ETV Bharat / sitara

আমি ব্যবসা বন্ধ করে দিলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে : তপন নন্দী

বাংলা টেলিভিশন ও সিনেমায় শিল্পী ও টেকনিশিয়ানদের টাকা বকেয়া রাখার সমস্যা দিন দিন বাড়ছে। এর সঙ্গে জড়িয়েছে সাপ্লায়ারদের নামও। এই সমস্যার ব্যাপারে খতিয়ে দেখতে ETV ভারত সিতার পৌঁছে গেছিল নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দীর কাছে। কী বললেন তিনি?

তপন নন্দী
author img

By

Published : Jul 4, 2019, 6:12 PM IST

কলকাতা : কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দী বাংলা ছবি, ধারাবাহিক ও এখন ওয়েব সিরিজ়েও আসবাবপত্র সাপ্লাই করেন। তাঁর মতে বাংলা ইন্ডাস্ট্রিতে যত কাজ হয়, তার ৭০ শতাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হয় তাঁর কোম্পানির আসবাব। অথচ তাঁরই অনেক টাকা বকেয়া রয়েছে। দিনের পর দিন বিনা পারশ্রমিকেই প্রপস সাপ্লাই করে যাচ্ছেন তপন।

তিনি আমাদের বললেন, "আমরা ইন্ডাস্ট্রির একেবারে শুরু থেকে রয়েছি। মারাত্মক খারাপ অবস্থা দেখেছি আমরা ইন্ডাস্ট্রির। তবে কখনও ছেড়ে যাইনি। তবে আমি যদি আজ ব্যবসা বন্ধ করে দিই, ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে যাবে।"

তবুও আশাবাদী তপন নন্দী। তিনি বললেন, "আমরা যদি আমাদের সদিচ্ছা নিয়ে কাজটা করি, তাহলে হয়তো কিছু প্রযোজক টাকা মারবে, তবে বেশিরভাগ টাকাই পাওয়া যাবে। কিন্তু আমাদেরও ধৈর্য্যের একটা সীমা আছে।"

শুনে নিন তপন নন্দীর বক্তব্য...

শুনে নিন তপন নন্দীর বক্তব্য

কলকাতা : কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দী বাংলা ছবি, ধারাবাহিক ও এখন ওয়েব সিরিজ়েও আসবাবপত্র সাপ্লাই করেন। তাঁর মতে বাংলা ইন্ডাস্ট্রিতে যত কাজ হয়, তার ৭০ শতাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হয় তাঁর কোম্পানির আসবাব। অথচ তাঁরই অনেক টাকা বকেয়া রয়েছে। দিনের পর দিন বিনা পারশ্রমিকেই প্রপস সাপ্লাই করে যাচ্ছেন তপন।

তিনি আমাদের বললেন, "আমরা ইন্ডাস্ট্রির একেবারে শুরু থেকে রয়েছি। মারাত্মক খারাপ অবস্থা দেখেছি আমরা ইন্ডাস্ট্রির। তবে কখনও ছেড়ে যাইনি। তবে আমি যদি আজ ব্যবসা বন্ধ করে দিই, ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে যাবে।"

তবুও আশাবাদী তপন নন্দী। তিনি বললেন, "আমরা যদি আমাদের সদিচ্ছা নিয়ে কাজটা করি, তাহলে হয়তো কিছু প্রযোজক টাকা মারবে, তবে বেশিরভাগ টাকাই পাওয়া যাবে। কিন্তু আমাদেরও ধৈর্য্যের একটা সীমা আছে।"

শুনে নিন তপন নন্দীর বক্তব্য...

শুনে নিন তপন নন্দীর বক্তব্য
Intro:টলিউডের টেলি জগতের কলাকুশলীদের বকেয়া টাকা কোথায় গেল? কেন দিনের পর দিন আটকে রাখা হচ্ছে তাঁদের প্রাপ্য টাকা? বিষয়টিকে আরও খতিয়ে দেখতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল গবেষক এবং চিত্রনাট্যকার শিবাশীষ বন্দোপাধ্যায় এবং নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দীর কাছে। তাঁদের সমস্যার কথা সরাসরি তাঁরা তুলে ধরলেন আমাদের কাছে।


Body:করুণাময়ী রানী রাসমণি, নেতাজি, দেবী চৌধুরানীর মতো ধারাবাহিকের গবেষক এবং চিত্রনাট্যকার শিবাশীষ বন্দোপাধ্যায়ের লক্ষ লক্ষ টাকা আটকে আছে। সাত লক্ষ টাকা তিনি পেতেন। তার মধ্যে কিছু টাকা পেলেও বাকি টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন শিবাশীষ। তাঁর বক্তব্য এবং অভিযোগ শুনুন ETV ভারত সিতারার এক্সক্লুসিভ ভিডিওতে :




Conclusion:অন্যদিকে নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দীও ফেঁসেছেন একই গ্যারাকলে। তিনি আবার কোনও গিল্ডের আয়ত্তে নেই। দীর্ঘ ৯০ বছর ধরে বাংলা ছবিতে চেয়ার টেবিল এবং অন্যান্য আসবাব সাপ্লাই করে তাঁর কম্পানি। যত ধারাবাহিক সিনেমা তৈরি হয়, তার ৭০ শতাংশতেই ব্যবহার করা হয় এই কম্পানির আসবাব। একটি নির্দিষ্ট শুটিংয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার আসবাব চুরিও যায় তপনবাবুর। তিনি বললেন, "আমি যদি আজ থেকে কাজ বন্ধ করে দিই, ইন্ডাস্ট্রির কাজ বন্ধ হয়ে যাবে।" পুরো বক্তব্য শুনুন নিচে দেওয়া ভিডিওতে :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.