে উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখার্জি । এছাড়াও, মহানায়কের বিপরীতে অভিনয় করা একাধিক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত ও মল্লিকা সিনহা রায়কে । সম্প্রতি ETV ভারত সিতারার মুখোমুখি হয়েছিলেন সুজন নীল । ছবিটি করতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে তা আমাদের সঙ্গে শেয়ার করে নেন তিনি ।

উত্তমকুমারকে অনেকটা কাছ থেকে দেখেছিলেন পরিচালক প্রবীর রায় । সেই অভিজ্ঞতাগুলিকেই স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন তিনি । সুজন নীল বলেন, "প্রবীরদা উত্তমকুমারকে খুব কাছ থেকে দেখেছেন । মহানায়কের সবথেকে ইন্টারেস্টিং বিষয়টি হল যখন উনি খুব কষ্ট পেতেন, তখন ওনার পছন্দের একটা রবীন্দ্র সংগীত গাইতেন । সেই গানও এই ছবিতে দেখানো হয়েছে । এই ছবিটা থেকে অজানা উত্তমকুমার সম্পর্কে অনেক কথাই জানা যাবে ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : বাঙালির আবেগের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন উত্তমকুমার । অরুণ কুমার থেকে মহানায়ক উত্তমকুমার হয়ে ওঠার ইতিহাস অনেকেই জানেন । কিন্তু, অফস্ক্রিনে কেমন ছিলেন মানুষটা ? তা নিয়ে দর্শকদের মনে কৌতুহলের শেষ নেই । আর তাঁর জীবনের সেই সব ছোটো ছোটো গল্প স্ক্রিনে তুলে ধরেছেন পরিচালক প্রবীর রায় । মহানায়কের জীবনীকে কেন্দ্র করে তৈরি করেছেন একটি ডকু ফিচার । নাম 'যেতে নাহি দিব' ।

ছবিতে উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখার্জি । এছাড়াও, মহানায়কের বিপরীতে অভিনয় করা একাধিক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত ও মল্লিকা সিনহা রায়কে । সম্প্রতি ETV ভারত সিতারার মুখোমুখি হয়েছিলেন সুজন নীল । ছবিটি করতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে তা আমাদের সঙ্গে শেয়ার করে নেন তিনি ।

উত্তমকুমারকে অনেকটা কাছ থেকে দেখেছিলেন পরিচালক প্রবীর রায় । সেই অভিজ্ঞতাগুলিকেই স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন তিনি । সুজন নীল বলেন, "প্রবীরদা উত্তমকুমারকে খুব কাছ থেকে দেখেছেন । মহানায়কের সবথেকে ইন্টারেস্টিং বিষয়টি হল যখন উনি খুব কষ্ট পেতেন, তখন ওনার পছন্দের একটা রবীন্দ্র সংগীত গাইতেন । সেই গানও এই ছবিতে দেখানো হয়েছে । এই ছবিটা থেকে অজানা উত্তমকুমার সম্পর্কে অনেক কথাই জানা যাবে ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: মহানায়ক উত্তম কুমারের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে নতুন ছবি যেতে নাহি দিব। ভারতীয় ছবি বাংলা ছবি যতদিন বেঁচে থাকবে ততদিন মহানায়ক উত্তম কুমার নামটা থেকে যাবে। অরুণ কুমার থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার এইযে সুদীর্ঘ ইতিহাস সেটা সকলেরই কমবেশি জানা। কিন্তু ব্যক্তিগত জীবনে মানুষটা কেমন ছিলেন কেমনই বা ছিল তার সকাল আর কিভাবে তিনি সাধারণ সিনেমা দর্শকদের ভালোবাসা এবং মহানায়ক খ্যাতিকে বই নিয়ে চলতেন সেটা একটা রহস্য।

প্রবীর রায় পরিচালিত নতুন এই ডকু ফিচার ছবিটিতে মহানায়ক উত্তম কুমার এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সুজন নীল মুখার্জিকে। এর আগে মহানায়ক এর জীবনী এবং তার নায়িকা দের কে কেন্দ্র করে বেশ কিছু কাজ হয়েছে। তবে তার বেশিরভাগ ক্ষেত্রেই সেই কাজ দেখার পর দর্শকদের সমালোচনায় বিদ্ধ হয়েছে। ঠিক সেই জায়গা থেকে মহানায়কের চরিত্রে অভিনয় প্রথম দিন স্ক্রিপ্ট শোনার পর প্রথম প্রতিক্রিয়া এবং কিভাবে নিজেকে এই রকম একজন অভিনেতা তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহিরুর চরিত্রে অভিনয় এর জন্য কিভাবে নিজেকে তৈরি করলেন এবং অতি অবশ্যই ছোটবেলায় একবার মহানায়ক কে সামনে থেকে দেখার অভিজ্ঞতা কেমন ছিল সেই সব কিছু নিয়ে ইটিভি ভারত সীতারার মুখোমুখি হলেন অভিনেতা সুজন নীল মুখার্জি।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Nov 7, 2019, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.